1. চাপের সূত্র অনুযায়ী কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়?
2. গ্যাসের প্রমাণ চাপের মান কত ?
3. বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের -
4. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ চার গুণ করলে সেটির আয়তন পূর্বের
5. নিচের কোন রাশিটির একক g/cm.s^2
7. চার্লসের সূত্রে কোন রাশি গুলি অপরিবর্তিত থাকে -
8. গে লুসাকের সূত্রে কোন রাশি গুলি অপরিবর্তিত থাকে -
9. 1 লিটার = ? ঘন ডেসিমিটার
10. নিচের কোনটি প্রমাণ চাপ নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়
12. 10 ঘন মিটার = ? লিটার
13. সকল আদর্শ গ্যাসের আয়তনশূন্য হয় যখন উষ্ণতা হয়
14. আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বৃদ্ধি করলে তার তাপমাত্রা -
15. পরম স্কেলের সর্বনিম্নমান কত
16. ফারেনহাইট স্কেলে পরমশূন্য তাপমাত্রার মান কত ?
17. 300K উয়তায় এবং 75 cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 250 cc, 227°C উয়তায় 125 cm পারদস্তম্ভের চাপে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত হবে ?
18. STP-তে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 ঘন সেমি আয়তন অধিকার করে। কত চাপে 27°C ওই গ্যাসটি 300 ঘন সেমি আয়তন অধিকার করবে?
19. ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদে চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার | তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদে হয়ে গ্যাসের আয়তন কত হবে?
20. কোন নির্দিষ্ট ভরের গ্যাস কে স্থির চাপে 0°C থেকে 273°C পর্যন্ত উত্তপ্ত করা হলে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় কর?
21. একটি আদর্শ গ্যাসের উদাহরণ হল-
22. 64 g O2 এর ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি হল -
23. 2 মোল পরিমাণ একটি গ্যাস 127° C তাপমাত্রায় 8.2 L আয়তন দখল করে | গ্যাসের চাপ কত? (R=0.082 L.atm/ mol.K
24. সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে?
25. 11.2 L কোন আদর্শ গ্যাসের জন্য STP তে PV এর মান কত?
26. S. I পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?
27. সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা কি?
28. কোন একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 100 হলে, 2 গ্রাম পরিমাণ ওই গ্যাসের অনুর সংখ্যা কত হবে
29. 9 গ্রাম জলীয় বাষ্পে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত ?
30. একই চাপ এবং তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক পরমানু থাকে - এটি কার সূত্র?
31. সার্বজনীন গ্যাস ধ্রুবক এর সাথে মোল এবং উষ্ণতা গুন করলে নিচের কোন রাশিটি পাওয়া যাবে?
32. শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু
33. নির্দিষ্ট উষ্ণতায় এবং 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে, ওই একই উয়তায় 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে?
34. 76 cm পারদের চাপে কোনো গ্যাসের আয়তন 500 cc। উষ্ণতা স্থির রেখে চাপ 38 cm করলে গ্যাসের আয়তন কত হবে?
35. 75 সেমি পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে, স্থির উষ্ণতায় কত চাপে তার আয়তন 1 লিটার হবে?
36. একটি বেলুনে 95 সেমি পারদস্তম্ভের চাপে 0.8 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা অপরিবর্তিত রেখে চাপ কমিয়ে 76 সেমি পারদস্তম্ভে আনা হয় তবে ওই বাতাসের আয়তন কত হবে?
37. 76 সেমি Hg চাপে এবং 27°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 200 cc। তাপমাত্রা স্থির রেখে চাপ 38 সেমি Hg করলে ওই গ্যাসের আয়তন কত হবে?
38. 76 সেমি Hg চাপে 30°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 300 cc। তাপমাত্রা স্থির রেখে চাপ 42 সেমি Hg করলে গ্যাসের আয়তন কত হবে?
39. প্রমাণ উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভরবিশিষ্ট গ্যাসের আয়তন 500 cc। উষ্ণতা স্থির থাকলে 700 mm Hg চাপে সেই গ্যাসের আয়তন কত হবে?
40. কোনো তাপমাত্রায় এবং 800 mm Hg চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 100 cc। একই তাপমাত্রায় কত চাপে ওই গ্যাসের আয়তন 75 cc হবে?
41. নির্দিষ্ট তাপমাত্রায় 760 mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 100 cm³। স্থির তাপমাত্রায় কোন্ চাপে ওই গ্যাসের আয়তন 150 cm³ হবে?
