জীবন ও তার বৈচিত্র

Write your name first:

Name
1. 
জীবন সৃষ্টি হয়েছিল

2. 
প্রাণের রাসায়নিক সৃষ্টি সম্পর্কিত সর্বাধিক সমর্থিত মতবাদটি হল

3. 
কিছু নির্বাচিত জড় পদার্থের মধ্যে ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়ার ফলশ্রুতিতে পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে প্রায় –

4. 
প্রাণ সৃষ্টির সময় আদি পরিবেশের বৈশিষ্ট্য কি ছিল তা চিহ্নিত করো

5. 
হ্যালডেন জৈব অণুমিশ্রিত সমুদ্রের উত্তপ্ত জলকে কী নামে অভিহিত করেন

6. 
পৃথিবীর কেন্দ্রের দিকে কোন্ কোন্ মৌলের উপস্থিতি দেখা যায় ?

7. 
জীবের বৈশিষ্ট্য হল-

8. 
কোয়াসারভেটের সঙ্গে যা যুক্ত হয়ে প্রোটোসেল গঠিত হয়েছিল তা হল

9. 
কোয়াসারভেট হল –

10. 
পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল —

11. 
মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব, এটি কার উক্তি?

12. 
প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তিরূপে অভিহিত করেন-

13. 
জীবের শুষ্ক ওজন বৃদ্ধি পায় নিম্নের কোন্ ধর্মের জন্য –

14. 
প্রাণ সৃষ্টির আদি লগ্নে বায়ুমণ্ডলে ছিল

15. 
কোয়াসারভেট মডেল আবিষ্কার করেন –

16. 
জীব বৈচিত্র্যের প্রধান কারণ হল-

17. 
Biodiversity শব্দটি প্রবর্তন করেন—

18. 
আদিকোশ বা প্রোটোসেলের উৎপত্তি ঘটে _____ থেকে |

19. 
মাইক্রোস্ফিয়ারের প্রকৃতি হল

20. 
জীবের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস কে প্রবর্তন করেন ?

21. 
পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাস হুইটেকার কত খ্রিস্টাব্দে প্রণয়ন করেন ? –

22. 
কোনো উদ্ভিদের ফল গঠিত হল না, বীজগুলি উন্মুক্ত, বীজপত্র একাধিক উদ্ভিদ গোষ্ঠীটি হল

23. 
নিম্নের কোন্ জোড়টি সঠিক? –

24. 
রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, কোন্ উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য?—

25. 
প্রধান উদ্ভিদদেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না, কোন্ উদ্ভিদগোষ্ঠীর বৈশিষ্ট্য ? –

26. 
উদ্ভিদজগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন্ উদ্ভিদ গোষ্ঠীতে ? –

27. 
নিষেকের পূর্বে সস্য গঠিত হয় কোন্ উদ্ভিদ গোষ্ঠীতে? –

28. 
নিডোব্লাস্ট ও কোলোব্লাস্টের মধ্যে সাদৃশ্য কী ? –

29. 
সিটা ও প্যারাপোডিয়া কোন্ পর্বের প্রাণীদের গমন অঙ্গ? –

30. 
এক্টোডার্ম ও এন্ডোডার্মের মধ্যবর্তী অকোশীয় স্তর হল –

31. 
রিকসিয়া ও মারক্যানসিয়া উদ্ভিদ কোন্ গোষ্ঠীভুক্ত উদ্ভিদ?

32. 
ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন্ রাজ্যভুক্ত ? –

33. 
হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসে বহুকোশী জীবগোষ্ঠীর সংখ্যা কত? –

34. 
রাজ্য অ্যানিম্যালিয়া-এর প্রধান পুষ্টি পদ্ধতি হল –

35. 
মনেরার বাস্তুতান্ত্রিক ভূমিকা হল –

36. 
হাইফি ও মাইসেলিয়াম কোন্ রাজ্যের গঠনগত বৈশিষ্ট্য?

