Sharing Is Caring:

MCQs on Music, Musician & Instrument for RRB Exams

রেলের বিভিন্ন বিগত বছরে পরীক্ষাতে আসা প্রশ্নগুলির মধ্যে সংগীত, গায়ক ও বাদ্যযন্ত্র (Music, Musician & Instrument) থেকে এসেছে এমন প্রশ্নগুলোকে দেওয়া হল, উত্তরের ব্যাখ্যা সহ

1. হিন্দুস্তানি সংগীতের জনপ্রিয় রাগের মধ্যে একটি হল-

 
 
 
 

2. ইহুদি মেনুহিন যে বাজনা বাজিয়ে বিশ্বখ্যাত হয়েছিলেন-

 
 
 
 

3. বালমুরলীকৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট-

 
 
 
 

4. পঙ্কজ উধাস্ কোন্ ধরনের গানে বিশিষ্ট?

 
 
 
 

5. ‘সুফিয়ানা কলাম’ এক ধরনের ভক্তিগীতি। এটি ভারতের কোন্ রাজ্যে সবচেয়ে বেশি গাওয়া হয়?

 
 
 
 

6. মোহন বীণা, একটি পরিবর্তিত হাওয়াইয়ান গিটার যা হিন্দুস্থানী স্লাইড গিটার নামে পরিচিত। এটি কে তৈরি করেছিলেন এবং জনপ্রিয় করেছিলেন?

 
 
 
 

7. নৃত্য শিক্ষা ছেড়ে তিনি প্রখ্যাত সংগীত ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখেন। তিনি 1948 থেকে 1956 পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক ছিলেন। এখানে কার কথা বলা হচ্ছে?

 
 
 
 

8. কে স্বামী হরিদাসের কাছে এগারো বছর ধরে সঙ্গীত শিখেছেন?

 
 
 
 

9. কোন রাজ্যে ‘Saikuti Zai’ লোক সঙ্গীতের উৎপত্তি?

 
 
 
 

10. কে কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসেবে পরিচিত এবং সবচেয়ে বিশিষ্ট সুরকারদের একজন?

 
 
 
 

11. বন-গীত (অরণ্য/প্রকৃতির গান), মূলত কোন রাজ্যের লোকগানের একটি রূপ?

 
 
 
 

12. নীচের কোনটি কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি Percussion Instrument নয়?

 
 
 
 

13. যন্ত্রসঙ্গীত হিসেবে পুরুষরা তানপুরা ও পাখাওয়াজের সাথে কোন শৈলীর গান গায়?

 
 
 
 

14. দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট আছে?

 
 
 
 

15. হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতে কে গিটার কে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছিলেন?

 
 
 
 

16. ‘Khamba – Thoibi’ কোন রাজ্যের পারফর্মিং আর্টের একটি গুরুত্বপূর্ণ রূপ?

 
 
 
 

17. নীচের কোন ত্রয়ীকে “The Trinity of Carnatic Music” বলা হয়?

 
 
 
 

18. নীচের মধ্যে কে কর্ণাটক সঙ্গীত ত্রীরত্নের অন্যতম সদস্য?

 
 
 
 

19. ওস্তাদ বাহাউদ্দিন মহিউদ্দিন একজন কিংবদন্তী সঙ্গীতজ্ঞ নীচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

 
 
 
 

20. আল্হা (Alha) গান কোন রাজ্যের কিছু অংশের লোকগানের একটি বিশিষ্ট ধারা?

 
 
 
 

21. পন্ডিত জসরাজ একজন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী। তিনি হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের ____ ঘরানা (স্কুল)-র অন্তর্গত।

 
 
 
 

22. বাদ্যযন্ত্রের মধ্যে কোনটিতে কিবোর্ড রয়েছে?

 
 
 
 

23. নীচের কোনটি কর্ণাটকী সংগীতের রাগ?

 
 
 
 

24. পন্ডিত নারায়ন রাও হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন?

 
 
 
 

25. ‘আমার সোনার বাংলা’ গানের রচয়িতা কে?

 
 
 
 

26. বলিউডের কোন গীতিকার সর্বাধিক সংখ্যক গান রচনা করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছেন?

 
 
 
 

27. আধা শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের একটি সাধারন রূপ ‘ঠুমরির’ রানি হিসাবে কাকে বিবেচনা করা হয়?

 
 
 
 

28. সংস্কৃতে 72 তার বিশিষ্ট শততন্ত্রী বীণা নীচের কোন বাদ্যযন্ত্রের রূপান্তরিত হয়েছে?

 
 
 
 

29. শুভ মুদগাল কীসের সাথে সম্পর্কিত?

 
 
 
 

30. বিলাপের গান ‘The life has gone out of the body’ আওধ রাজ্যের কোন নবাবের সাথে যুক্ত?

 
 
 
 

31. একলা চলো রে (walk alone) লিখেছেন?

 
 
 
 

32. প্রখ্যাত সঙ্গীত ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন?

 
 
 
 

33. জনপ্রিয় লোকগান ‘কাজরী’ কোন রাজ্যে বিখ্যাত?

 
 
 
 

34. মহাকাব্য মহাভারতের উপর ভিত্তি করে নীচের কে লোকগীতি পান্ডবানী শৈলীর অন্তর্গত?

 
 
 
 

35. বিখ্যাত ছত্রিশগড় লোকসঙ্গীতের গায়ক Teejan Bai কোন ধরনের লোকসঙ্গীতের একজন প্রবক্তা?

 
 
 
 

36. ওস্তাদ আমজাদ আলী খান নীচের কোন বাদ্যযন্ত্র বাজান?

 
 
 
 

37. ডি. বালসারা নীচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

 
 
 
 

38. নীচের কোন ব্যক্তি বাদ্যযন্ত্র সন্তরের সাথে যুক্ত নয়?

 
 
 
 

39. নিম্নলিখিতদের মধ্যে কে একজন বিখ্যাত সন্তর যন্ত্রবাদক?

 
 
 
 

40. বিখ্যাত সঙ্গীতজ্ঞ শ্রীমতি এন. রাজন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

 
 
 
 

41. হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?

 
 
 
 

42. নিম্নলিখিত দের মধ্যে কে সেতার বাজান না?

 
 
 
 

43. নীচের কোন জোড়াটি সঠিকভাবে মেলে না (বাদ্যযন্ত্র-শিল্পী)

 
 
 
 

44. নীচের কোন বাদ্যযন্ত্রটি উৎপত্তিগতভাবে ইন্দো ইসলামিক নয়?

 
 
 
 

45. নীচের কোনটি হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতের শৈলী নয়?

 
 
 
 

46. নীচের কোনটি Wind Musical Instrument নয়?

 
 
 
 

47. উত্তর ভারতীয় যন্ত্র ‘নাগাডা’ (Nagada) এর দক্ষিণ ভারতীয় যন্ত্র রূপ হল-

 
 
 
 

48. জাকির হুসেন নীচে কোন ক্ষেত্রের সাথে যুক্ত?

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!