Oogenesis MCQ Quiz | Questions on Female Ovum

This page contains 50 MCQs as Quiz on Oogenesis Process (Formation on Ovum). This is very important topic for your upcoming exam.

  • Total Questions: 50
  • Total Marks: 50
  • Negative Marking: 0.25 marks will be deducted for each incorrect answer.
  • Note: Answers will be displayed upon submission of the quiz.

1. ডিম্বাণু জনন (Oogenesis) প্রক্রিয়াটি মানবদেহের কোথায় সম্পন্ন হয়?

 
 
 
 

2. ডিম্বাণু জনন প্রক্রিয়ার শুরুতে যে আদি জনন কোষটি থাকে, তার নাম কী?

 
 
 
 

3. স্ত্রীদেহে উগোনিয়াম কোষের বিভাজন কখন শুরু হয়?

 
 
 
 

4. উগোনিয়াম কোষে ক্রোমোজোম সংখ্যা কত থাকে?

 
 
 
 

5. উগোনিয়াম থেকে মাইটোসিস বিভাজনের মাধ্যমে কোন কোষটি তৈরি হয়?

 
 
 
 

6. প্রাইমারি উসাইট মায়োসিস-I বিভাজনের কোন দশায় স্থগিত (arrested) থাকে?

 
 
 
 

7. বয়ঃসন্ধিকালে কোন হরমোনের প্রভাবে প্রাইমারি উসাইটের বিভাজন পুনরায় শুরু হয়?

 
 
 
 

8. একটি প্রাইমারি উসাইটের মায়োসিস-I বিভাজনের ফলে কী তৈরি হয়?

 
 
 
 

9. সেকেন্ডারি উসাইট কোন কোষ বিভাজন দশায় স্থগিত থাকে?

 
 
 
 

10. সেকেন্ডারি উসাইটের মায়োসিস-II বিভাজন কখন সম্পন্ন হয়?

 
 
 
 

11. ডিম্বাণু জনন প্রক্রিয়ায় উৎপন্ন পোলার বডিগুলির কাজ কী?

 
 
 
 

12. একটি উগোনিয়াম থেকে মোট কয়টি কার্যকরী ডিম্বাণু তৈরি হয়?

 
 
 
 

13. পরিণত ডিম্ব ফলিকেলকে কী বলা হয়?

 
 
 
 

14. গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে থাকা তরলপূর্ণ গহ্বরটির নাম কী?

 
 
 
 

15. ডিম্বপাতের (Ovulation) সময় ফলিকেল থেকে কী নির্গত হয়?

 
 
 
 

16. কোন হরমোনের আকস্মিক বৃদ্ধি (surge) ডিম্বপাত ঘটায়?

 
 
 
 

17. ডিম্বপাতের পর গ্রাফিয়ান ফলিকেলের অবশিষ্টাংশ কীসে পরিণত হয়?

 
 
 
 

18. করপাস লুটিয়াম থেকে প্রধানত কোন হরমোন ক্ষরিত হয়?

 
 
 
 

19. ডিম্বাণুর বাইরের অ্যাকোशिकীয় স্তরটির নাম কী?

 
 
 
 

20. জোনা পেলুসিডার বাইরের কোষীয় স্তরটির নাম কী?

 
 
 
 

21. শুক্রাণু জনন ও ডিম্বাণু জননের মধ্যে মূল পার্থক্য কোনটি?

 
 
 
 

22. ডিম্বাণু জনন প্রক্রিয়া কখন শেষ হয়?

 
 
 
 

23. নিষেক না ঘটলে করপাস লুটিয়ামের পরিণতি কী হয়?

 
 
 
 

24. সেকেন্ডারি উসাইট এবং প্রথম পোলার বডির ক্রোমোজোম সংখ্যা কত?

 
 
 
 

25. কোন হরমোন ডিম্বাশয়ের ফলিকেলের বৃদ্ধিকে উদ্দীপিত করে?

 
 
 
 

26. ডিম্বাণু জননের কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে?

 
 
 
 

27. ডিম্বাণুর সাইটোপ্লাজমকে কী বলা হয়?

 
 
 
 

28. একটি প্রাইমারি উসাইটকে ঘিরে থাকা একস্তরীয় ফ্ল্যাট এপিথেলিয়াল কোষযুক্ত ফলিকেলকে কী বলে?

 
 
 
 

29. কোন কোষগুলি ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে?

 
 
 
 

30. মায়োসিস-II বিভাজনের শেষে মোট কয়টি পোলার বডি তৈরি হতে পারে?

 
 
 
 

31. ডিম্বাণু জননের কোন পর্যায়টি জন্ম থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত স্থায়ী হয়?

 
 
 
 

32. ডিম্বাণু শুক্রাণুর তুলনায় আকারে অনেক বড় হয় কেন?

 
 
 
 

33. ডিম্বাণু জনন প্রক্রিয়াটি হলো একটি—

 
 
 
 

34. একটি মেয়ের জন্মের সময় তার ডিম্বাশয়ে কোন কোষগুলি উপস্থিত থাকে?

 
 
 
 

35. পরিণত ডিম্বাণু বা উটিড (Ootid) কখন গঠিত হয়?

 
 
 
 

36. ডিম্বাণু জননের বৃদ্ধি দশা (Growth phase) শুক্রাণু জননের তুলনায়—

 
 
 
 

37. মানব ডিম্বাণুর প্রকৃতি কী?

 
 
 
 

38. ডিম্বাণুর কোন অংশটি শুক্রাণুকে প্রজাতি-নির্দিষ্টভাবে চিনতে সাহায্য করে?

 
 
 
 

39. থিকা ফলিকেলাই (Theca folliculi) কোন স্তরে বিভক্ত হয়?

 
 
 
 

40. ফলিকেলের কোন কোষগুলি LH রিসেপ্টর বহন করে?

 
 
 
 

41. যদি প্রথম পোলার বডিটি বিভাজিত না হয়, তবে ডিম্বাণু জননের শেষে কী কী উৎপন্ন হবে?

 
 
 
 

42. ডিম্বাশয়ের ফলিকুলার অ্যাট্রেসিয়া (Follicular atresia) বলতে কী বোঝায়?

 
 
 
 

43. নিষিক্তকরণের পর ডিম্বাণুর কোন পরিবর্তনটি পলিস্পার্মি (একধিক শুক্রাণুর প্রবেশ) রোধ করে?

 
 
 
 

44. ডিম্বাণু জননের কোন কোষটি ডিপ্লয়েড (2n)?

 
 
 
 

45. শুক্রাণু সচল কিন্তু ডিম্বাণু নিশ্চল কেন?

 
 
 
 

46. “কামুলাস উফোরাস” (Cumulus oophorus) কী?

 
 
 
 

47. ডিম্বাণু জননের কোন পর্যায়ে সাইটোপ্লাজমের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়?

 
 
 
 

48. মানবদেহে ডিম্বপাত সাধারণত কখন ঘটে?

 
 
 
 

49. কোন গঠনটি ডিম্বাণুকে ফ্যালোপিয়ান টিউবের দিকে চালিত করতে সাহায্য করে?

 
 
 
 

50. যদি একটি মহিলার দেহে LH হরমোনের অভাব থাকে, তাহলে কোন প্রক্রিয়াটি ব্যাহত হবে?

 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!