Sharing Is Caring:

MCQS on Painter & Painting for RRB Exams

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (RRB) বিভিন্ন পরীক্ষা যেমন NTPC, Group-D, JE, RPF Constable/SI ইত্যাদি প্রস্তুতিতে সাধারণ জ্ঞান বা জেনারেল অ্যাওয়ারনেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিভাগের একটি উল্লেখযোগ্য অংশ হলো “চিত্র এবং চিত্রকার” (Painter & Painting)। বিগত বছরগুলোর প্রশ্নপত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এই টপিক থেকে একাধিক প্রশ্ন এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা প্রবল। ভারতের বিভিন্ন লোকশিল্প, বিখ্যাত চিত্রকর্ম, প্রখ্যাত চিত্রশিল্পীদের জীবন ও কর্ম এবং বিভিন্ন চিত্রশৈলীর উৎপত্তি ও বৈশিষ্ট্য সম্পর্কিত প্রশ্ন প্রায়শই দেখা যায়। এই প্রশ্নগুলো কেবল পরীক্ষার্থীদের সাধারণ জ্ঞানের গভীরতাই যাচাই করে না, বরং ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের সচেতনতাও মূল্যায়ন করে।

এই পোস্টে আমরা রেলওয়ের বিগত বছরের পরীক্ষাগুলোতে “চিত্র এবং চিত্রকার” টপিক থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর বিস্তারিত ব্যাখ্যাসহ তুলে ধরছি

1. কলমকারি চিত্রকলার উদ্ভব হয়েছিল- [RPF Constable 03.02.2019]

 
 
 
 

2. রাজা রবি ভার্মা ____ রাজ্যের সাথে যুক্ত? [RPF SI, 11.01.2019]

 
 
 
 

3. কখন ভারতে ‘Mural’ চিত্রকলা বিকাশ লাভ করে? [RRB NTPC Stage-1st,]

 
 
 
 

4. ‘The Last Supper’ নামে বিখ্যাত চিত্রকর্মটি কে আঁকেন? [RRB Gr.-D, 02.11.2018]

 
 
 
 

5. মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের? [RRB NTPC Stage-1, 29.03.2016]

 
 
 
 

6. বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা করা হয়? [RRB NTPC Stage-I, 10.01.2021]

 
 
 
 

7. মধুবনী শিল্প কি? [RRB NTPC Stage-I, 03.04.2016]

 
 
 
 

8. নীচের কোন চিত্রকলাটির নাম বিহারের একটি জেলার নাম রাখা হয়েছে? [RRB JE, 23.05.2019]

 
 
 
 

9. কোন চিত্রশিল্পী মহাত্মা গান্ধীর উপর একটি সিরিজের চিত্রকর্ম করেছিলেন? [RRB NTPC, 03.04.2016]

 
 
 
 

10. ‘চেরিয়াল’ চিত্রকলার কোন রাজ্যের? [RRB Gr.-D, 18.09.18]

 
 
 
 

11. Warli Folk Painting কোন রাজ্যের একটি শিল্প? [RRB NTPC Stage-1, 10.01.2021]

 
 
 
 

12. কে 23 বছর (1802-25) ভারতে ছিল ও প্রতিকৃতি ল্যান্ডস্কেপ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের দৃশ্য আঁকতেন? [RRB NTPC Stage-1, 12.01.2021]

 
 
 
 

13. নীচের কোন শহরটি কালীঘাট চিত্রের জন্য বিখ্যাত? [RRB NTPC Stage-1, 24.07.2021]

 
 
 
 

14. কোন রাজবংশের সময়ে তাঞ্জোর চিত্রকর্মের উদ্ভব হয়েছিল? [RRB NTPC Stage-1, 07.03.2021]

 
 
 
 

15. ফাদ (Phad) রাজস্থানের ____ চিত্রকলার একটি রূপ। [RRB NTPC Stage-1, 23.01.2021]

 
 
 
 

16. ‘Thangka’ চিত্রশিল্পে, তুলা বা সিল্কের কাপড়ে ____ ভগবানের ছবি তৈরি করা হয়? [RRB NTPC Stage-I, 15.02.2021]

 
 
 
 

17. রাজস্থানের কোন সম্প্রদায় গত তিন শতাব্দী ধরে ব্লক প্রিন্টিং অনুসরণ করে আসছে? [RRB NTPC Stage-1, 11.02.2021]

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!