Sharing Is Caring:

N2 MCQs for ANM GNM 2025

ANM GNM পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অজৈব রসায়নের চ্যাপ্টারটি থেকে নাইট্রোজেন এর উপর 50 টি প্রশ্নের MCQs প্রশ্নের কুইজ করে দেওয়া হল |

1. নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত?

 
 
 
 

2. নাইট্রোজেনের যোজ্যতা কত?

 
 
 
 

3. নাইট্রোজেন অণুর (N₂) আণবিক ভর কত?

 
 
 
 

4. পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইডের (NH₄Cl) সাথে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?

 
 
 
 

5. অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটের জলীয় দ্রবণ উত্তপ্ত করলে প্রথমে কোন অন্তর্বর্তী যৌগটি উৎপন্ন হয়?

 
 
 
 

6. অ্যামোনিয়াম নাইট্রাইটকে (NH₄NO₂) তাপ দিলে কী উৎপন্ন হয়?

 
 
 
 

7. নিচের কোনটি নাইট্রোজেনের ব্যবহার নয়?

 
 
 
 

8. নাইট্রোলিম কী?

 
 
 
 

9. সাধারণ উষ্ণতা ও চাপে নাইট্রোজেন কোন অবস্থায় থাকে?

 
 
 
 

10. নাইট্রোজেন গ্যাসের বর্ণ কীরূপ?

 
 
 
 

11. নাইট্রোজেন গ্যাস বায়ুর চেয়ে –

 
 
 
 

12. নাইট্রোজেন কি দহনে সহায়তা করে?

 
 
 
 

13. সাধারণ তাপমাত্রায় নাইট্রোজেন রাসায়নিকভাবে বেশ নিষ্ক্রিয় কেন?

 
 
 
 

14. হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া (NH₃) প্রস্তুতিতে নাইট্রোজেনের সাথে কোন গ্যাস ব্যবহার করা হয়?

 
 
 
 

15. হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক (catalyst) হিসেবে কী ব্যবহৃত হয়?

 
 
 
 

16. নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় বিদ্যুৎ স্ফুলিঙ্গের সাহায্যে বা উচ্চ তাপমাত্রায় (প্রায় ৩০০০°C) কোন গ্যাস উৎপন্ন হয়?

 
 
 
 

17. ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

 
 
 
 

18. ক্যালসিয়াম কার্বাইডের (CaC₂) উপর দিয়ে ১১০০°C তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী উৎপন্ন হয়?

 
 
 
 

19. বায়ুমণ্ডলে আয়তনের দিক থেকে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে উপস্থিত?

 
 
 
 

20. বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে প্রথমে কোন অক্সাইড তৈরি করে?

 
 
 
 

21. নাইট্রিক অক্সাইড (NO) বায়ুর অক্সিজেনের সাথে জারিত হয়ে কোন গ্যাস উৎপন্ন করে?

 
 
 
 

22. নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂) বৃষ্টির জল বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে কোন দুটি অ্যাসিড উৎপন্ন করে?

 
 
 
 

23. উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রেট ও নাইট্রাইট লবণ মাটিতে কীভাবে তৈরি হয়?

 
 
 
 

24. নাইট্রোজেনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো উচ্চ উষ্ণতামাপক থার্মোমিটার প্রস্তুতিতে। এর কারণ কী?

 
 
 
 

25. তরল নাইট্রোজেনের স্ফুটনাঙ্ক কত?

 
 
 
 

26. “নাইট্রোলিম” কী হিসেবে ব্যবহৃত হয়?

 
 
 
 

27. নাইট্রোজেন অণুতে (N₂) কয়টি সমযোজী বন্ধন থাকে?

 
 
 
 

28. কোন বিজ্ঞানী নাইট্রোজেন গ্যাস আবিষ্কার করেন?

 
 
 
 

29. নিম্নলিখিত কোন প্রক্রিয়ার মাধ্যমে শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদন করা হয়?

 
 
 
 

30. নাইট্রোজেন ঘটিত একটি বিস্ফোরক পদার্থের নাম বলুন।

 
 
 
 

31. “লাফিং গ্যাস” নামে পরিচিত নাইট্রোজেনের অক্সাইড কোনটি?

 
 
 
 

32. ক্রায়োসার্জারিতে (Cryosurgery) কোন পদার্থটি ব্যবহৃত হয়?

 
 
 
 

33. নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়?

 
 
 
 

34. শিল্পক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড (HNO₃) উৎপাদনে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?

 
 
 
 

35. বৈদ্যুতিক বাল্বের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কেন?

 
 
 
 

36. হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কত বায়ুমণ্ডলীয় চাপ প্রয়োগ করা হয়?

 
 
 
 

37. হেবার-বস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন তাপমাত্রা বজায় রাখা হয়?

 
 
 
 

38. নাইট্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের (১৪.৪) তুলনায় কত?

 
 
 
 

39. খাদ্যদ্রব্য প্যাকেজিং-এ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় কেন?

 
 
 
 

40. নাইট্রোজেন অণুতে N≡N বন্ধনটি ভাঙতে কী প্রয়োজন?

 
 
 
 

41. অ্যামোনিয়াম সালফেট [(NH₄)₂SO₄] প্রধানত কী হিসেবে ব্যবহৃত হয়?

 
 
 
 

42. কোনটি নাইট্রোজেনের একটি আইসোটোপ?

 
 
 
 

43. জীবদেহে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের আবশ্যিক উপাদান কোনটি?

 
 
 
 

44. পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির সময় অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রাইটের মিশ্রণকে কীভাবে উত্তপ্ত করা হয়?

 
 
 
 

45. নাইট্রোজেনের পারমাণবিক ভর কত?

 
 
 
 

46. নাইট্রোজেন জলে কীরূপ দ্রবণীয়?

 
 
 
 

47. নাইট্রোজেন গ্যাস কি বিষাক্ত?

 
 
 
 

48. কোন ক্ষেত্রে নাইট্রোজেনকে নিষ্ক্রিয় পরিবেশ সৃষ্টি করতে ব্যবহার করা হয় না?

 
 
 
 

49. “নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া” কোথায় পাওয়া যায়?

 
 
 
 

50. নাইট্রিক অ্যাসিড (HNO₃) একটি শক্তিশালী –

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!