1. ক্ষমতা সংক্রান্ত নিচের কোন তত্ত্ব গুলি সত্য ? (CAT-2)
A) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল নিউটন-মিটার/সেকেন্ড | B) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল কিলোগ্রাম-মিটার/সেকেন্ড | C) বল ও বেগের গুণফল হলো ক্ষমতা | D) ক্ষমতা মোট কার্যের পরিমাণের উপর নির্ভর করে |
2. 1 কিলোগ্রাম-মিটার = ? (CAT-2)
A) 9.8 জুল | B) 9.8 নিউটন-মিটার | C) 9.8 ডাইন-সেমি | D) 9.8 x 10^7 ডাইন-সেমি |
3. নিচের কোন সম্পর্কগুলি সত্য (CAT-2)
A) 1 জুল = 10^7 ডাইন-সেমি B) 1 গ্রাম-সেমি = 981 ডাইন-সেমি C) 1 কিলোগ্রাম-মিটার = 9.81 X 10^7 ডাইন-সেমি D) 1 Watt = 10^7 ডাইন-সেমি
4. নিচের কোন উক্তিগুলি সত্য (CAT-2)
A) ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে স্থায়ী থাকে 0.2 সেকেন্ড | B) USG তে শব্দেতর শব্দ ব্যবহার করা হয় | C) মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় শব্দের প্রাবল্য তত কমে | D) শব্দের প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক |
5. কোন রাশিটি বা রাশিগুলির একক গ্রাম-মিটার^2/সেকেন্ড^3 ? (CAT-2)
A) শব্দের তীব্রতা B) কার্য C) ক্ষমতা D) বল X বেগ
6. মসৃণ অনুভূমিক তলের ওপর 50 kg ভরের একটি বাক্সকে 40 N বল সমদ্রুতিতে 8m টেনে নিয়ে গেলে কৃতকার্য কত ? (টান বলটি অনুভূমিক তলের সঙ্গে 90° কোণে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল)
7. 20 কেজির একটি বস্তু স্থিতাবস্থায় আছে । একটি ধ্রুবক বলের ক্রিয়া অনুসারে, এটি 7 মি / সেকেন্ডের গতি অর্জন করে। বলের দ্বারাকৃত কার্য্যের পরিমান কত ?
8. CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক -
9. একটি ট্র্যাক্টর 1000 N অনুভূমিক বল প্রয়োগ করতে পারে এবং 20 m/s বেগে চলে। ট্র্যাক্টরটির ক্ষমতা কত ?
10. 5 m/s বেগে গতিশীল কোনো বস্তুর গতিশক্তি 25 J। বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কত হবে?
11. 25 কেজি ভরের একটি বস্তুকে 'F' নিউটন বল প্রয়োগ করে 15 মিটার ঠেলে নিয়ে যাওয়া হলো, প্রক্রিয়াটির কৃতকার্য 480 জুল হলে F-এর মান কত?
12. m ও 4m ভরের দুটি বস্তু সমগতিশক্তি নিয়ে চলেছে। তাদের ভরবেগের অনুপাত কত ?
13. একটি গাড়ির গতিবেগ অর্ধেক হলে, গাড়ির গতিশক্তি কত কমে যায়?
14. 100 পাউন্ড ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 5 মিনিটে 300 ফুট উচ্চতায় তোলা হল | ক্রেনটির ক্ষমতা অশ্ব ক্ষমতা এককে কত হবে ?
15. এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বস্তুকে 10 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। একজন বালক 10 কিগ্রা ভরের অপর একটি বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। যদি ওই ব্যক্তি ও বালকের ক্ষমতা যথাক্রমে P1 ও P2 হয়, তবে -
16. 60 km/h বেগে গতিশীল 1500 kg ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে?
17. ভর অপরিবর্তিত রেখে কোনো একটি কণার ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে -
18. অণুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, কম্পনশীল কণার গতির অভিমুখের সাথে তরঙ্গের গতির অভিমুখের কোন কত ডিগ্রী হবে?
