ANM GNM 2025 Weekly Mock Test #TEST

Welcome to your ANM GNM 2025 Weekly Mock Test #TEST

Name Email
1. 
কাচ ও জল মাধ্যমের সংকট কোণ 30 ডিগ্রি হলে | আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে বিভেদ তলে 45 ডিগ্রি কোণে আপতিত হলে নিচের কোন ঘটনাটি ঘটবে ?

2. 
একটি আলোকরশ্মি ঘনতর মাধ্যমে প্রবেশ করলে

3. 
একটি একবর্নী আলোকরশ্মি 30° প্রতিসারক কোণবিশিষ্ট প্রিজমের একটি প্রতিসারক পৃষ্ঠে লম্বভাবে আপতিত হল। প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক 1.5 | প্রিজম থেকে আলোকরশ্মির নির্গমন কোণের মান হবে ?

4. 
একটি কাচের স্ল্যাবে আলোকরশ্মি লম্বভাবে আপতিত হলে, চ্যুতি কোণের মান -

5. 
আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে (প্রতিসরাঙ্ক 1.5) প্রবেশ করল। স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। দেওয়া আছে বামুতে আলোর বেগ = 3.0x10^8 m/s

6. 
বহুদূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। সেই বিন্দুকে বলে

7. 
একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল

8. 
একটি মাধ্যম থেকে আলোকরশ্মি অপর এক মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 60° এবং 30° হয়। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

9. 
আলোর বিন্দু উৎস সর্বদা তৈরি করে -

10. 
একটি সমবাহু প্রিজমে একটি আলোকরশ্মি আপতিত হলে, চ্যুতি নির্ভর করে না নিম্নলিখিত কোনটির ওপর?

11. 
বায়ু থেকে জলে একটি রশ্মি আপতিত হল। জলের মধ্যে আলোর কোন্ ধর্ম অপরিবর্তিত থাকবে?

12. 
জলের অভ্যন্তরে একটি কাচের প্লেটের উপর আলোকরশ্মি 45° কোণে আপতিত হল। প্লেটের ভিতর রশ্মিটির প্রতিসরণ কোণের মান কত? ধরে নাও কাচের প্লেটের ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে (4√2)/3 এবং 4/3

13. 
কোন তরলের সমতল পৃষ্ঠে বায়ু থেকে 45° কোনে আপতিত আলোকরশ্মি ওই পৃষ্ঠ থেকে তরলে প্রতিসরণে 15° বিচ্যুত হয় তবে তরলের প্রতিসরাঙ্ক কত ?

14. 
আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে (প্রতিসরাঙ্ক 1.5) প্রবেশ করল | আপতন কোন 30 ডিগ্রি হলে, কাচের স্ল্যাব থেকে নির্গত রশ্মির চ্যুতি কোন কত?

15. 
6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করল। ফলকটির ভিতরে ওই আলোর কম্পাঙ্ক কত?

16. 
বায়ু থেকে কাজ মাধ্যমে 45° আপতন কোণে আলোকরশ্মী আপতিত হয়ে 20° প্রতিসরণ কোণ সৃষ্টি করে | চুতি কোণ কত?

17. 
মোটরগাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

18. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তু সাপেক্ষে

19. 
কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 cm। একটি বস্তুকে দর্পণ থেকে কত দূরত্বে রাখলে তার কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না?

20. 
নীচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার হয়?

21. 
দাড়ি কামানোর জন্য যে দর্পণ সবথেকে ব্যবহার করা ভালো হয় তা হল -

22. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 cm হলে ফোকাস দৈর্ঘ্য হবে -

23. 
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব -

24. 
গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে যে দর্পণ ব্যবহার করা হয় তা হল

25. 
প্রতিফলনের সময়ে চ্যুতিকোণের সূত্রটি হল -

26. 
একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 cm ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হল। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মি গুচ্ছ দর্পণের মেরু থেকে 20 cm দূরে মিলিত হত। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত থাকলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হবে?

27. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

28. 
একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60cm দূরত্বে রাখা হল। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?

29. 
গ্লিসারিনে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচের দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ গ্লিসারিনের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্কের তুলনায় -

30. 
উত্তল দর্পণ থেকে 10 cm দূরে অক্ষের ওপর 5 cm দীর্ঘ একটি বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 cm | প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

31. 
একটি উত্তল লেন্সের সামনে 12 cm দূরে স্থাপিত কোন বস্তুর 4 গুণ বিবর্ধিত অসদবিম্ব গঠিত হলে, লেন্সের ক্ষমতা কত?

32. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তু সাপেক্ষে

33. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

34. 
উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে

35. 
একটি সমবাহু প্রিজমের প্রতিসারক কোণের মান -

36. 
প্রিজমের প্রতিসারক তল

37. 
সমান্তরাল পৃষ্ঠযুক্ত কাচফলকে আপতিত ও নির্গত রশ্মির মধ্যে চ্যুতি কোণ-

38. 
কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না?

39. 
একটি সমান্তরাল কাচ ফলকের ফোকাস দূরত্ব হল

40. 
কোনো প্রিজমে প্রতিসরণের সময় প্রথম ও দ্বিতীয় তলে প্রতিসরণ কোণ ও আপাতন কোণ 30° ও 25° হলে প্রিজমের প্রতিসারক কোণ কত?

Leave a Comment

error: Content is protected !!