1. নিচের কোন অ্যান্টিবডি গুলি ম্যাক্রোফাজের সঙ্গে সংযুক্তি ঘটায় ? -( CAT-2)
2. নিচের কোন অ্যান্টিবডি গুলি প্লাসেন্টা ভেদ করতে পারে ? -( CAT-2)
3. নিচের কোনগুলি কৃত্তিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা? -( CAT-2)
A) BCG ভ্যাকসিন দিয়ে দেহে গঠিত অনাক্রমতা B) গুটি বসন্ত রোগে আক্রান্ত হলে ভবিষ্যতে আর কখনো অ্যান্টিবডি না হওয়া | এইরকম অনাক্রম্যতা C) মায়ের স্তন দুগ্ধের মধ্য দিয়ে শিশুদের দেহে IgA প্রবেশ করে সৃষ্ট অন্যাক্রমতা D) AVS প্রয়োগ করে দেহে অর্জিত অনাক্রম্যতা
4. নিচের কোনগুলি সহজাত অনাক্রম্যতায় অংশগ্রহণ করে ? -( CAT-2)
A) দেহ ত্বক B) ম্যাক্রোফাজ C) মাস্ট কোষ D) ভ্যাকসিন
5. নিচের কোনগুলি অ্যান্টিজেনের বৈশিষ্ট্য ? -( CAT-2)
A) রাসায়নিক প্রকৃতিতে এরা প্রোটিন B) এদের প্রভাবে দেহে অ্যান্টিবডি সৃষ্টি হয় C) এরা সাধারণত প্লাজমায় থাকে D) এরা দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে
6. নিচের কোনগুলি ম্যাক্রোফাজ ? -( CAT-2)
A) যকৃতের কুপার কোষ B) পাকস্থলী অক্সিনটিক কোষ C) বৃক্কের পোডোসাইট D) অস্থির অষ্টিওক্লাস্ট
7. নিচের কোনগুলি প্রোটোজোয়া গঠিত রোগ? - (CAT-2)
A) ডায়ারিয়া B) ম্যালেরিয়া C) ডিপথেরিয়া D) নিউমোনিয়ারণ
8. নিচের কোনগুলি ব্যাকটেরিয়া গঠিত রোগ?-( CAT-2)
A) মেনিনজাইটিস B) হেপাটাইটিস C) জলাতঙ্ক D) টিটেনাস
9. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি/কোনগুলি ভাইরাস ঘটিত রোগ (CAT-2)
(A) AIDS (C) ইনফ্লুয়েঞ্জা (B) টিটেনাস (D) নিউমোনিয়া
10. নিচের কোন অ্যান্টিবডিগুলি মনোমার (CAT-2)
(A) IgM (C) IgG (B) IgD (D) IgE
11. নিচের কোন সম্পর্কগুলি সত্য (CAT-2)
A) 1 জুল = 10^7 ডাইন-সেমি B) 1 গ্রাম-সেমি = 981 ডাইন-সেমি C) 1 কিলোগ্রাম-মিটার = 9.81 X 10^7 ডাইন-সেমি D) 1 Watt = 10^7 ডাইন-সেমি
12. নিচের কোন সম্পর্কগুলি সত্য (CAT-2)
I) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল নিউটন-মিটার/সেকেন্ড | II) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল কিলোগ্রাম-মিটার/সেকেন্ড | III) বল ও বেগের গুণফল হলো ক্ষমতা | IV) ক্ষমতা মোট কার্যের পরিমাণের উপর নির্ভর করে |
13. নিচের বক্তব্য গুলির মধ্যে কোনটি দ্রুতির ক্ষেত্রে সঠিক নয় - (CAT-2)
a) সচল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ঐ বস্তুর দ্রুতি বলে b) দ্রুতির মান ও দিক উভয়েই আছে c) সম দ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন না হতে পারে d) বস্তুর গড় দ্রুতি তার গড় বেগের সমান অথবা কম হয়
14. নিচের বক্তব্য গুলির মধ্যে কোনটি বেগের ক্ষেত্রে সঠিক নয় - (CAT-2)
a) এটি একটি ভেক্টর রাশি b) সমবেগে সম্পন্ন বস্তু, সম দ্রুতি সম্পন্ন হবেই c) কোন গতিশীল কণার গড় বেগ শূন্য হতে পারে না d) সময়ের সাপেক্ষে সরণের হার কে বেগ বলে
15. নিচের বক্তব্য গুলির মধ্যে কোনটি সরণ ক্ষেত্রে সঠিক নয় - (CAT-2)
a) কোনো নির্দিষ্ট দিকে কণার স্থান পরিবর্তনকে সরণ বলা হয়। b) সরণ ভেক্টর রাশি। c) গতিশীল কণার সরণ ধনাত্মক, শূন্য বা ঋণাত্মক হতে পারে। d) গতিশীল কণার সরণ শূন্য হতে পারে না |
16. ডেঙ্গু রোগের বাহক পতঙ্গ হল –
17. কোন্ অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়ো?