37. 
প্লাকয়েড আঁশ, সিক্ত ত্বক, পালক, স্তনগ্রন্থি এদের মধ্যে কোটি ম্যামালিয়া শ্রেণির বৈশিষ্ট্য ?

38. 
বক্ষগহ্বর এবং উদরগহ্বর এর মধ্যে মধ্যচ্ছদা থাকে। এটি কোন্ মেরুদণ্ডী শ্রেণির বৈশিষ্ট্য ? –

39. 
রেপ্টিলিয়া পর্বের প্রাণীদের অগ্র ও পশ্চাৎপদে কয়টি করে নখযুক্ত আঙুল থাকে—

40. 
অ্যাম্ফিবিয়া পর্বের প্রাণীদের হৃৎপিণ্ডে অলিন্দ ও নিলয়ের সংখ্যা কত? –

41. 
মাথার দুপাশে কর্ণছত্র কোন্ মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য ? –

42. 
হুইটেকার জীবজগতকে কটি রাজ্যে বিন্যস্ত করেন ? –

43. 
প্লানটি রাজ্যের কোশ প্রাচীরের উপাদান হল -

44. 
রাজ্য ফানগির কোশপ্রাচীরের উপাদান হল –

45. 
নিচের কোনটি মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য নয় ?

46. 
নিচের কোনটি পরিফেরা পর্বের বৈশিষ্ট্য নয় ? –

47. 
চিরুনিপাত কী কাজে সাহায্য করে? –

48. 
স্টারফিশ, জেলিফিশ, ডেভিল ফিশ, সিলভার ফিশ-এদের মধ্যে কোটি একাইনোডার্মাটা পর্বভুক্ত?

49. 
একাইনোডার্মাটা ও কর্ডাটার মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী গোষ্ঠী পর্ব হল –

50. 
ভূণ অবস্থায় নোটোকর্ড থাকলেও পরে সেটি তরুণাস্থিময় বা অস্থিময় মেরুদণ্ড গঠন করে—এটি কোন্ বৈশিষ্ট্য ? –

51. 
Whittaker-র পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্গত প্রোক্যারিওটিক ও আণুবীক্ষণিক কোশযুক্ত জীব কোন্ রাজ্যে দেখা যায়? –

52. 
পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের অন্তর্গত কোন্ রাজ্যের জীবেরা হলোজোয়িক পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে? –

53. 
নিম্নলিখিত কোনটি শৈবাল? –

54. 
কোনটি থ্যালাস প্রকৃতির মস? –

55. 
নিম্নলিখিত কোনটি গুপ্তবীজী উদ্ভিদ? –

56. 
কোন্ প্রকার উদ্ভিদ গোষ্ঠীতে পুংরেণুপত্র ও স্ত্রীরেণুপত্রমঞ্জরি উপস্থিত? –

57. 
নিম্নলিখিত কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?

58. 
কোনটি একপ্রকার ছিদ্রালপ্রাণী ? –

59. 
কোনটি প্লাটিহেলমিনথিস পর্বভুক্ত প্রাণী ? –

60. 
নন কর্ডাটার কোন্ পর্বে ছদ্ম সিলোম উপস্থিত?

61. 
কোনটি সন্ধিপদ পর্বভুক্ত প্রাণী ?

62. 
কুনোব্যাঙ কোন্ পর্বভুক্ত প্রাণী ? –

63. 
জল শামুক কোন্ পর্বের অন্তর্গত?—

64. 
কোন্ পর্বভুক্ত প্রাণীদের বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত?—

65. 
কর্ডাটার কোন্ উপপর্বে গলবিলের পাশে ‘U’-আকৃতির ফুলকা ছিদ্র বর্তমান? –

66. 
ন্যাথোস্টোমাটার অন্তর্গত প্রাণী হল-

67. 
কনড্রিকথিস শ্রেণির অন্তর্ভুক্ত প্রাণীটি হল—

68. 
চিল কোন্ শ্রেণির অন্তর্গত প্রাণী—

69. 
কোন্ শ্রেণির প্রাণীতে কর্ণছত্র ও পল্লব রোম উপস্থিত? –

70. 
নিম্নলিখিত কোন্‌টি উচ্চফলনশীল ধান ?

