জীবন সংগঠনের স্তর

Welcome to your জীবন সংগঠনের স্তর Test

  • If you select any wrong option, the exam will be automatically submitted and the score will be displayed.
  • No time limit.
  • You can give online-test unlimited times.
Name
1. 
প্রথম মাইটোকনড্রিয়া কে আবিষ্কার করেন ?

2. 
প্রথম মাইটোকনড্রিয়া নামকরণ কে করেন?

3. 
নিচের কোনটি মাইটোকনড্রিয়ার নাম নয়?

4. 
কোন বিজ্ঞানী মাইটোকনড্রিয়াকে 'ফাইলা' নামে অভিহিত করেন ?

5. 
কোন বিজ্ঞানী মাইটোকনড্রিয়াকে 'বায়োপ্লাস্ট (Bioplast)' নামে অভিহিত করেন ?

6. 
মাত্র একটি মাইট্রোকনড্রিয়া লক্ষ্য করা যায় কোন জীব কোষে ?

7. 
মাইটোকনড্রিয়া লক্ষ করা যায় -

8. 
মাইটোকনড্রিয়া হল -

9. 
'মাইটোকনড্রিয়া শ্বসন এর সঙ্গে সম্পর্কিত' - প্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করেন?

10. 
পেরিমাইটোকনড্রিয়াল স্থান কি?

11. 
মাইটোকনড্রিয়ার বহি পর্দার গায়ে যে দানা গুলি থাকে তাদেরকে কি বলে?

12. 
মাইটোকনড্রিয়ার অন্তঃ পর্দার গায়ে যে দানা গুলি থাকে তাদেরকে কি বলে?

13. 
অক্সিজোম গুলির ব্যাস কত ?

14. 
পারসনের উপএকক গুলির ব্যাস কত ?

15. 
'কোষের শক্তিঘর' কোন কোষীয় অঙ্গাণু কে বলা হয়?

16. 
'ইলেকট্রনের এ স্থানান্তরের সময় যে শক্তি নির্গত হয় তা দিয়ে ADP এর সাথে ইনঅর্গানিক ফসফেট ( Pi ) সংযুক্ত হয়ে ATP তৈরি করে |' - একে কি বলে?

17. 
কোন কোষীয় অঙ্গানুতে ক্রিস্টি লক্ষ করা যায়?

18. 
নিচের কোন কাজে মাইটোকনড্রিয়া অংশগ্রহণ করে -

19. 
সবাত শ্বসনের অন্তর্গত ক্রেবস চক্র দশাটি কোথায় ঘটে

20. 
প্লাস্টিড থাকে -

21. 
নিচের কোন প্রাণীর ক্ষেত্রে প্লাস্টিড লক্ষ্য করা যায়?

22. 
নিম্নলিখিত কোন কলার মৃত কোষ রয়েছে?

23. 
ফ্লোয়েম কলা বেশিরভাগ কী পরিবহনের জন্য দায়ী?

24. 
নিম্নলিখিত কোন কলা জাইলেম এবং ফ্লোয়েম কলাকে যান্ত্রিক সহায়তা প্রদান করে?

25. 
জাইলেম সম্পর্কিত নীচের কোন বিবৃতিটি সঠিক?

26. 
উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য, সেটি কোনটি?

27. 
উদ্ভিদ কলায়, _____ এর কোষপ্রাচীর 'সুবেরিন' দ্বারা তঞ্চিত হওয়ার ফলে তা গ্যাস এবং জলের অণুর জন্য অভেদ্য করে তোলে

28. 
নিম্নলিখিত কোনটি জলজ উদ্ভিদগুলিকে ভাসতে সহায়তা করার জন্য প্লবতা সরবরাহ করে?

29. 
উদ্ভিদ দেহে জল পরিবহনে সহয়তা করে__________।

30. 
নীচের কোন উদ্ভিদ কলা একটি জীবন্ত কলা?

31. 
কোন কলা কোষগুলি পৃথক ও পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরণের স্থায়ী কলা গঠন করে?