42. প্রমাণ উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভরবিশিষ্ট গ্যাসের আয়তন 500cc। উষ্ণতা স্থির থাকলে 700 mm Hg চাপে সেই গ্যাসের আয়তন কত হবে?
43. NTP-তে থাকা একটি গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ কত করলে তার আয়তন পূর্বের আয়তনের চারগুণ হবে? অথবা, 0°C উন্নতায় 76 cm Hg চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 cc। স্থির উষ্ণতায় কত চাপে ওই গ্যাসের আয়তন 4 গুণ হবে?
44. স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিলিটার ও 80 সেমি Hg। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিলিটার হবে?
45. STP-তে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52m³ হলে, অপরিবর্তিত উন্নতায় 104 cmHg চাপে গ্যাসটির আয়তন কত হবে?
46. ঘরের তাপমাত্রায় 76 সেমি পারদ চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার। তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেমি পারদে ওই গ্যাসের আয়তন কত হবে?
47. স্থির উন্নতায় একটি গ্যাসের আয়তন 200 cc। চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে এর আয়তন কত হবে?
48. 76 cm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসের আয়তন 76 cm³। তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসের আয়তন কত হবে?
49. নির্দিষ্টভরের গ্যাসের চাপ ও আয়তন ছিল 2000 Pa ও 0.02 m³। তাপমাত্রা স্থির রেখে আয়তন সংকুচিত করা হল যতক্ষণ না তার অন্তিম আয়তন 0.005m³ হয়। নতুন চাপের মান কত?
50. প্রাথমিক অবস্থায় একটি গ্যাসের চাপ ও আয়তন ছিল 300k Pa ও 0.14 m³-এর আয়তন কত হবে যদি চাপ ও 60 kPa হয়।এক্ষেত্রে গ্যাসের ভর ও উষ্ণতা স্থির থাকে।
51. 2m³ আয়তনবিশিষ্ট গ্যাসকে সংকুচিত করা হল। এর চাপ 16 100 kPa থেকে 500 kPa হলে এবং সংকোচন প্রক্রিয়াটি উয়তা ও ভর স্থির রেখে করা হলে অন্তিম আয়তন কত?
52. একটি বেলুনে গ্যাসের আয়তন 4.0 L ও চাপ হল 100 kPal | বেলুনটিকে পরিবেশের মধ্যে ছাড়ার ফলে তার আয়তন 8.0 L হয়। তাহলে বেলুনটির উপর চাপ কত?
53. কোনো গ্যাসের চাপ যখন 1.5 atm তখন তার আয়তন 2.5m³ গ্যাসটির আয়তন কত হবে যখন চাপ বৃদ্ধি পেয়ে হয় 7.5 atm, ভর ও উষ্ণতা স্থির থাকে।
54. 2 অ্যাটমসফিয়ার চাপে 0°C উন্নতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 cc। চাপ স্থির রেখে উষ্ণতা 273°C করলে ওই গ্যাসের আয়তন কত হবে?
55. নির্দিষ্ট চাপে ও 0℃ উষ্ণতা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 2 আয়তন 2 লিটার। চাপ স্থির রেখে উষ্ণতা 546℃ করলে সেটির আয়তন কত হবে?
56. সেন্ট্রিগ্রেড ও ফারেনহাইট স্কেলে পরম শূন্য উন্নতার মান কত?
57. 104°F উষ্ণতা পরম স্কেলে কত হবে?
58. -3°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 сc | গ্যাসটিকে সমান চাপে উত্তপ্ত করাতে তার আয়তন 1 লিটার হল। গ্যাসটির চরম উন্নতা কত?
59. 127°C উষ্ণতার মান পরম স্কেলে কত হবে।
60. 27°C তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 2 লিটার, চাপ স্থির ৪ রাখলে কত তাপমাত্রায় এর আয়তন ও লিটার হবে।
61. 760 mm Hg চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের 9 আয়তন 300 cc। ওই চাপে 546°C তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন কত হবে?
62. 15°C উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 400 cc। সমচাপে 68°F উন্নতায় ওই গ্যাসের আয়তন কত হবে? অথবা, 15°C উদ্বৃতায় কোনো গ্যাসের আয়তন 400 cm³ হলে সমচাপে 20°C উন্নতায় ওই গ্যাসের আয়তন কত হবে?
63. স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত?
64. একটি গ্যাসের আয়তন ছিল 0.40 m³ এবং তাপমাত্রা 10°C।যদি চাপ স্থির রেখে উন্নতাকে 120°C করা হয় তাহলে অন্তিম আয়তন কত হবে?