18. BCG ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হল –
19. কোলোস্ট্রামে কোন্ প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? –
21. সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে—
22. ব্রেক বোন রোগ নীচের কোন্ রোগের অপর নাম -
23. কোনটির অপর নাম Lock jaw ?
24. এক্সোজেনাস অ্যান্টিজেন হল –
25. ভ্যাকসিনেশন/টিকাকরণ প্রদান করে -
26. কোন্ অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে ? –
28. নিম্নলিখিত কোনটি থেকে ইনজেকশনের দ্বারা অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা পাওয়া যায় ?
29. হেপাটাইসিস B-এর অপর নাম -
30. অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায়
31. প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায়
32. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন্ রোগ বিস্তার করে ?
33. গ্লোমেরুলাসগুলি বৃক্কের যে অংশে সীমাবদ্ধ থাকে সেটি হল -
35. ADH এর অভাবে কোন রোগ হয়
36. সবচেয়ে বেশি পুনঃশোষণ কোথায় সংঘটিত হয়?
37. ফ্লেম কোশ কোন্ প্রাণীর রেচন অঙ্গ?
38. পোডোসাইট কোষ কোথায় থাকে?
39. নিচের কোনটি কিডনির রেনাল পেলভিসের কাজ?
40. বৃক্কের অবতল অংশের খাঁজটিকে কি বলে?
41. বৃক্কের গ্লোমেরুলাস এর প্রধান কাজটি কি ?
42. কোন রেচন পদার্থটি সবচেয়ে বিষাক্ত?
43. মূত্রে পুঁজ থাকলে তাকে কি বলে?
44. র্যাফাইড একপ্রকারের-
45. হিমাচুরিয়া কখন হয় -
46. একটি বস্তুকে সোজা উপরের দিকে u বেগে ছুড়ে দিল, সেটি 4 সেকেন্ড পর আবার আগের অবস্থায় ফিরে আসে | তবে কত বেগে বস্তুটিকে উপর দিকে ছুঁড়েছিল | g = 10m/s^2
47. একটি বস্তুকে 10 m / s বেগে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হল | বস্তুটির সর্বাধিক কত উচ্চতায় উঠবে তা নির্ণয় করো | ( g = 10 m / s 2 )
48. একটি ঘর্ষণ বিহীন কপিকলের মাধ্যমে m ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হল | 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে, m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হল -
49. 40 m/s প্রাথমিক বেগ দিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলে বস্তুটির সর্বাধিক কত উচ্চতায় উঠবে ?
50. অবাধে পড়ন্তশীল একটি বস্তু h1 এবং h2 নিচে নামে যথাক্রমে t1 এবং t2 সময়ে | তবে t1:t2 কত হবে?
51. 4 kg ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 m/s বেগে 6 g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় কর?
