চল তড়িৎ Daily Quiz

Write Your name first : 

Name
1. 
একই বিভব প্রভেদ বিশিষ্ট দুটি রোধের মান 10 ওহম ও 30 ওহম শ্রেণীতে রাখলে ক্ষমতার অনুপাত কত?

2. 
5 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট চললে কি পরিমান তাপ উৎপন্ন হবে ?

3. 
একটি তামার তারের দৈর্ঘ্য 4 মিটার | তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.01 বর্গ সেন্টিমিটার | 18 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78X10^-6 ওহম সেমি হলে তারটির রোধ কত ?

4. 
কোন পরিবাহীর পরিবাহিতা 0.1 মো হলে রোধ কত -

5. 
উপাদানটির রোধকত্ব/রোধাঙ্ক কিসের উপরে নির্ভর করে?

6. 
সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ হয়

7. 
দৈর্ঘ্য স্থির রেখে পরিবাহীর প্রস্থচ্ছেদ বাড়ালে তার রোধ

8. 
দুটি পরিবাহী এর প্রান্তীয় বিভব প্রভেদ সমান | পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 2:3 হলে, পরিবাহীর রোধ এর অনুপাত কত হবে -

9. 
কোন একটি পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে পরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটবে?

10. 
সন্নিহিত বর্তনীতে A এবং B বিন্দুর মধ্যে সমতুল্য রোধ কত?

11. 
6 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে ?

12. 
কোন নির্দিষ্ট রোধের মধ্য দিয়ে প্রবাহ তিনগুণ হলে উৎপন্ন তাপ কত গুণ হবে -

13. 
টিন এবং সিসা তৈরি সংকর ধাতুর ফিউজ তার ব্যবহার করা হয় | এক্ষেত্রে টিন এর পরিমাণ কত হয় -

14. 
ফিউজ তারের বৈশিষ্ট্য হল

15. 
2 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা 5 A এর একটি তড়িৎপ্রবাহ প্রবাহিত হয়। বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ কত -

16. 
100 W এর কোনো বাতি যদি তিন ঘন্টা চলে তাহলে BOT এককে ক্ষমতা কত?

17. 
10 C = কত esu আধান ?

18. 
তড়িৎ আধানের সিজিএস পদ্ধতিতে একক কি?

19. 
1 esu আধান =কত কুলম্ব?

20. 
10 esu এবং 20 esu মানবিশিষ্ট দুটি ধনাত্মক আধান বায়ুতে 5 cm দূরত্বে থাকলে আধানদ্বয়ের মধ্যে কার্যকর বিকর্ষণ বলের মান কত হবে?

21. 
একটি ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধান হলো?

22. 
যদি চার্জযুক্ত বস্তুর আকার তাদের মধ্যে দূরত্বের তুলনায় খুব ছোট হয় তবে আমরা তাদের কি হিসাবে বিবেচনা করি?

23. 
একটি বস্তুতে 10^6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হল | বস্তুটির আধান হবে?

24. 
একটি ইলেকট্রনের SI পদ্ধতিতে আধান হলো?

25. 
স্থির অবস্থায় একটি বিন্দু-আধানের মান q | বিন্দু আধানটি যখন v বেগে গতিশীল তখন তার তড়িদাধানের মান = ?

26. 
1C আধানে ইলেকট্রনের সংখ্যা হল -

27. 
একটি ইলেকট্রনের আধান 1.6 x 10^-19 C হলে একটি বস্তুর আধান নীচের কোন্‌টি হতে পারে না |

28. 
1 esu আধান =কত কুলম্ব?

29. 
একটি তড়িৎনিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি 1 × 10 ^-7 C ধনাত্মক আধান লাভ করবে?

30. 
তড়িৎ আধানের মাত্রা কি?

Leave a Comment

error: Content is protected !!