32. 
উদ্ভিদকোষে কোন অর্গানেল অনুপস্থিত থাকে?

33. 
নারকেলের ছিবড়া ______ কলা দিয়ে তৈরি।

34. 
কোন বিজ্ঞানী প্রথম কোষ আবিষ্কার করেন?

35. 
প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন?

36. 
সবথেকে ছোট কোষ -

37. 
সবচেয়ে বড়ো উদ্ভিদ কোষ -

38. 
সবথেকে দীর্ঘ প্রাণী কোষ -

39. 
আয়তনে সবথেকে বড় প্রাণী কোষ -

40. 
প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন-

41. 
কোষ প্রাচীর থাকে না -

42. 
প্লাসমোডেসমাটা হল -

43. 
উদ্ভিদ কোষের কোষ প্রাচীর এর ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয় -

44. 
মুখ্য কোষ প্রাচীরের প্রধান উপাদান কি?

45. 
কোষপর্দায় লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট এর পরিমানের অনুপাত কত?

46. 
কোন বিজ্ঞানী প্রোটিন-লিপিড -প্রোটিন ত্রিস্তরীয় আবরনীকে একক পর্দা বলে অভিহিত করেছেন?

47. 
কোন বিজ্ঞানী কোষপর্দা গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপন করেন?

48. 
নীচের কোন কোশীয় অঙ্গানু কোষপর্দা থেকে সৃষ্টি হয় না?

49. 
পাশাপাশি দুটি কোশের মধ্যবর্তী প্রাচীর গঠন করে যে স্তরটি -

50. 
বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করে-

51. 
কোন্ কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয় ?

52. 
মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে অবস্থানকারী কলা হল –

53. 
দেহের বিভিন্ন অস্থির সঙ্গে সংলগ্নভাবে, হৃৎপিণ্ডে এবং বিভিন্ন আন্তরযন্ত্রে অবস্থানকারী কলা হল-

54. 
নিম্নলিখিত কোন্ প্রাণীটি কলাবিহীন প্রাণী ?

55. 
যোগকলার ধাত্র ক্ষরিত হয় কোন্ কোশ থেকে?

56. 
যোগকলার পীততত্ত্ব কোন্ প্রোটিন দ্বারা গঠিত হয় ? –

57. 
পেশিকোশের আবরণটি হল

58. 
নিউরোনের দীর্ঘ প্রবর্ধককে বলে-

59. 
ধাত্র তরল কোন্ যোগকলার ?-

60. 
পেশিকলার সাইটোপ্লাজমকে বলে -

61. 
মায়েলিন সিদ পাওয়া যায় -

62. 
স্কোয়ামাস এপিথেলিয়াম হল -

63. 
কোন কলার কোশগুলি ভিত্তিপর্দার ওপরে দৃঢ় সংলগ্ন অবস্থায় থাকে ?

64. 
কোন কলা কোশ, ধাত্র ও তত্ত্ব দ্বারা গঠিত

65. 
সংকোচনশীলতা কোন কলার প্রধান ধর্ম-

66. 
কোন কলা ত্বক বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মুক্ততলে অবস্থান করে?

67. 
নীচের কোনটি আবরণী কলার কাজ নয়—

68. 
কোন কলার কোশগুলি চ্যাপ্টা আঁশের মতো বা ঘনকের মতো বা স্তম্ভাকার –

69. 
. কোন কলার কোশ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ অপেক্ষাকৃত বেশি ?

70. 
তরল ধাত্রযুক্ত যোগকলা কোনটি ?

71. 
ফ্যাটের আধিক্যের জন্য কোন কলায় কোশের নিউক্লিয়াস পরিধির দিকে সরে যায়?

72. 
নীচের কোনটি যোগকলার কাজ নয়?

73. 
নীচের কোনটি স্নায়ুকলার গঠনগত বৈশিষ্ট্য নয়?

74. 
নীচের কোনটি সরেখ পেশির গঠনগত বৈশিষ্ট্য নয়

75. 
নীচের কোনটি হৃদপেশির বৈশিষ্ট্য ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top