52. 1.5 কেজি ভরের কোন বস্তু 10 মিটার /সেকেন্ড সমবেগে চলছে | কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পরে বস্তুর বেগ 25 মিটার/ সেকেন্ড হবে?
53. 1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 3 মিটার সরানো হল | ক্ষমতা কত?
54. 10 নিউটন একটি বল বস্তুর চলনের অভিমুখে লম্বভাবে প্রয়োগ করা হলে, কাজের পরিমাণ কত?
55. 20 কেজির একটি বস্তু স্থিতাবস্থায় আছে । একটি ধ্রুবক বলের ক্রিয়া অনুসারে, এটি 7 মি / সেকেন্ডের গতি অর্জন করে। বলের দ্বারাকৃত কার্য্যের পরিমান কত ?
56. এক ব্যক্তি 60 N বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 10 মিটার দূরত্ব সরালে | ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রী কোন করে থাকলে কৃতকার্য কত?
57. 25 কেজি ভরের একটি বস্তুকে 'F' নিউটন বল প্রয়োগ করে 15 মিটার ঠেলে নিয়ে যাওয়া হলো, প্রক্রিয়াটির কৃতকার্য 480 জুল হলে F-এর মান কত?
58. ভূমি থেকে 20 মিটার উচ্চতায় একটি 10 কেজি ভরের স্থিতিশীল বস্তুর দ্বারা অর্জিত শক্তি কত হবে? (g = 10 মিটার/সেকেন্ড2)
59. বল-সরণ লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি নির্দেশ করে -
60. একটি বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পেলে এর গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে?
61. Read the below two sentences and select the correct option . I) There is no easy access to success. (II) I shall not give you any excess payment.
62. Read the below two sentences and select the correct option . I)The latest edition of the book is good . (II) Some edditions and alternations have been made in this book.
63. Read the below two sentences and select the correct option . I) The teacher advised the students. (II) Listen to my advise.
64. Read the below two sentences and select the correct option . I) What is the affect of such bad habit?. (II) Smoking affects health.
65. Read the below two sentences and select the correct option . (I) Parents forgo their own comforts for the sake of their children. (ii) This point has been dealt with in detail in the foregoing passage.
66. She has decided to _______________ her old house.
67. What is the correct meaning of the Phrasal Verb : PULL WITH
68. There is no _______ in heat during May.
69. You can't ____________hard and fast rules which are necessary.
70. He _____________ wearing black leather jackets.
71. What does "claque" mean?
72. What does "brace" mean?
73. What does "nonagenarian" mean?
74. What does "quinquennial" refer to?
75. What does "concubinage" mean?
76. 1 সেমি, 6 সেমি ও 8 সেমি ধার বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো | নতুন ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।
77. একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মি., প্রস্থ 12 মি. এবং গভীরতা 16 মি.। ওই গর্তের মধ্যে 5 মি. দৈর্ঘ্য, 4 মি. প্রস্থ এবং 2 মি. পুরু তক্তা রাখা যাবে
78. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান (numerical value) সমান হলে কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি।
79. একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হল | মূল ঘনকএবং পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে ?
80. 4 সেমি দৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রেখে একটি আয়তঘন তৈরি করা হল। ঐ সংযুক্ত আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
81. একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য D একক হলে S ও D-এর সম্পর্ক হল
86. ঘনাদা - চরিত্রটি কার রচনা ?
87. টেনিদা - চরিত্রটি কার রচনা ?
88. পিন্ডিদা- চরিত্রটি কার রচনা ?
89. বাটুল দি গ্রেট- চরিত্রটি কার রচনা ?
90. টম জেরি- চরিত্রটি কার রচনা ?
91. স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত?
92. লিনিং টাওয়ার কোথায় অবস্থিত?
93. নেহেরু স্কোয়ার কোথায় অবস্থিত?
94. ইমপিয়ার স্টেট বিল্ডিং কোথায় অবস্থিত?
95. আসোয়ান বাঁধ কোথায় অবস্থিত?