1. নীচের কোনটি স্টেরয়েড হরমোন নয় ?
2. প্রোল্যাক্টিং হরমোন ক্রিয়া করে?
3. ঘুম হরমোন কোন হরমোনকে বলা হয়?
4. Which of the following is not a function of cortisol?
5. পিটোসিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?
6. Which hormone is responsible for the fight or flight response?
7. Addison's disease is caused by:
8. Which layer of the adrenal cortex produces glucocorticoids like cortisol?
9. Which layer of the adrenal cortex produces mineralocorticoids like aldosterone?
10. PTH কোথা থেকে ক্ষরিত হয়?
11. মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল -
12. নীচের কোনটি প্রোজেস্টেরনের কাজ নয় তা স্থির করো -
13. Which hormone is responsible for the "rest and digest" response?
14. Aldosterone is responsible for:
15. Which of the following is a symptom of Cushing's syndrome?
16. The adrenal medulla produces which hormone?
17. Which of the following is not a symptom of adrenal fatigue?
19. 100 cc রক্তে শর্করার (গ্লুকোজ) স্বাভাবিক পরিমাণ কত?
20. নিচের কোনটি ট্রাই স্যাকারাইড -
21. ক্রিস্টালিন পাওয়া যায় -
22. ল্যাক্ট অ্যালবুমিন পাওয়া যায় -
23. কোন প্রকার বন্ড দ্বারা অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে প্রোটিন গঠন করে?
24. দুধের কেসিন এবং ডিমের কুসুমের ভাইটেলিন - নিচের কোন প্রকার প্রোটিনের উদাহরণ
25. লিউকোসিন অ্যালবুমিন পাওয়া যায় -
26. নিচের কোনটি সরল প্রোটিন -
27. থাইমাস গ্রন্থি এবং হিমোগ্লোবিনে কোন প্রোটিন পাওয়া যায়
28. গ্লুকোসামিন এবং গ্যালাকটোসামিন কোন প্রকার প্রোটিনের উদাহরণ ?
29. ভিটামিন A1 এর সংকেত হল -
30. Seborreic dermatitis কোন ভিটামিনের অভাবে হয়?
31. Anti-sterility Vitamin কাকে বলে ?
32. Anti-haemorrhagic Vitamin কাকে বলে ?
33. ভিটামিন বি7-এর রাসায়নিক নাম কী?
34. Angular stomatitis কোন ভিটামিনের অভাবে হয়?
35. অস্টিওপোরোসিস কোন ভিটামিনের অভাবে হয় ?
36. চোখের মনির আবরণী কলা শুকিয়ে যায় নিচের কোন রোগটিতে?
37. ফলিক অ্যাসিড কোন ভিটামিনের রাসায়নিক নাম?
38. নিজের কোন তথ্যটি ভিটামিন D3 সংক্রান্ত ভুল-
39. সায়ানো কোবালামিন কোন ভিটামিন বি-এর রাসায়নিক নাম?
40. অস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
41. পাকস্থলী থেকে HCl ক্ষরণের ক্ষেত্রে কোন খনিজ মৌলের বিশেষ ভূমিকা রয়েছে?
42. কোন ভিটামিন অস্থি ও রক্তে ক্যালসিয়াম সাম্য বজায় রাখে?
43. রক্ত তঞ্চনের সহায়কারী খনিজ মৌলটি হল -
44. ক্যালসিয়ামের দুটি বিশেষ উৎস হলো
45. ভিটামিন B12 সংশ্লেষ করে কোন খনিজ মৌল?
46. ক্রেটিনিজম রোগ হয় কোন মৌলের অভাবে?
47. 'হাইপো ক্যালশেমিক টিট্যানি' - কোন খনিজ মৌলের অভাবে হয়?
48. Which of the following is a symptom of adrenal insufficiency?
49. Which hormone is released in response to stress?
50. অ্যাড্রিনালিন ও নন অ্যাড্রিনালিন হরমোন দুটি কিসের মতো কাজ করে?
51. শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিংক এর বিক্রিয়ায় নিচের কোনটি উৎপন্ন হবে
52. 5 গ্রাম ক্যালশিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে প্রমাণ উষ্ণতা ও চাপে কত আয়তনের কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাবে?
53. 2000 গ্রাম ক্যালশিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে?
54. 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ?
55. 36 গ্রাম ম্যাগনেশিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণভাবে দহন করলে কী পরিমাণ ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হবে?
56. STP তে 89.6 লিটার হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন?
57. 1.8 গ্রাম ভরের একটি গ্যাসের STP তে আয়তন হয় 2.24 লিটার। ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত?
58. 261.6 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন STP তে কত হবে?
59. 42 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে?
60. 8.5 গ্রাম হাইড্রোজেন সালফাইড গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধঃক্ষিপ্ত হবে?
61. 10 গ্রাম চুনাপাথর থেকে কি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়?
62. 1.6 g মিথেনে ইলেকট্রনের সংখ্যা কত?
63. 2.3 গ্রাম ধাতব সোডিয়ামকে অতিরিক্ত জলের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া ঘটানো হলে কী পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে? উৎপন্ন হাইড্রোজেনের STP তে আয়তন কত হবে?
64. অ্যাভোগাডো সংখ্যা N হলে, 126 গ্রাম জলীয় বাষ্পে হাইড্রোজেন পরমাণু সংখ্যা কত?
65. কত গ্রাম কার্বন-ডাই-অক্সাইড স্বচ্ছ চুন জলের মধ্যে চালনা করলে 25 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে?
