1. প্রধান মূলের অভিকর্ষের অনুকূলে চলনকে বলে
2. সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়
3. Sleep Movement দেখা যায় -
4. জিওট্রপিক চলনের উদ্দীপক হল
5. গ্যালভানোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হল –
6. ঠান্ডা জল থেকে অপেক্ষাকৃত উয় জলের দিকে Volvox-র চলনকে বলে
7. A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও ।
A B 1. আচার্য জগদীশ চন্দ্র বসু A. লজ্জাবতী 2. নিকটি ন্যাসটি B. ক্রেসকোগ্রাফ 3. পাল্ভিনাস C. আলো 4. উদ্দীপক D. তেতুল গাছের পাতা
A) 1-B, 2-D, 3-A, 4-C
B) 1-B, 2-D, 3-C, 4-A
C) 1-D, 2-B, 3-A, 4-C
D) 1-B, 2-A, 3-D, 4-C
None
8. প্রধান অক্ষ থেকে 45° কোণে শাখা মূলের বৃদ্ধিকে বলে –
9. পতঙ্গের দিকে ড্রসেরা উদ্ভিদের বেঁকে যাওয়া কোন প্রকার চলনের উদহারণ ?
10. রিওট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হল-
11. উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে-
13. উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল
14. অপরিণত উদ্ভিদ কোশে ছোটো ছোটো গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন
15. IAA যে ধরনের চলনের নিয়ন্ত্রক তা হল-
16. ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা মাপা হয়
17. অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত
18. কোন্ হরমোনের পরিবহন সর্বদা নিম্নমুখী
19. নারকেলের তরল সস্যে (ডাবের জলে) কোন্ হরমোন পাওয়া যায়?
20. বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন্ হরমোন ?
21. উদ্ভিদের Wound hormone হরমোন কাকে বলে ?
22. উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখাপ্রশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোন–
23. প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি?
24. আগাছানাশক হরমোন কোনটি ?
25. পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন?
26. বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন হল -
27. যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো
28. দীর্ঘ-দিবা উদ্ভিদের চাহিদা পরিবর্তনে সক্ষম হরমোনটি হল-
29. নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হল –
30. ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপাদিত উদ্ভিদ হরমোনটি হল-
31. অক্সিন হরমোনের বৈশিষ্ট্য হল -( CAT-2)
A) নাইট্রোজেন ঘটিত জৈব অম্ল B) অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় C) জাইলেম কলা দ্বারা পরিবাহিত হয় না D) উভয়মুখী মেবুবর্তী পরিবহন ঘটে
32. কৃষিকাজে কৃত্রিম হরমোনের ভূমিকা হল-( CAT-2)
A) বীজহীন ফল উৎপাদন B) উইডিসাইড হিসাবে কাজ করে C) শাখা কলমে মূল সৃষ্টিতে সাহায্য করে D) ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে
33. নিম্নের যে বক্তব্যটি সঠিক তা হল -( CAT-2)
A) ন্যাস্টিক চলনে সামগ্রিক স্থানান্তর ঘটে B) ট্যাকটিক চলনে অক্সিনের প্রভাব দেখা যায় না C) ট্রপিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা অনুসারে ঘটে D) ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না
34. কেমোন্যাস্টি চলন দেখা যায়-( CAT-2)
A) ফার্ণ B) সুর্যশিশির C) লজ্জাবতী D) কলসপত্রী
35. জিব্বারেলিনের বৈশিষ্ট্য হল-( CAT-2)
A) টারপিনয়েড গোত্রভুক্ত B) নাইট্রোজেনবিহীন জৈব অম্ল C) কচি পাতায় অধিক সংশ্লেষিত হয় D) ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে
36. নিচের কোন পর্বগুলি সিলোমেটা এর উদাহরণ - (CAT-2)
A) নিমাটোডা B) মোলাস্কা C) একাইনোডার্মাটা D) কর্ডাটা
37. নিচের কোনগুলি সন্ধিপদ পর্বের উদাহরণ - (CAT-2)
A) Hirudinaria granulosa B) Perilaneta americana C) Apis indica D) Bombyx mori
38. নিম্নের যে তথ্যটি সঠিক, তা হল -( CAT-2)
A) শৈবাল =থ্যালোফাইটা | B) গিঙ্কো = অ্যানজিওস্পার্ম C) লিভারওয়ার্ট = মারকেনশিয়া D) মারসিলিয়া = ব্রায়োফাইটা
39. নিচের কোন বৈশিষ্ট্যগুলি শৈবাল এর ক্ষেত্রে সত্য নয় - ( CAT-2)
A) এদের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত B) এদের জাইলেম ও ফ্লোয়েম কলা রয়েছে C) এরা সাধারণত জলজ প্রকৃতির D) এরা সমাঙ্গদেহী
40. নিচের কোন বৈশিষ্ট্যগুলি ফানজি এর ক্ষেত্রে সত্য- ( CAT-2)
A) এদের সঞ্চিত খাদ্য হলো গ্লুকোজ B) এদের কোষপ্রাচীর সেলুলোজে দ্বারা নির্মিত C) এরামৃত জৈব বস্তুর উপর জন্মায় D) এদের দেহে কলা গঠিত হয়নি
41. এক পারসেক = কত আলোকবর্ষ?
42. 1 আলোকবর্ষ = কত মিলিমিটার ?
43. এক চন্দ্রশেখর লিমিট = ?
45. পৃষ্ঠটানের মাত্রীয় সংকেত হল -
46. স্টেরেডিয়ান কোন রাশির একক ?
