1. ট্রিপসিন উৎসেচক নিঃসরণ হওয়ার স্থান
2. টায়ালিন উৎসেচক কোন প্রকার খাদ্যের পরিপাকে অংশগ্রহণ করে?
3. কোনটি পরিপাককারী উৎসেচক উৎপন্ন করে না -
4. মানুষের পাচনতন্ত্রে কোন উৎসেচকটি খাদ্যের প্রথমে মিশ্রিত হয়।
5. পেপটোনকে পেপটাইড এ পরিণত করে কোন উৎসেচক?
6. দুগ্ধ প্রোটিনের পরিপাকে সহায়তা করে কোন প্রকার উৎসেচক?
7. লালা রসে নিচের কোন উৎসেচকটি জীবাণু নাশক হিসেবে কাজ করে?
8. অগ্নাশয় রসে নিচের কোন উৎসেচকটি থাকেনা
10. স্তন্যপায়ী প্রাণীদের যকৃত কি দ্বারা আবৃত থাকে?
11. নীচের কোন নালিতে অগ্ন্যাশয় রস ও পিত্ত রস মিশ্রিত হয়ে প্রবাহিত হয় -
12. কোন এক ব্যক্তির BMI=36 হলে, সেই ব্যক্তির ওজন হল-
13. ক্ষুদ্রান্তের ভিলাইয়ের প্রধান কাজ হল
14. নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না?
15. যে চক্রের দ্বারা যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়-
16. যকৃতের কোন কোশ জীবাণুদের ধ্বংস করে?
17. কোন প্রকার আবরণী কলা পাকস্থলীর প্রাচীরে অবস্থান করে?
18. পাকস্থলী রস এর pH মান কত ?
19. পাকস্থলী রসের হাইড্রোক্লোরিক অ্যাসিড -
20. কাইমোট্রিপসিন পরে দুগ্ধপ্রোটিন কে কিসে পরিবর্তন করে?
21. কোনটি রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে বাধার সৃষ্টি করে?
22. নিচের কোনটি লিউকোসাইট নয় ?
23. থ্রুম্বোসাইটের সংখ্যা কমে গেলে কোন রোগ হয় ?
24. O শ্রেণীর রক্তে থাকে -
25. কোন লিউকোসাইট হেপারিন ক্ষরণ করে ?
26. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে -
27. কোন স্বেতকনিকা হিস্টামিন ক্ষরণ করে ?
28. এলার্জিতে কোন শ্বেত রক্ত কণিকার সংখ্যা বাড়ে ?
29. RBC এর সংখ্যা বৃদ্ধিকে কি বলে ?
30. AB পজিটিভ ব্লাড গ্রুপে কোন অ্যান্টিবডি রয়েছে ?
31. প্রোটিনবিহীন নাইট্রোজেনঘটিত পদার্থ নয় -
32. রক্ত নিয়ে পড়ার বিষয়কে কি বলা হয়?
33. কোন গ্রুপে রক্তকে সার্বিক দাতা বলা হয় ?
34. আরশোলার মুক্ত সংবহনতন্ত্রে পেরিভিসেরাল সাইনাস থেকে রক্ত কোথায় যায়?
36. দেহে রক্তচাপ বেড়ে যাওয়াকে বলে
37. ভ্রুণ অবস্থায় এরিথ্রোসাইট যে স্থানে তৈরি হয় সেটি হল -
38. আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত?
39. কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই?
40. একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত?
41. আরশোলার হৃদপিণ্ড থেকে রক্ত কোথায় যায় -
42. আরশোলার উন্মুক্ত সংবহনতন্ত্রে যে তরল সঞ্চালিত হয় তাকে বলা হয়:
43. কোন গ্রুপে রক্তকে সার্বিক গ্রহীতা বলা হয় ?
44. অগ্নাশয় গ্রন্থি থেকে ক্ষরিত প্রোটিও লাইটিক উৎসেচক হল -
45. নিচের কোন গুলি অ্যামাইলোলাইটিক উৎসেচক নয় ? (CAT-2)
A) অ্যামাইলেজ B) সুক্রেজ C) মল্টেজ D) ট্রিপসিন
46. BMR সংক্রান্ত নিজের কোন তথ্য গুলি ভুল ? (CAT-2)
A) BMR পরিমাপের ক্ষেত্রে হালকা খাদ্য গ্রহণ থেকে 22 থেকে 2৮ ঘন্টা সময়ের ব্যবধান থাকে। B) মহিলাদের ক্ষেত্রে এর মান 37 কিলো ক্যালরি C) প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এর মান 40 কিলো ক্যালরি D) BMR মৌলভীবকের জন্য প্রতিদিন প্রায় 1728 কিলো ক্যালরি শক্তির প্রয়োজন
47. সুক্রেজ উৎসেচকটি সুক্রোজকে নীচের কোনগুলিতে পরিণত করে ? (CAT-2)
A) গ্লুকোজ B) সুক্রোজ C) Fructose D) Galactose
48. 15 kg ভর বিশিষ্ট কোন বস্তুর কত উচ্চতা থেকে অবাধে পতন ছিল অবস্থায় যেকোনো মুহূর্তে মোট শক্তি 1176 J হবে? g=9.8 m/s^2
49. 60 km/h বেগে গতিশীল 1500 kg ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে?
50. একটি গাড়ির গতিবেগ অর্ধেক হলে, গাড়ির গতিশক্তি কত কমে যায়?
51. একটি টেবিলের উপর A বিন্দুতে 10 kg ভরের একটি বস্তু আছে। এটিকে B বিন্দুতে সরানো হল। যদি A ও B-এর সংযোগকারী রেখাটি অনুভূমিক হয় তাহলে অভিকর্ষ বল দ্বারা বস্তুর ওপর কৃতকার্য কত ?