66. 32 গ্রাম অক্সিজেন =________________ ( CAT-2)
A) 1 মোল অক্সিজেন B) 1 অণু অক্সিজেন C) 1 গ্রাম অণু অক্সিজেন D) 11.2 লিটার অক্সিজেন
67. নিচের কোন বক্তব্যগুলি সঠিক ( CAT-2)
A) STP-তে এক গ্রাম-পরমাণু যে-কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার B) গ্যাসের আণবিক গুরুত্ব =2×বাষ্প ঘনত্ব | C) STP-তে 1 লিটার H₂ গ্যাসের ওজন = 1.089 গ্রাম D) STP-তে 1 লিটার যে-কোনো গ্যাসের ওজন = গ্যাসটির বাষ্প ঘনত্ব X 0.089 গ্রাম
68. প্রশমন ক্রিয়া নির্দেশকের জন্য নির্বাচিত নির্দেশক হিসেবে কোন্ বিকল্পগুলি সঠিক?- (CAT-2)
A) তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার দ্রবণ - যে-কোনো নির্দেশক B) তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার দ্রবণ - ফেনলপথ্যালিন C) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষার দ্রবণ - মিথাইল অরেঞ্জ D) মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষার - কোনো উপযুক্ত নির্দেশক নেই
69. অম্লবৃষ্টির জন্য মূলত দায়ী গ্যাস গুলি হল- (CAT-2)
70. নিচের কোন্ বিকল্পগুলি সঠিক?- (CAT-2)
A) আম্লিক অক্সাইড → CO2, SO2 B) ক্ষারকীয় অক্সাইড → Na₂O, CaO C) প্রশম অক্সাইড→ MgO, Cl₂O7 D) উভধর্মী অক্সাইড→ ZnO, Al2O3
71. The student aspires ___ a scholarship at the university. What is the correct preposition?
72. The passengers alighted ___ the plane at the airport. What is the correct preposition?
73. All employees must abide ___ the company’s dress code. What is the correct preposition?
74. The situation admits ___ no delay in action. What is the correct preposition?
75. She amused the children ___ a funny story. What is the correct preposition?
76. Unfair advantages for members of one's own family.
78. One who hates marriage.
79. Medicine given to counteract poison.
80. Spoken or done without preparation.
81. Read the below two sentences and select the correct option on the basis of two words - write and rout:
I) Please write in the notebook. II) The football team suffered a complete rout in the finals.
82. Read the below two sentences and select the correct option on the basis of two words :
I) The marriage was performed according to Hindu rites. II) The funeral wright was conducted with great respect.
83. Read the below two sentences and select the correct option on the basis of two words :
I) The traders have razed the prices of food grains. II) The ancient temple was raised by invaders.
84. Read the below two sentences and select the correct option on the basis of two words :
I) We were petrified with terror to see the ghastly sight of the carnage. II) Many unclaimed dead bodies lay putrefying in the field.
85. Read the below two sentences and select the correct option on the basis of two words :
I) As a national bird, the peacock is not a bird of pray. II) We should prey for peace and happiness.
86. কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা ?
87. ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্যরা হলেন-
88. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় ?
89. গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক?
1. এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয় 2. এটি প্রত্যক্ষ নির্বাচনের ফল 3. এটি বহুদলীয় সংগঠন 4. এটি অন্যান্য কমিটি দ্বারা কার্য সম্পন্ন করে
90. নীচের কোনটি 1919 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল ?
1. মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠন 2. কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলির পুনর্গঠন ও বিস্তার 3. কেন্দ্র কর্তৃক আইনসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণ
91. কার রিপোর্টে প্রথম ফেডারেশন অব স্টেট (যুক্তরাষ্ট্র) গঠনের প্রস্তাব দেওয়া হয় ?
92. নিম্নলিখিত আইনগুলিকে কালানুক্রমে সাজাও।
1. রেগুলেটিং অ্যাক্ট 2. পিটের ভারতশাসন আইন 3. চার্টার অ্যাক্ট 4. ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট
(a) 1, 2, 3, 4
(b) 2, 1, 3, 4
(c) 4, 3, 2, 1
(d) 3, 4, 2, 1
None
93. মন্টেগু-চেমসফোর্ড রিপোর্ট সংযুক্ত ছিল-
94. ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না -
95. গণপরিষদের সভাপতি কে ছিলেন?
96. A:B=2:3, B:C = 3:4, C:D = 3:5, হলে A:B:C:D নির্ণয় করো -
97. দুটি সংখ্যার অনুপাত 3:5। প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে, নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি হল-
98. 9 ও 16-এর মধ্যসমানুপাতী হল-
99. দুটি সংখ্যার অনুপাত 5: 6 এবং তাদের গসাগু 7 হলে সংখ্যা দুটির সমষ্টি কত?
100. দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের তিনগুণ। সংখ্যা দুটির অনুপাত কত?
101. একটি ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত?
102. 2A = 3B = 4C হলে, A: B: C-এর এর মান কত?
103. P = Q এর 50% এবং Q = R এর 50% হলে, P: Q:R=?
104. 7:11-এর উভয় পদের সঙ্গে কোন্ সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3: 4 হবে?
105. 9:7-এর উভয় পদের থেকে কোন্ সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে?
106. The strength of a class is 35. From the bottom, the position of Sanjaya is 7th and Raju is placed at 9th from the top. Mannu is present at the middle position in between Sanjaya and Raju. Determine the position of Sanjaya from Mannu.
107. Out of 46 students, rank of Shiva is ranked as 12th. What will be his rank from below?
108. Rank of Sujay is 14th from the top in a group of 25 students. Find his rank from top if 3 new students will be added to the bottom of the list.
109. If the rank of Hari is 8th from the top in a group of 35 candidates and 2 new candidates are added just before and after him, what will be his new rank from bottom?
110. Rank of Kikku is 3 from the top and 44 from the bottom of the list that shows qualified candidates. Find the total number of qualified candidates.