1. ফ্লেক্সর পেশি সংক্রান্ত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) বাইসেপস একটি ফ্লেক্সর পেশি। B) হ্যামস্ট্রিং পেশি হাঁটু সন্ধিকে প্রসারিত করে। C) ফ্লেক্সর পেশি দুটি অস্থির মধ্যবর্তী কোণ বৃদ্ধি করে। D) বাইসেপস কনুই সন্ধিকে ভাঁজ করতে সাহায্য করে।
2. এক্সটেনসর পেশি সম্পর্কে নীচের কোন তথ্য/গুলি সঠিক?-( CAT-2)
A) ট্রাইসেপস একটি এক্সটেনসর পেশি। B) কোয়াড্রিসেপস পেশি হাঁটু সন্ধিকে ভাঁজ করে। C) এক্সটেনসর পেশি অঙ্গকে প্রসারিত করতে সাহায্য করে। D) ট্রাইসেপস কনুই সন্ধিকে ভাঁজ করতে সাহায্য করে।
3. রোটেটর পেশি সংক্রান্ত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
ক) পাইরিফর্মিস পেশি একটি রোটেটর পেশি। খ) রোটেটর পেশি অঙ্গকে একটি অক্ষের চারপাশে ঘোরাতে সাহায্য করে। গ) ডেলটয়েড একটি প্রধান রোটেটর পেশি। ঘ) রোটেটর পেশি শুধুমাত্র অঙ্গকে ভেতরের দিকে ঘোরাতে পারে।
4. মানুষের প্রধান রেচন অঙ্গ এবং রেচন পদার্থ সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক??-( CAT-2)
A) বৃক্ক মানুষের প্রধান রেচন অঙ্গ। B) মানুষের প্রধান নাইট্রোজেনঘটিত রেচন পদার্থ হলো ইউরিক অ্যাসিড। C) ফুসফুস কার্বন ডাইঅক্সাইড রেচন করে, যা একটি বিপাকজাত বর্জ্য। D) ত্বক ঘামের মাধ্যমে জল, লবণ এবং সামান্য ইউরিয়া রেচন করে।
5. বৃক্কের গঠন সম্পর্কিত নীচের কোন তথ্য/গুলি সঠিক??-( CAT-2)
ক) প্রতিটি বৃক্কের বাইরের স্তরটিকে কর্টেক্স এবং ভিতরের স্তরটিকে মেডুলা বলে। খ) বৃক্কের অবতল অংশের খাঁজটিকে হাইলাম বলে, যার মধ্য দিয়ে রেনাল ধমনী প্রবেশ করে এবং রেনাল শিরা ও ইউরেটার নির্গত হয়। গ) রেনাল পিরামিডগুলি বৃক্কের কর্টেক্স অঞ্চলে অবস্থিত। ঘ) প্রতিটি বৃক্ক অসংখ্য নেফ্রন দ্বারা গঠিত।
6. নেফ্রনের গঠন বিষয়ে কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
ক) প্রতিটি নেফ্রন ম্যালপিজিয়ান করপাসল এবং বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত। খ) গ্লোমেরুলাস এবং বোম্যানস ক্যাপসুল একত্রে ম্যালপিজিয়ান করপাসল গঠন করে। গ) হেনলির লুপ বৃক্কের কর্টেক্স অঞ্চলে বিস্তৃত থাকে। ঘ) নিকটবর্তী সংবর্ত নালিকা (PCT) ম্যালপিজিয়ান করপাসলের পরে এবং হেনলির লুপের আগে অবস্থিত।
7. ADH (অ্যান্টিডিউরেটিক হরমোন) বা ভ্যাসোপ্রেসিন সম্পর্কে নীচের কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) এটি পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। B) এই হরমোন দূরবর্তী সংবর্ত নালিকা (DCT) এবং সংগ্রাহী নালীর জলের ভেদ্যতা বৃদ্ধি করে। C) ADH-এর প্রভাবে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় এবং মূত্র লঘু হয়। D) দেহে জলের পরিমাণ কমে গেলে ADH ক্ষরণ বৃদ্ধি পায়।
8. ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচী (Universal Immunization Programme - UIP) অনুযায়ী শিশুদের জন্মের সময় কোন টিকা/গুলি দেওয়া হয়?
