Quiz on Famous Personalities of India

84 Multiple Choice Questions on Famous Indian Personalities – Ideal for Competitive Exams

  • Total Questions: 84

  • Total Marks: 84

  • Negative Marking: 0.25 marks will be deducted for each incorrect answer.

  • Note: Answers will be displayed upon submission of the quiz.

1. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন?

 
 
 
 

2. নীচের কে ‘ভারতের জলমানব’ নামে পরিচিত?

 
 
 
 

3. ‘Wikileaks’-এর-সহ প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের কম্পিউটার প্রোগ্রামার?

 
 
 
 

4. IISC, বাঙ্গালোর এর প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন?

 
 
 
 

5. নীচের কোন প্রতিষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন?

 
 
 
 

6. কার জন্মবার্ষিকীতে ভারতে জাতীয় ঐক্য দিবস পালিত হয়?

 
 
 
 

7. শংকরদেবে রচিত ‘ভুনা’-এ কোন ঐতিহ্যগত ভাষা ব্যবহার করা হয়েছে?

 
 
 
 

8. ভারতীয় শাস্ত্রীয় কথাশিল্পী, পণ্ডিত জসরাজ কোন ঘরানার অন্তর্গত।

 
 
 
 

9. কে ‘আর্ট অফ লিভিং’ এর প্রবক্তা ও প্রচারক?

 
 
 
 

10. জাতিসংঘের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কে?

 
 
 
 

11. একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যিনি মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন?

 
 
 
 

12. ভারতীয় বংশোদ্ভূত জনপ্রিয় আমেরিকান লেখক নীলাঞ্জনা সুদেষ্ণা কী নামে পরিচিত?

 
 
 
 

13. টেনিসে ‘can’t miss swiss’ নামে কে পরিচিত?

 
 
 
 

14. বিদ্যাপতি নীচের কোন ভাষার বিখ্যাত কবি ও লেখক ছিলেন?

 
 
 
 

15. ‘Lady with a Lamp’ উপাধি কাকে দেওয়া হয়েছিল?

 
 
 
 

16. নীচের কোন চলচ্চিত্র সত্যজিৎ রায় পরিচালিত?

 
 
 
 

17. বিশ্বভারতী এটি পরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে পরিচিত হয়। কে প্রতিষ্ঠা করেন?

 
 
 
 

18. ‘ব্রেক্সিট’ শব্দটি কে আবিষ্কার করেন?

 
 
 
 

19. 200 বছর আগে ভগবান স্বামী নারায়ন দ্বারা স্বামী নারায়ন সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি কোন রাজ্যে অবস্থিত?

 
 
 
 

20. 1947 সালের আগস্টে ভারতের স্বাধীনতা উদযাপনের জন্য কোন ব্যক্তি লাল কেল্লায় সানাই বাজিয়ে ছিলেন?

 
 
 
 

21. সংগীত সম্পর্কিত প্রাচীনতম গ্রন্থ, সংগীত রত্নাকর কে রচনা করেছিলেন?

 
 
 
 

22. একজন অন্ধ কবি যিনি ‘সুরসাগর’ নাম দিয়ে কৃষ্ণের মহিমা গেয়েছিলেন, তিনি কে?

 
 
 
 

23. যিনি ইংরেজি সাহিত্যে কমলা দাস নামে পরিচিত তিনি নিজের মাতৃভাষায় কি নামে পরিচিত?

 
 
 
 

24. “The United Nations was not created to take mankind heaven, but to save humanity from hell” কে বলেছেন উক্তিটি?

 
 
 
 

25. সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি?

 
 
 
 

26. Universal Declaration of Human Rights (UDHAR) এর খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

 
 
 
 

27. উলাত বংশী কোন ভক্তি কবির স্বতন্ত্র অবদান?

 
 
 
 

28. ভারতীয় এবং ইউরোপীয় স্টাইল একত্রিত করে মুম্বাইতে তাজমহল প্যালেস হোটেল কে নির্মাণ করেন?

 
 
 
 

29. ‘কৃত্তিম বুদ্ধিমত্তা’ শব্দটি কে তৈরি করেন?

 
 
 
 

30. ডঃ বিন্দেশ্বর পাঠকের সাথে সম্পর্কিত কোনটি?

 
 
 
 

31. 1752 সালে আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন?

 
 
 
 

32. কৈলাস সত্যার্থী এর প্রতিষ্ঠাতা ছিলেন-

 
 
 
 

33. “My mother at sixty six” কবিতাটি কে লিখেছেন?

 
 
 
 

34. হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের আসল নাম কী ছিল?

 
 
 
 

35. “আধুনিক ভারতের মীরা” কাকে বলা হয়?

 
 
 
 

36. UNO-র প্রাক্তন সেক্রেটারি কফি আন্নান কোন আফ্রিকান দেশের মানুষ?

 
 
 
 

37. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে ছিলেন?

 
 
 
 

38. প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল সাঁতারে পার হয়েছিলেন তিনি একজন-

 
 
 
 

39. কোন চিকিৎসক ভারতে এসেছিলেন এবং 1794 থেকে 1815 সাল পর্যন্ত বেঙ্গল মেডিক্যালে কাজ করেছিলেন এবং বিভিন্ন অনুসন্ধান করেছিলেন?

 
 
 
 

40. এম. এস. স্বামীনাথন হলেন-

 
 
 
 

41. প্রথম ভারতীয় কবি কে যিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থিত কংগ্রেস লাইব্রেরীতে তাঁর কবিতা রেকর্ডের জন্য আমন্ত্রিত ছিলেন?

 
 
 
 

42. কে ‘ভারতের মিসাইল ম্যান’ নামে পরিচিত?

