আলোর প্রতিসরণ

Write Your name first : 

Name
1. 
গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায় -

2. 
একটি সমবাহু প্রিজমে একটি আলোকরশ্মি আপতিত হলে, চ্যুতি নির্ভর করে না নিম্নলিখিত কোনটির ওপর?

3. 
সমান্তরাল পৃষ্ঠযুক্ত একটি কাচের ফলকের মধ্য দিয়ে একটি সাদা আলোকরশ্মি অতিক্রম করলে

4. 
সাদা আলোর কোন্ বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ?

5. 
প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, যখন আপতন কোণের মান -

6. 
একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, আপতন কোণের মান -

7. 
একটি আলোকরশ্মি ঘনতর মাধ্যমে প্রবেশ করলে

8. 
একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, চ্যুতি কোণের মান -

9. 
বায়ু থেকে জলে একটি রশ্মি আপতিত হল। জলের মধ্যে আলোর কোন্ ধর্ম অপরিবর্তিত থাকবে?

10. 
আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান যথাক্রমে 50° ও 60° হলে চুতি কোণের মান কত?

11. 
একটি মাধ্যম থেকে আলোকরশ্মি অপর এক মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 60° এবং 30° হয়। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

12. 
6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করল। ফলকটির ভিতরে ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য কত?

13. 
বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 2/3 হলে, কাচ সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত?

14. 
আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে (প্রতিসরাঙ্ক 1.5) প্রবেশ করল। স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। দেওয়া আছে বামুতে আলোর বেগ = 3.0x10^8 m/s

15. 
কোন মাধ্যমে আলোর বেগ 2 x 10^8 m/s হলে, ওই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত ?

16. 
বায়ু থেকে কাজ মাধ্যমে 45° আপতন কোণে আলোকরশ্মী আপতিত হয়ে 20° প্রতিসরণ কোণ সৃষ্টি করে | চুতি কোণ কত?

17. 
বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 । বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো।

18. 
কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45° কোনে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15° বিচ্যুত হয় তবে তরলের প্রতিসরাঙ্ক কত ?

19. 
একটি প্রিজমের প্রতিসারক কোণের মান 60∘। প্রিজমটির একটি প্রতিসারক তলে আলোকরশ্মি 45∘ কোণে আপতিত হল এবং প্রিজমে রশ্মির নুন্যতম চ্যুতি ঘটল। নুন্যতম চ্যুতিকনের মানএবং প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক নির্ণয় করো 

20. 
আলোকরশ্মির প্রতিসরণে নীচের কোন্ রাশিটি অপরিবর্তিত থাকে?

21. 
প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি -

22. 
একটি আলোকরশ্মি ঘনতর মাধ্যমে প্রবেশ করলে -

23. 
একটি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণের মান -

24. 
প্রতিসরণে কোনো আলোর নূন্যতম চুতি কোণের মান কত?

25. 
কোন প্রিজমে প্রতিসরণের সময় প্রথম ও দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ ও আপতন কোণ 30° ও 25° হলে প্রিজমের প্রতিসারক কোণ কত?

1 thought on “আলোর প্রতিসরণ”

Leave a Comment

error: Content is protected !!