ক) বিসিজি (BCG) খ) ওপিভি (OPV) গ) হেপাটাইটিস বি (Hepatitis B) ঘ) হাম-রুবেলা (MR)
9. পেন্টাভ্যালেন্ট টিকা কোন পাঁচটি রোগ থেকে সুরক্ষা প্রদান করে? ( CAT-2)
A) ডিপথেরিয়া, হুপিং কাশি (পারটুসিস), টিটেনাস, হেপাটাইটিস বি, ইনফ্লুয়েঞ্জা। B) ডিপথেরিয়া, হুপিং কাশি (পারটুসিস), টিটেনাস, হেপাটাইটিস বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (Hib)। C) পোলিও, হাম, মাম্পস, রুবেলা, হেপাটাইটিস এ। D) টিটেনাস, যক্ষ্মা, টাইফয়েড, হেপাটাইটিস বি, মেনিনজাইটিস।
10. যক্ষ্মা (Tuberculosis - TB) রোগ সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক? ( CAT-2)
A) এটি মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি বায়ুবাহিত রোগ। B) এই রোগ শুধুমাত্র ফুসফুসকে আক্রান্ত করে। C) বিসিজি টিকা যক্ষ্মার বিরুদ্ধে সম্পূর্ণ ও দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে। D) ডটস (DOTS - Directly Observed Treatment, Short-course) যক্ষ্মার চিকিৎসায় ব্যবহৃত একটি কার্যকর পদ্ধতি।
11. পর্যায় সারণিতে মৌলের তড়িৎ ধনাত্মকতা (Electropositivity) বা ধাতব ধর্ম (Metallic Character) সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক?-( CAT-2)
A) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ধনাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। B) কোনো শ্রেণিতে (group) উপর থেকে নীচের দিকে নামলে তড়িৎ ধনাত্মকতা সাধারণত বৃদ্ধি পায়। C) যে মৌল যত সহজে ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হতে পারে, তার তড়িৎ ধনাত্মকতা তত বেশি। D) অধাতুগুলি সাধারণত উচ্চ তড়িৎ ধনাত্মকতা প্রদর্শন করে।
12. পারমাণবিক ব্যাসার্ধ (Atomic Radius) পর্যায় সারণিতে কীভাবে পরিবর্তিত হয় সে সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক??-( CAT-2)
A) কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত বৃদ্ধি পায়। B) কোনো শ্রেণিতে উপর থেকে নীচের দিকে নামলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। C) ক্যাটায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর ব্যাসার্ধের চেয়ে বড় হয়। D) অ্যানায়নের ব্যাসার্ধ তার মূল পরমাণুর ব্যাসার্ধের চেয়ে ছোট হয়।
13. আয়নীয় বন্ধন (Ionic Bond) ও আয়নীয় যৌগ (Ionic Compound) সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক?
A) সাধারণত একটি ধাতু ও একটি অধাতুর মধ্যে ইলেকট্রন আদান-প্রদানের (সম্পূর্ণ স্থানান্তর) মাধ্যমে আয়নীয় বন্ধন গঠিত হয়। B) আয়নীয় যৌগগুলি কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবাহী হয়। C) আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। D) সোডিয়াম ক্লোরাইড (NaCl) একটি আদর্শ আয়নীয় যৌগের উদাহরণ।
14. তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) প্রক্রিয়া সম্পর্কিত কোন বিবৃতি/গুলি সঠিক? ( CAT-2)
A) তড়িৎ বিশ্লেষণ একটি প্রক্রিয়া যেখানে তড়িৎ প্রবাহ ব্যবহার করে কোনো যৌগের রাসায়নিক বিয়োজন ঘটানো হয়। B) যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়ে আয়ন উৎপন্ন করে এবং তড়িৎ পরিবহন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য (electrolyte) বলে। C) তড়িৎ বিশ্লেষণে অ্যানোড হলো ধনাত্মক তড়িৎদ্বার এবং ক্যাথোড হলো ঋণাত্মক তড়িৎদ্বার। D) তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি সর্বদা সমযোজী যৌগ হয়।
15. তড়িৎ বিশ্লেষণের সময় সংঘটিত জারণ-বিজারণ (Oxidation-Reduction) বিক্রিয়া সম্পর্কে নীচের কোন তথ্য/গুলি সঠিক? ( CAT-2)
A) ক্যাথোডে সর্বদা বিজারণ (Reduction) বিক্রিয়া ঘটে। B) অ্যানোডে সর্বদা জারণ (Oxidation) বিক্রিয়া ঘটে। C) ক্যাটায়নগুলি (ধনাত্মক আয়ন) অ্যানোডের দিকে আকৃষ্ট হয় এবং ইলেকট্রন বর্জন করে জারিত হয়। D) অ্যানায়নগুলি (ঋণাত্মক আয়ন) ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় এবং ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
16. মানবদেহের দীর্ঘতম অস্থি কোনটি?