19. সমুদ্রে একটি বিস্ফোরণ দ্বারা শব্দ সৃষ্টি করা হল | 4 সেকেন্ড পরে প্রতিধ্বনি শোনা গেল | সমুদ্রের গভীরতা নির্ণয় কর? (সমুদ্র জলের শব্দের বেগ 1450 m/s)
20. বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হল -
21. নিচের কোনটি / কোনগুলি সরল প্রোটিন ? (CAT-2)
A) হিস্টোন B) গ্লোবিউলিন C) হিমোগ্লোবিন D) হিমোসায়িন
22. নিচের কোন পর্বের প্রাণীদের সিলোম দেখা যায়? (CAT-2)
A) একাইনোডার্মাটা B) হেমি কর্ডাটা C) নিমাটোডা D) প্লাটিহেলমিনথিস
23. নিচের কোনগুলি প্রোটিনের মূল উপাদান? (CAT-2)
A) কার্বন B) হাইড্রোজেন C) সালফার D) ফসফরাস
24. নিচের কোন পর্ব গুলিতে ছদ্মছিলাম দেখা যায়? (CAT-2)
A) নিমাটোডা B) পরিফেরা C) মোলাস্কা D) কর্ডাটা
25. নিচের কোনটি / কোনগুলি প্রোটিনের অভাবজনিত রোগ ? (CAT-2)
A) রিকেট B) দন্ত ক্ষয় C) ম্যারাসমাস D) ক্যারাটোম্যালেশিয়া
26. অ্যামিনো অ্যাসিডে নিচের কোন কার্যকরী মূলকগুলো উপস্থিত ? (CAT-2)
A) -CHO B) -COOH C) -NH2 D) -OH
27. নিচের কোনটি / কোনগুলি ট্রাইস্যাকারাইড? (CAT-2)
A) র্যামিনোজ B) ল্যাকটোজ C) সুক্রোজ D) গ্যালাকটোজ
28. নিচের কোনটি / কোনগুলি ফসফোপ্রোটিন এর উদাহরণ? (CAT-2)
A) রোডোপসিন B) কেসিনোজেন C) ভাইটেলিন D) প্লাজমাপ্রোটিন
29. নিচের কোন তত্ত্ব গুলি DNA এর ক্ষেত্রে সত্য? (CAT-2)
A) অ্যাডেনিন গুয়ানিনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে | B) অ্যাডেনিন সাইটোসিনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে | C) অ্যাডেনিন থাইমিনের সাথে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে | D) সাইটোসিন গুয়ানিনের সাথে ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে |
30. নিচের কোনগুলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ? (CAT-2)
A) পামিটিক অ্যাসিড B) স্টিয়ারিক অ্যাসিড C) ওলেইক অ্যাসিড D) অ্যারাকিডিক অ্যাসিড
31. টাইরোসিন থেকে উৎপন্ন হয় -
32. নিচের কোন অ্যামাইনো আসিড ভিটামিন নিকোটিনামাইড ও উদ্ভিদ হরমোন ইনডোল অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে ?
33. নিচের কোনটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়?
35. নিচের কোনটি পলিস্যাকারাইড?
36. নিচের কোনটি শমিত লবণ?
37. নিচের পথে RNA এর বৈশিষ্ট্য নয়
38. দুটি শর্করা অনুর মধ্যে কোন রাসায়নিক বন্ধনী বর্তমান?
39. নিচের কোনটি ডিএনএ তে থাকে না -
40. DNA ও RNA অনুতে উপস্থিত শর্করাটির প্রকৃতি হল?
41. নিজের কোন শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 হয় না?
42. প্রোটিনের পেপটাইড বন্ধনীতে কার্বন কার সাথে যুক্ত হয়?
43. ম্যালিজিটোজ কিসের উদাহরণ?
44. প্রচুর পরিমাণে ল্যাকটোজ থাকে -
45. একটি লব্ধ প্রোটিনের উদাহরণ হল -
46. মানুষের 100ml রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক পরিমাণ কত?
47. ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীব কোন্ রাজ্যভুক্ত ? –
48. মাইক্রোস্ফিয়ার হল প্রথম কোশীয় জীব, এটি কার উক্তি?
49. প্রধান উদ্ভিদদেহ লিঙ্গধর, প্রকৃত মূল থাকে না, কোন্ উদ্ভিদগোষ্ঠীর বৈশিষ্ট্য ? –
50. রেণুধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল, কোন্ উদ্ভিদ গোষ্ঠীর বৈশিষ্ট্য?—
51. Biodiversity শব্দটি প্রবর্তন করেন?
52. কোয়াসারভেট মডেল আবিষ্কার করেন?
53. এক্টোডার্ম ও এন্ডোডার্মের মধ্যবর্তী অকোশীয় স্তর হল –
54. প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তিরূপে অভিহিত করেন-
55. উদ্ভিদজগতে প্রথম সংবহন কলা দেখা যায় কোন্ উদ্ভিদ গোষ্ঠীতে ? –
56. নিচের কোন মৌলটি শর্করার মুখ্য উপাদান নয় ? –
57. নিম্নলিখিত কোন্টি উচ্চফলনশীল ধান ?
58. কোন্টি উচ্চফলনশীল গমের ভ্যারাইটি ?
59. পাগলা কুকুরের লালা থেকে প্রাপ্ত জলাতঙ্ক রোগের প্রতিষেধকটি হল
60. নিম্নলিখিত কোটি উন্নত জাতের অধিক দুগ্ধপ্রদায়ী গাভি ?
I completed this exam .. I want to submit this exam paper successfully
I want to do this exam