47. স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ চার গুণ করলে সেটির আয়তন পূর্বের
48. 1 লিটার = ? ঘন ডেসিমিটার
49. পরম স্কেলের সর্বনিম্নমান কত
50. ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার পারদে চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 লিটার | তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 19 সেন্টিমিটার পারদে হয়ে গ্যাসের আয়তন কত হবে?
51. নিচের কোন রাশিটির একক g/cm.s^2
52. কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে স্থির চাপে 0°C থেকে 273°C পর্যন্ত উত্তপ্ত করা হলে গ্যাসটির পরম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের সম্পর্ক নির্ণয় করো।
53. 300K উয়তায় এবং 75 cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 250 cc, 227°C উয়তায় 125 cm পারদস্তম্ভের চাপে ওই পরিমাণ গ্যাসের আয়তন কত হবে ?
54. নির্দিষ্ট ভরবিশিষ্ট কোনো গ্যাসকে নির্দিষ্ট চাপে 0°C থেকে 30°C-এ উত্তপ্ত করা হল, আয়তনদ্বয়ের অনুপাত নির্ণয় করো।
55. সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতা পার্থক্য 10 ডিগ্রি হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে?
56. নিজের কোন বক্তব্যগুলি সত্য নয়? (CAT-2)
A) আপেক্ষিক গুরুত্ব একটি মাত্রাহীন রাশি | B) মাত্রাহীন রাশির একক থাকতে পারে | C) একক বিহীন রাশির মাত্রা থাকতে পারে | D) আয়তনের মাত্রীয় সংকেত হল [L^3}
57. নিচের কোন রাশিগুলি বল ও ক্ষেত্রফলের ভাগফল- (CAT-2)
A) ক্ষমতা B) কার্য C) চাপ D) পীড়ন
58. যদি কোনো হ্রদের তলদেশে একটি বুদবুদ তৈরি হয়, তবে এটি উপরের দিকে ওঠার সময় - (CAT-2)
A) সমবেগে যাবে B) সম ত্বরণে যাবে C) ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে উঠবে D) আয়তন বাড়তে থাকবে
59. গে লুসাকের সূত্রে কোন রাশি গুলি অপরিবর্তিত থাকে -(CAT-2)
A) চাপ B) উষ্ণতা C) ভর D) আয়তন
60. বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের - -(CAT-2)
A) চাপ B) উষ্ণতা C) ভর D) আয়তন
61. 'The study of animal behaviour' is called as -
62. 'The study of caves' is called as -
63. 'The study of human face' is called as -
64. Logophobia is related to -
65. Pyrophobia is related to -
66. Cynophobia is related to -
67. "The study of rocks'' is called as -
68. "The study of Tissue'' is called as -
69. "The study of Birds'' is called as -
70. Read the below two sentences and select the correct option on the basis of two words - Collision and Collusion: i). Due to heavy fog, the car met with a collision. ii) The two football players had a severe colluision on the field
71. Read the below two sentences and select the correct option . (I) You are eligible for the post. (ii) His handwriting a illegible.
72. Read the below two sentences and select the correct option . I) What is the affect of such bad habit?. (II) Smoking affects health.
73. Read the below two sentences and select the correct option . I) The teacher advised the students. (II) Listen to my advise.
74. Read the below two sentences and select the correct option on the basis of two words - Expedition and Expedient: i) He took an expedition decision. ii) They went on an expedient to Everest.
75. Read the below two sentences and select the correct option on the basis of two words - Exhaustive and Exhausted: i) The teacher gave us exhaustive notes on grammar.. ii) The report is based on Exhausted research.
76. Hypsophobia refers to the fear of what?
77. What does "Pyrophobia" mean?
78. Kleptophobia is the fear of what?
79. What is the fear of vomiting called?
80. Aerophobia is the fear of what?
81. ডাল হ্রদ কোথায় অবস্থিত?
82. মীনাক্ষি মন্দির কোথায় অবস্থিত?
83. বিজয় ঘাট কোথায় অবস্থিত?
84. ইলোরা গুহা কোথায় অবস্থিত?
85. যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত?
86. একটি গাড়ির মূল্য 10,00,000 টাকা | যদি গাড়িটির দাম প্রতিবছর 5% হারে হ্রাস পায়, তবে 2 বছর পর কত হ্রাস পাবে?
87. কোনো আসল 6 বছরে সরলসুদে 60% বৃদ্ধি পায়। একই সুদের হারে 12,000 টাকায় 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে?
88. একটি নির্দিষ্ট আসল চক্রবৃদ্ধি সুদের হারে 15 বছরে দ্বিগুণ হয়। এটি আটগুণ হবে-
89. বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে-আসলে 16 গুণ হবে?
90. 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা?
91. কিছু টাকা 6% হারে 8 বছরের সুদে-আসলে 17760 টাকা হলে, কত বছরে সুদে-আসলে 21360 টাকা হবে?
92. 3000 টাকা এমন দুটি অংশে বিভক্ত করো যেন প্রথম অংশের 6% হারে 5 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 8% হারে 3 বছরের সুদের অনুপাত 5:8 হয় |
93. যদি 900 টাকা 4 বছরের সুদে- আসলে 1080 টাকা হয়, তবে কত টাকা 5 বছরে সুদে-আসলে 1275 টাকা হবে?
94. বার্ষিক 6% আর সরল সুদে 3 বছরের সবৃদ্ধিমুল 3540 টাকা হলে, সুদ কত হবে?
95. কত বছরে 10% হারে কোনো আসল ও তার থেকে প্রাপ্ত সুদের অনুপাত 10:3 হবে?
96. The angle between the minute hand and the hour hand of a clock when the time is 4:20, is:
97. At 3:40, the hour hand and the minute hand of a clock form an angle of: