Sharing Is Caring:

ANM GNM 2025 Quiz on Locomotion Life Science

ANM GNM 2025 পরীক্ষার জন্য দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ‘প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন’ চ্যাপ্টারটি থেকে 54 টি প্রশ্নের উত্তর ব্যাখ্যাসহ Quiz আকারে দেওয়া হল |

1. ‘A’ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে শব্দের মধ্যে সমতা বিধান করে নীচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। A স্তম্ভ: A. ফ্লেক্সন, B. এক্সটেনশন, C. রোটেশন; B স্তম্ভ: i. কোয়াড্রিসেপস্, ii. পাইরিফরমিস, iii. বাইসেপস্

 
 
 
 

2. যে সন্ধিতে সবথেকে বেশি সঞ্চালন ঘটে সেটি নির্ধারণ করো-

 
 
 
 

3. হাত বা পা ভাঁজ করতে যে পেশি কাজ করে সেই পেশিটি শনাক্ত করে লেখো।-

 
 
 
 

4. পায়রার দেহে ডানার পালক রেমিজেস ও পুচ্ছের পালক রেকট্রিসেসের সংখ্যা হল যথাক্রমে-

 
 
 
 

5. কোন্ পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে সরে যেতে সাহায্য করে?

 
 
 
 

6. নিম্নলিখিত কোন পেশি কোনো অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে নিয়ে যায়?

 
 
 
 

7. ‘Hands up’ নির্দেশটি অপরাধকারী কর্তৃক মান্য হলে, কোন প্রকারের পেশি সক্রিয় হয়?

 
 
 
 

8. নীচের কোনটি একটি রোটেটর পেশির উদাহরণ?

 
 
 
 

9. প্রাণীদের গমনের একটি প্রধান উদ্দেশ্য হল-

 
 
 
 

10. অ্যামিবার গমন অঙ্গ হল –

 
 
 
 

11. প্যারামিসিয়ামের গমন অঙ্গ হল –

 
 
 
 

12. যে পেশি মাছের গমনে সাহায্য করে তা হল-

 
 
 
 

13. মাছের কোন্ পাখনা দিক পরিবর্তনে সাহায্য করে?

 
 
 
 

14. নীচের কোন্টি মাছের জোড় পাখনা?

 
 
 
 

15. মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে কোন অঙ্গ?

 
 
 
 

16. মাছের পাখনার সংখ্যা কটি?

 
 
 
 

17. পায়রার ডানায় বড়ো পালকের (রেমিজেস) সংখ্যা কটি?

 
 
 
 

18. মানুষের পায়ের কাফ পেশিকে কী বলে?

 
 
 
 

19. মানুষের গমনের সময় কানের কোন্ অংশ ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে?

 
 
 
 

20. সচল অস্থিসন্ধির সংযোগস্থলে কী রস থাকে?

 
 
 
 

21. পেশির অবসাদ দেখা যায় নিম্নলিখিতটি জমা হওয়ার ফলে-

 
 
 
 

22. নীচের কোন্টি কব্জা সন্ধি?

 
 
 
 

23. নীচের কোন্টি ফ্লেক্সর পেশি?

 
 
 
 

24. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে-

 
 
 
 

25. হিউমেরাস অস্থি উপস্থিত থাকে –

 
 
 
 

26. ইউগ্লিনার গমন অঙ্গ হল –

 
 
 
 

27. সিলিয়ারি গতি দেখা যায় –

 
 
 
 

28. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন্ প্রাণীটিতে?

 
 
 
 

29. মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন্ পাখনা?

 
 
 
 

30. মানুষের কোন্ পেশি সংকুচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয়?

 
 
 
 

31. গমনের সময় মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে?

 
 
 
 

32. মানবদেহে কতগুলি কশেরুকা দেখা যায়?