 
 
 
 

43. আমেরিকান বিজ্ঞানী এডউইন ল্যান্ড কিসের জন্য বিখ্যাত ছিলেন?

 
 
 
 

44. নোবেল পুরস্কারের জনক আলফ্রেড নোবেল কিসের উদ্ভাবক?

 
 
 
 

45. ভারতের হিন্দি থিয়েটারের জনক কাকে বলে?

 
 
 
 

46. বলিউডের’ ‘Grand old Lady’ কাকে বলা হয়?

 
 
 
 

47. Ben Kingsley সংগঠনের সাথে যুক্ত।

 
 
 
 

48. রামানন্দ সাগরের টিভি সিরিজ রামায়ণে কে সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন?

 
 
 
 

49. ভারতের কোন রাজনৈতিক নেতা ‘চাচা’ নামে পরিচিত?

 
 
 
 

50. মহাভারতের সেই চরিত্রের নাম কী ‘যিনি দিব্যদৃষ্টিতে’ মহাভারতের যুদ্ধ দেখছিলেন এবং অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে তার দৃশ্য ব্যাখ্যা করেছিলেন?

 
 
 
 

51. মাউন্ট এভারেস্ট আরোহনকারী সর্বকনিষ্ঠ ভারতীয় মেয়ে কে?

 
 
 
 

52. 4 সেপ্টেম্বর 2016 এ ভ্যাটিকান অনুষ্ঠানে পোপ ফ্রান্সিস কাকে সন্ত ঘোষণা করেন?

 
 
 
 

53. প্রারম্ভিক রক মিউজিক রেকর্ড প্রচার করেছিলেন যিনি একজন মেমফিস সংগীত প্রযোজক।

 
 
 
 

54. বেঞ্জির ভুট্টো কে ছিলেন?

 
 
 
 

55. কোন তিব্বতি বৌদ্ধ সন্ন্যাসী ভুটানকে দেশ হিসাবে অভিহিত করেন?

 
 
 
 

56. চার্লস কোরেয়া কে ছিলেন?

 
 
 
 

57. কনফুসিয়াস কে ছিলেন?

 
 
 
 

58. দাদাভাই নৌরজি কোথায় গণিত এবং পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে নিযুক্ত হন?

 
 
 
 
 

59. কার্ল সেগান কে ছিলেন?

 
 
 
 

60. অনন্ত পাই দ্বারা চালু করা ভারতের বিখ্যাত কমিক সিরিজকে কী বলা হয়?

 
 
 
 

61. পরীক্ষামূলক মনোবিজ্ঞানের জনক কে?

 
 
 
 

62. নয়া দিল্লিতে অবস্থিত ভারতীয় সংসদ ভবনের কাঠামো ডিজাইন করেছিলেন-

 
 
 
 

63. নীচের মধ্যে কে একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন?

 
 
 
 

64. বিশ্ববিখ্যাত সঙ্গীতজ্ঞ রিচার্ড ওয়াগনারের সম্মানে নির্মিত দুর্গের নাম কী?

 
 
 
 

65. “Like cures, Like’ এই হোমিওপ্যাথিক নীতি উত্থাপন করেন?

 
 
 
 

66. চন্ডীগড়ের রক্ গার্ডেন কে তৈরি করেন?

 
 
 
 

67. বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ কে রচনা করেন?

 
 
 
 

68. নীচের কোন ব্যক্তিত্ব নৃত্য পরিচালনার জন্য অস্কার জিতেছেন?

 
 
 
 

69. 1928 সালের ‘দেবদাস’ সিনেমার পরিচালক কে?

 
 
 
 

70. ভারতীয় চলচ্চিত্র পরিচালক গুরুদত্তের আসল নাম কী?

 
 
 
 

71. ক্যালভিন এবং হবস কমিক স্ট্রিপ দুটি কে তৈরি করেন?

 
 
 
 

72. ‘ভারতীয় চলচ্চিত্রের জনক’ কাকে বলা হয়?

 
 
 
 

73. ‘বন্দেমাতরম্’ পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?

 
 
 
 

74. কোন মুক্তিযোদ্ধা আল হিলাল পত্রিকা চালু করেন?

 
 
 
 

75. নীচের কে ‘সংবাদ কৌমুদি’ পত্রিকা শুরু করেন?

 
 
 
 

76. কে প্রথম ভারতীয় বডি বিল্ডার যিনি মিস্টার ইউনিভার্সের শিরোনাম জেতেন?

 
 
 
 

77. ভারত ও পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রাপ্ত একমাত্র ভারতীয় কে?

 
 
 
 

78. জাতিসংঘের অষ্টম মহাসচিব বান-কি-মুন কোন দেশের?

 
 
 
 

79. জাতিসংঘের প্রশাসন 2016 সালের 2 অক্টোবর এক ভারতীয় কিংবদন্তি সংগীত শিল্পীর স্মারক ডাক টিকিট জারি করেন। তিনি কে?

 
 
 
 

80. কে সারা জীবন সবজি বিক্রি, গৃহকর্ম এবং শ্রমিক হিসাবে পরিশ্রম করে ‘মানবতা হাসপাতাল’ প্রতিষ্ঠা করেন?

 
 
 
 

81. “Mozart of Madras” নামে কে জনপ্রিয়?

 
 
 
 

82. ‘আইরন লেডি’ নামে পরিচিত বিখ্যাত কর্মী, ইরম চানু শর্মিলা কোন রাজ্যের?

 
 
 
 

83. কে বলেছেন “ধৈর্য রাতারাতি অর্জন করা যায় না। পেশি তৈরির ন্যায় প্রতিদিন আপনাকে এটিতে কাজ করতে হবে”-

 
 
 
 

84. নীচের বিজ্ঞানীদের মধ্যে কে ভারতের নাগরিকত্ব অর্জন করেছেন?

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!