52. জল তোলার জন্য ব্যবহৃত একটি পাম্পের ক্ষমতা 2 kW। যদি g = 10 ms-2 হয় তবে ওই পাম্প দিয়ে প্রতি মিনিটে 20 m উচ্চতা পর্যন্ত যে ভরের জল তোলা যাবে তা হল -
54. 1.8 গ্রাম গ্লুকোজে কার্বন পরমাণুর সংখ্যা
55. NTP তে 51 গ্রাম NH3 এর আয়তন কত?
56. STP তে 0.25 mol HCl এর আয়তন -
57. 1 মোল Na+ আয়ন কত গ্রাম Na+ কে বোঝায়?
58. একটি ত্রি পারমাণবিক গ্যাসের 0.1 mol এ পরমাণুর সংখ্যা -
59. 60g NaOH কে 500mL জলে দ্রবীভূত করলে দ্রবণের গাঢ়ত্ব -
60. 0° C উষ্ণতার 20g জলের সঙ্গে 20° C উষ্ণতার 40 g জল মেশানো হলো | চূড়ান্ত উষ্ণতা কত হবে?
61. মনে কর কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50g জলে 20 g সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল। তাহলে জলে ঐ লবণের দ্রাব্যতা কত?
62. 500 mL জলে 0.2 NaOH যুক্ত করলে দ্রবণের শক্তি মাত্রা মোলারিটি তে কত হবে?
63. 500 mL 2 মোল NaOH দ্রবণের গাঢ়ত্ব গ্রাম /লিটার এককে প্রকাশ করো -
64. ঘরের উষ্ণতায় কোন অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে নিচের কোন পদ্ধতি কার্যকরী নয়?
65. 30 °C তাপমাত্রায় একটি দ্রবণের শক্তি মাত্রা 40 mol/L | এই তাপমাত্রায় 25mL দ্রবণে কত পরিমান দ্রাব দ্রবীভূত থাকবে ?
66. তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দ্রাব্যতা খুব কম বৃদ্ধি পায় কোনটির ?
67. 200 mL 2% সোডিয়াম বাই কার্বনেট এর দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ লবণ লাগে ?
68. 30 °C তাপমাত্রায় 80 g দ্রবণে সর্বাধিক 10 g দ্রাব দ্রবীভূত হয় | ওই উষ্ণতায় দ্রবণটিতে দ্রাবের দ্রাব্যতা কত ?
69. নিচের কোনগুলি ইমালশন- (CAT-2)
A) দুধ B) মেঘ C) কুয়াশা D) শ্যাম্পু
70. নিচের কোনগুলি প্রলম্বনের বৈশিষ্ট্য- (CAT-2)
A) অস্বচ্ছ B) অসমসত্ত্ব C) দ্রাব কণার ব্যাস 10^-8 বা তার কম। D) দ্রাব কণাগুলোকে খালি চোখে দেখা যায় না
71. 'A place where the last funeral rites are performed' - is called as :
72. 'Murder of one's children' - is called as :
73. 'Murder of one's mother' - is called as :
74. 'Murder of one's parents' - is called as :
75. 'Murder of one's wife' - is called as :
76. 'One who studies the evolution of mankind' - is called as :
77. 'One who introduces performing artistes on stage ' - is called as :
78. 'One who compiles a dictionary ' - is called as :
79. The evidence so far simply does not ______ him ____.
80. You have to ____________ any problems that happen during the show.
81. The car _______ when flames reached its fuel tank
82. Now-a-days he is _______________ as a result of his failure in the examination.
83. Now it is difficult to ________ this business in the teeth of stiff competition.
84. Try to _______ your budget.
85. He ________ smoking to save money.
86. 5x² + 2x - 3 = 0 হলে, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ a ও b হলে, a² + b² এর মান কত
87. m এর মান কত হলে 4x² + 4(3m-1)x + (m+7) = 0 দ্বিঘাত সমীকরণের বীজ ও দুটি পরস্পরের অন্যোন্যক হবে |
88. k এর কোন মান বা মানগুলির জন্য (3k+1)x² + 2(k+1)x + k= 0দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে -
89. k এর কোন মান বা মানগুলির জন্য x² - 2(5+2k)x + 3(7+10k)= 0 দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে -
90. k এর কোন মান বা মানগুলির জন্য 49x² + kx + 1= 0 দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে -
91. যদি 3x² - 10x + 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হয়, তবে অপর বীজটি কত হবে
92. k এর মান কত হলে 2x² - 10x +k =0 দিঘাটা সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে
93. একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘণ্টায় 15 কিমি. বেশি বেগে যায়। একইসঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি. দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘণ্টা আগে পৌঁছাল। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কিমি. ছিল নির্ণয় করি
94. রেহানা বাজারে গিয়ে দেখল প্রতি কিগ্রা. মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা. 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা. 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা, মাছ কী দামে কিনেছিল ?
95. আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350 টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে দেখলেন যে, প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকে আরও 24টি সারি বেশি লাগানোর পর 10টি চারাগাছ অতিরিক্ত থাকল। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারাগাছ লাগিয়েছেন হিসাব করে লিখি
96. কোন দেশের জাতীয় পশু ক্যাঙ্গারু এবং ইমু?
97. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
98. কোন দেশের জাতীয় প্রতীক ঈগল এবং গোলাপ ফুল?
99. কানাডার জাতীয় প্রতীক কোনটি?
100. ইংল্যান্ডের জাতীয় ফুল কোনটি?
101. সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (CIA) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
102. সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস (MI6) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
103. মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
104. ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (ISI) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
105. রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
107. 212, 198, 180, 158, 132, ?
108. 325, 259, 204, 160, 127, 105, ?
110. 36, 34, 30, 28, 24, ?