71. 
নিম্নলিখিত কোটি উন্নত জাতের অধিক দুগ্ধপ্রদায়ী গাভি ?

72. 
বায়োলজি শব্দের প্রবর্তক হলেন

73. 
নিম্নলিখিত কাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়?

74. 
কাকে বিন্যাসবিধির জনক বলা হয় ?

75. 
জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে

76. 
অ্যানিমালিয়া হল –

77. 
নিম্নলিখিত কোটি গুপ্তবীজী উদ্ভিদ?

78. 
নিম্নলিখিত কোটি শৈবাল?

79. 
নিম্নলিখিত কোটি ক্ষারীয় লবণ?

80. 
মানুষের শ্রেণিগত অবস্থানে অধিশ্রেণিটি হল

81. 
জীববিদ্যার জনক হলেন

82. 
জীবের দ্বিপদ নামকরণের শেষ অংশটি হল

83. 
পদ্মের বিজ্ঞানসম্মত নামটি হল -

84. 
লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির সাতটি ধাপের সবচেয়ে প্রথমে ছিল

85. 
'Father of Ayurveda' কাকে বলা হয় ?

86. 
প্রাণ সৃষ্টির আদি লগ্নে বায়ুমন্ডলে ছিল?

87. 
পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটি হল

88. 
হ্যালডেন জৈব অণুমিশ্রিত সমুদ্রের উত্তপ্ত জলকে কী নামে অভিহিত করেন

89. 
বিজ্ঞানের নিম্নলিখিত কোন্ শাখায় উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয়?

90. 
কোথায় আধুনিক ট্যাক্সোনমির সূচনা হয়?

91. 
মানুষের শ্রেণিগত অবস্থানে Super Class হল

92. 
নিচের কোন উপ- পর্ব কে টিউনিকেটা বলে?

93. 
ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক কে?

94. 
প্রথম ট্যাক্সোনমিস্ট হলেন -

95. 
'ডি প্ল্যান্টিস' বইটি কার লেখা

96. 
প্লাটিহেলমিনথিস পর্বের অন্তর্গত প্রাণী হল -

97. 
মানুষ কোন গোত্রের প্রাণী?

98. 
কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়া?

99. 
কুনো ব্যাঙ কোন অধিশ্রেণীর অন্তর্গত ?

100. 
টিনিডিয়া কোন পর্বের প্রাণীর শ্বাস অঙ্গ?

101. 
Wuchereria bancrofti - কোন পর্বের প্রাণী?

102. 
সালোকসংশ্লেষকারী প্রাণী হল--( CAT-2)

A) ক্ল্যামাইডোমোনাস
B) ক্রাইসামিবা
C) অ্যাগারিকাস
D) ইউগ্নিনা

103. 
কেমোজেনির গুরুত্বপূর্ণ ঘটনা হল--( CAT-2)

A) নগ্নজিনের উৎপত্তি
B) প্রিবায়োটিক স্যুপ 
C) কোয়াসারভেট তত্ত্ব 
D) প্রোটোসেল

104. 
নিচের কোনগুলি সন্ধিপদ পর্বের উদাহরণ - (CAT-2)

A) Hirudinaria granulosa
B) Perilaneta americana
C) Apis indica
D) Bombyx mori

105. 
নিচের কোন পর্বগুলি সিলোমেটা এর উদাহরণ - (CAT-2)

A) নিমাটোডা 
B) মোলাস্কা
C) একাইনোডার্মাটা 
D) কর্ডাটা

106. 
Father of Plastic Surgery কাকে বলা হয় ?

107. 
Father of Medicine কাকে বলা হয় ?

108. 
জিমনোস্পার্মের প্রধান বৈশিষ্ট্য হল -( CAT-2)