 
 
 
 

33. কব্জা সন্ধির উদাহরণ হল-

 
 
 
 

34. বল ও সকেট সন্ধির উদাহরণ হল-

 
 
 
 

35. ডেলটয়েড পেশি হল-

 
 
 
 

36. হাতের বাইসেপস পেশি হল-

 
 
 
 

37. এক্সটেনসর পেশির উদাহরণ হল-

 
 
 
 

38. দেহের কোনো অংশ আবর্তিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে-

 
 
 
 

39. যে পেশি দুটি অস্থি-সন্ধি ভাঁজ করতে বা কাছাকাছি আনতে সাহায্য করে-

 
 
 
 

40. কনুইয়ের সন্ধি হল-

 
 
 
 

41. রুই মাছের জোড় পাখনার সংখ্যা হল-

 
 
 
 

42. মাছের উদস্থৈতিক অঙ্গটি হল-

 
 
 
 

43. পটকার অগ্রভাগে অবস্থান করে-

 
 
 
 

44. মাছের যে পাখনাটি দিক পরিবর্তনে সাহায্য করে তা হল-

 
 
 
 

45. দিক পরিবর্তনের সময় মাছের যে পাখনাটি শরীরের ভারসাম্য রক্ষা করে-

 
 
 
 

46. গমনের সময় মাছের দেহের ‘S’ আকৃতি সম্ভব হয়-

 
 
 
 

47. পায়রার লেজের পালকগুলিকে বলে-

 
 
 
 

48. মানুষের দ্বি-পদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে-

 
 
 
 

49. দেহাক্ষ থেকে কোনো অঙ্গের দূরে সরে যাওয়াকে বলে-

 
 
 
 

50. কোনো অঙ্গের দেহাক্ষের দিকে এগিয়ে আসাকে বলে-

 
 
 
 

51. অস্থি-সন্ধিতে উপস্থিত তরলকে বলে-

 
 
 
 

52. একটি অচল সন্ধির উদাহরণ হল-

 
 
 
 

53. একটি স্বল্প সচল সন্ধি হল-

 
 
 
 

54. সল-জেল মতবাদ-

 
 
 
 

55. নীচের বিবৃতিগুলি বিবেচনা করো: I. বাইসেপস ব্র্যাকাই পেশি কনুই সন্ধির ফ্লেক্সনে এবং ট্রাইসেপস ব্র্যাকাই পেশি কনুই সন্ধির এক্সটেনশনে সাহায্য করে। II. ডেলটয়েড পেশি বাহুর অ্যাবডাকশনে প্রধান ভূমিকা পালন করে, কিন্তু অ্যাডাকশনে এর কোনো ভূমিকা নেই। III. গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস পেশি একত্রে কাফ পেশি গঠন করে এবং এটি পায়ের প্ল্যান্টারফ্লেক্সনে সাহায্য করে। কোন বিকল্পটি সঠিক?

 
 
 
 

56. অস্থিসন্ধি সম্পর্কিত নীচের বিবৃতিগুলি বিবেচনা করো: I. সকল প্রকার সাইনোভিয়াল সন্ধিতে সাইনোভিয়াল তরল, তরুণাস্থি এবং লিগামেন্ট উপস্থিত থাকে এবং এগুলি অবাধে সচল (ডাইআর্থরোসিস)। II. করোটির সুচারগুলি হলো তন্তুময় অচল সন্ধি (সিনআর্থরোসিস), যা বয়ঃবৃদ্ধির সাথে সাথে সম্পূর্ণরূপে অস্থিভূত হতে পারে। III. ইন্টারভার্টিব্রাল ডিস্ক দ্বারা যুক্ত কশেরুকাগুলির মধ্যবর্তী সন্ধিগুলি হলো অ্যামফিআর্থরোসিস (অল্প সচল) প্রকৃতির এবং এগুলি তরুণাস্থি নির্মিত সন্ধি। কোন বিকল্পটি সঠিক?

 
 
 
 

57. মাছের গমন সম্পর্কিত নীচের বিবৃতিগুলি পরীক্ষা করো: I. মাছের মায়োটোম পেশিগুলি পর্যায়ক্রমিক সংকোচনের মাধ্যমে দেহের ‘S’ আকৃতির বক্রতা সৃষ্টি করে, যা গমনের মূল চালিকাশক্তি। II. পুচ্ছ পাখনা প্রধানত দিক পরিবর্তনে সাহায্য করে, কিন্তু গমনে সম্মুখবর্তী ধাক্কা (thrust) তৈরিতে এর ভূমিকা নগণ্য। III. পটকার রেড গ্রন্থি থেকে নিঃসৃত গ্যাস পটকার আয়তন নিয়ন্ত্রণ করে মাছকে বিভিন্ন গভীরতায় ভেসে থাকতে বা ডুবতে সাহায্য করে। কোন বিবৃতিগুলি সত্য?

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!