ANM GNM 2025 Weekly Mock Test #17

Welcome to your ANM GNM 2025 Weekly Mock Test #17

Name Email
1. 
সবাত শ্বসনে কত অণু ATP উৎপন্ন হয় ?

2. 
গ্লাইকোলাইসিসে কত অণু ATP উৎপন্ন হয় ?

3. 
গ্লাইকোলাইসিস-এ ATP ব্যয়িত হয়-

4. 
1 টি ATP ভেঙে কত শক্তি উৎপন্ন হয়?

5. 
নিচের কোন প্রাণীতে Sanguinivory পুষ্টি দেখা যায়?

6. 
কোন্‌টি বহিঃপরজীবী ?

7. 
ক্রেবস চক্রে কত অণু ATP উৎপন্ন হয় ?

8. 
শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে -

9. 
রেসপিরেটরিট্রিপ শ্বাস বৃক্ষ কার শ্বসন অঙ্গ?

10. 
কোনটি শ্বসনের বৈশিষ্ট্য –

11. 
অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কী?

12. 
শ্বসনের দ্বিতীয় পর্যায়টি কোথায় ঘটে?

13. 
প্রান্তীয় শ্বসন কোথায় হয়?

14. 
অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত শক্তি উৎপন্ন হয়?

15. 
শ্বসনে উৎপন্ন গ্যাস কোনটি ?

16. 
পেশি কোশে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয়-

17. 
পিত্ত উৎপন্ন হয় -

18. 
পেরিস্টলসিস কাকে বলে

19. 
লালা রসে নিচের কোন উৎসেচকটি জীবাণু নাশক হিসেবে কাজ করে?

20. 
খাবারের পৌষ্টিক তন্ত্রে পথ অনুসারে নিচের কোনটি সঠিক ?

21. 
অগ্নাশয় ও যকৃত মধ্যস্থ যে নালী নামে উন্মুক্ত হয় সেটিকে ঘিরে যে কপাটিকা থাকে সেটি হল

22. 
টায়ালিন উৎসেচক কোন প্রকার খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে?

23. 
খাবার পাকস্থলী থেকে আবার গ্রাসনালিতে যাতে ফিরে না আসে তার জন্য কোন পেশি থাকে?

24. 
অ্যাম্পুলা অব ভার্টার - থাকে

25. 
অক্সিনটিক কোষের অবস্থান হল -

26. 
ক্রিপটস অব লাইবারকুন কোথায় থাকে ও কি ক্ষরণ করে?

27. 
মানব দেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি?

28. 
লিঙ্গুয়াল ফ্রেনুলাম থাকে -

29. 
কোন গ্রন্থি সিক্রেটিন হরমোন নিঃসরণ করে -

30. 
বিলিরুবিন এবং বিলিভারডিন হল -

31. 
কুফার কোষ দেখতে পাওয়া যায় -

32. 
যে অংশে ব্রুনার গ্রন্থি পাওয়া যায়, সেটি হলো

33. 
কোন গ্রন্থি থেকে লাইসোজাইম ক্ষরিত হয় -

34. 
শিশুরা সম্পূর্ণ রূপে সাদা বর্ণের মাতৃদুগ্ধ গ্রহণ করা সত্ত্বেও তাদের মল হলুদ বর্ণের হয় কারণ -

35. 
পেয়ার্স প্যাচ কোথায় দেখা যায়?

36. 
নীচের কোন নালিতে অগ্ন্যাশয় রস ও পিত্ত রস মিশ্রিত হয়ে প্রবাহিত হয় -

37. 
Duct of Wirsung এর মধ্য দিয়ে নিচের কোনটি প্রবাহিত হয় -

38. 
বৃহদন্ত্রের দীর্ঘতম অংশ কোনটি?

39. 
উভুলা কোথায় থাকে?

40. 
হলোফাইটিক পুষ্টিতে দ্বিতীয় পর্যায়ে হলো -

41. 
নিচের কোন অঙ্গে জীবাণু দ্বারা ভিটামিন B12 সংশ্লেষ হয় -

42. 
যকৃতে প্রধান খণ্ডক দুটি কি দ্বারা বিভক্ত থাকে?

43. 
স্তন্যপায়ী প্রাণীদের যকৃত কি দ্বারা আবৃত থাকে?

44. 
মানুষের বিভিন্ন রকম দাঁত থাকে বলে এদের কি বলা হয়?

45. 
নিচের কোন গুলো পাকস্থলীর অংশ নয় ? (CAT-2)

A) Cardia Region
B) Fundus
C) Colon
D) Caecum

46. 
নিচের কোন তথ্য গুলি সত্য? - (CAT-2)

A) পেপটিক কোষ : পাকস্থলীতে অবস্থিত এবং পেপেসিনোজেন ক্ষরণ করে |
B) প্যারাইটাল কষ : পাকস্থলীতে অবস্থিত এবং মিউকাস ক্ষরণ করে |
C) প্যানেথ কোষ :  ডিওডি নামে অবস্থিত এবং লাইসোজাইম ক্ষরণ করে |
D) ব্রুনারের গ্রন্থি : এটি ডিওডিনামের সব মিউকাসের স্তরে অবস্থান করে এবং ক্ষারীয় মিউকাস ক্ষরিত করে |

47. 
Circumvallate Papillae সম্পর্কিত নিচের কোন তথ্য গুলি সঠিক? - (CAT-2)

A) এগুলি সংখ্যায় 100 টি থেকে 200 টি পর্যন্ত হতে পারে
B) বিভিন্ন প্রকার প্যাপিলি গুলির মধ্যে সব থেকে বড়ো
C) প্রতিটি প্যাপিলিতে প্রায় 500 থেকে 750 টি থাকে স্বাদকোরক থাকে 
D) এগুলি জিহ্বার অগ্রভাগে থাকে

48. 
পিত্তরসে কোন কোন লবন গুলি থাকে? (CAT-2)

A) সোডিয়াম টোরোকোলেট
B) পটাসিয়াম টোরোকোলেট
C) সোডিয়াম গ্লাইকোকোলেট
D) পটাসিয়াম গ্লাইকোকোলেট

49. 
নিচের কোন বক্তব্যগুলি সত্য (CAT-2)

A) সাবলিংগুয়াল গ্রন্থি স্টেনসেন নালীর মাধ্যমে মুখবিবরে উন্মুক্ত হয়।
B) প্যারোটিড গ্রন্থি রিভিনাস নালীর মাধ্যমে মুখবিবরে উন্মুক্ত হয়।
C) সাবম্যাক্সিলারি গ্রন্থি হেয়ারটন নালীর মাধ্যমে মুখবিবরে উন্মুক্ত হয়
D) সাবম্যান্ডিবুলার গ্রন্থি ভাইরাস আক্রান্ত হলে যে প্রদাহ হয় তাকে মামপ্স বলে।

50. 
গ্লাইকোলাইসিসের শেষে নিম্নলিখিত কোনগুলি উৎপন্ন হয়?-( CAT-2)

A) ATP 
B) পাইরুভিক অ্যাসিড
C) OAA
D) PEP

51. 
নীচের কোন গ্রন্থিগুলি পাকস্থলীতে অবস্থিত নয় - (CAT-2)

A) পেপটিক কোষ
B) অক্সিনটিক কোষ
C) গোবলেট কোষ
D) ব্রুনারের গ্রন্থি

52. 
নিচের কোন প্রকার প্যাপিলিতে স্বাদকোরক থাকে না ? - (CAT-2)

A) Circumvallate Papillae
B) Filiform Papillae
C) Fungiform Papillae
D) Foliate Papillae

Leave a Comment