A) শল্কপত্র ও পর্ণপত্র উপস্থিত |
B) প্রধান উদ্ভিদ দেহটি লিঙ্গধর |
C) নগ্নবীজ দেখা যায়।
D) ফল গঠিত হয় |

109. 
নিজেদের কোনটি মনেরা এর বৈশিষ্ট্য নয় -

110. 
ICBN এর পুরো নাম হল

111. 
জীবদেহের বিভিন্ন কাজের প্রকৃতি ও পদ্ধতি সম্পর্কে জ্ঞানলাভ হল-

112. 
জীবদেহের অঙ্গ ও তন্ত্রের গঠন ও অবস্থান সম্পর্কে অধ্যয়ন হল-

113. 
জীব বৈশিষ্ট্যের বংশগত সঞ্চালন সম্পর্কে অধ্যয়ন হল-

114. 
পরিবেশের জীব ও জড়ের আন্তঃসম্পর্কের অধ্যয়ন হল-

115. 
জীবের উৎপত্তি ও ক্রমবিকাশ অধ্যয়ন হল-

116. 
জীবের রোগপ্রতিরোধতন্ত্র সম্পর্কে অধ্যয়ন হল-

117. 
মানব সমাজের উন্নয়নে জীববিদ্যার কতকগুলি প্রয়োগমূলক শাখা গড়ে উঠেছে, উক্ত শাখাকে বলে-

118. 
জীববিদ্যায় কম্পিউটার ও ইলেট্রনিক্সের ধারণা প্রয়োগে সৃষ্টি শাখা হল-

119. 
জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি ইত্যাদি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে বলে-

120. 
জীবপ্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়ে পদ্ধতিকে বলে-

121. 
জীববিজ্ঞানের যে শাখায় ভাইরাস, ব্যাকটেরিয়া প্রভৃতি আণুবীক্ষণিক জীব নিয়ে আলোচনা করা হয় তাকে বলে-

122. 
প্রাণের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে পুরনো তত্ত্বটি কোনটি?

123. 
প্রারম্ভিক অবস্থায় পৃথিবীর তাপমাত্রা কত ছিল?

124. 
জড় পদার্থ থেকে প্রাণের সৃষ্টির প্রথম ধারণা দেন কে?

125. 
বিশ্বব্রহ্মাণ্ড ও বিবর্তনের বিজ্ঞানভিত্তিক শাখাকে কি বলা হয়?

126. 
সায়ানোজেন তত্ত্বের প্রবক্তা কে?

127. 
কেমোজেনি তত্ত্বের প্রবক্তা কে?

128. 
'হট ডাইলিউট সুপ' তত্ত্বের প্রবক্তা কে?

129. 
নগ্নজিন হল-

130. 
মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তা কে?

131. 
কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা কে?

132. 
প্রোটোসেল হল-

133. 
প্রোটোবায়ন্ট হল-

134. 
হটস্পট ধারণার প্রবর্তক কে?

135. 
প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণকে বলে-

136. 
মানুষের ছয়টি আঙুল কিসের উদাহরণ?

137. 
আলফা বৈচিত্র্য হল-

138. 
আমাদের দেশের সর্বোচ্চ জীববৈচিত্র সম্পন্ন ভৌগোলিক অঞ্চল হল-

139. 
বায়োলজি শব্দের প্রবক্তা কে?

140. 
প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে?

141. 
বায়োটেকনোলজির জনক কে?

142. 
মৌমাছির বিজ্ঞানসম্মত উপায়ে পালন পদ্ধতিটি জীববিদ্যার যে শাখায় আলোচিত হয়, তা হল-

4 thoughts on “জীবন ও তার বৈচিত্র”

Leave a Comment

error: Content is protected !!