17. পেশীকে অস্থির সাথে যুক্ত রাখে কোন গঠন?
18. হাঁটুকে প্রসারিত করতে (extend) প্রধানত কোন পেশী সাহায্য করে?
19. কনুই ও হাঁটুর সন্ধি কোন প্রকারের?
20. মানবদেহের বৃহত্তম পেশী কোনটি?
21. বাইসেপস ও ট্রাইসেপস পেশীদ্বয় একে অপরের সাপেক্ষে কীভাবে কাজ করে?
22. কাঁধের সন্ধি কোন ধরনের সন্ধি?
23. মানবদেহের কোন পেশীটিকে 'দীর্ঘতম পেশী' বলা হয়?
24. অঙ্গকে দেহের মধ্যরেখা থেকে দূরে সরানোকে কী বলে?
25. গমনের সময় শরীরের ভর বহনে প্রধান ভূমিকা পালন করে নিম্নের কোন অস্থি?
26. রক্তের পরিশ্রাবণ বা আল্ট্রাফিলট্রেশন প্রক্রিয়াটি নেফ্রনের কোন অংশে ঘটে?
27. মানবদেহে ইউরিয়া প্রধানত কোথায় সংশ্লেষিত হয়?
28. অ্যান্টিডিউরেটিক হরমোন (ADH) বা ভ্যাসোপ্রেসিন প্রধানত কী কাজ করে?
29. নেফ্রনের কোন অংশে সর্বাধিক পরিমাণে প্রয়োজনীয় পদার্থের পুনঃশোষণ (selective reabsorption) ঘটে?
30. বৃক্কের বাইরের দিকের স্তরটিকে কী বলা হয়?
31. বৃক্ক সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে গেলে কৃত্রিম উপায়ে রক্ত পরিশোধনের পদ্ধতিকে কী বলে?
32. মূত্রের স্বাভাবিক হালকা হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটি?
33. অ্যালডোস্টেরন হরমোন প্রধানত কোন খনিজ লবণের পুনঃশোষণে সাহায্য করে?
34. বৃক্কের যে ফানেল-আকৃতির প্রশস্ত গহ্বরে সংগ্রাহী নালিকাগুলি উন্মুক্ত হয় এবং যা থেকে গবিনীর উৎপত্তি হয়, তাকে কী বলে?
35. ক্রিয়েটিনিন নামক রেচন পদার্থটি প্রধানত কোথা থেকে উৎপন্ন হয়?
36. বিসিজি (BCG) টিকা কোন জীবাণুর দুর্বলকৃত (attenuated) রূপ ব্যবহার করে তৈরি করা হয়?
37. ওরাল পোলিও ভ্যাকসিন (OPV) কোন ধরনের ভাইরাস ব্যবহার করে তৈরি?
38. অ্যান্টিবডির কোন অংশটি অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়?
39. মানবদেহে সর্বাধিক পরিমাণে উপস্থিত অ্যান্টিবডি কোনটি?
40. মায়ের দুধের মাধ্যমে শিশু প্রধানত কোন অ্যান্টিবডি লাভ করে?
41. অ্যালার্জি প্রতিক্রিয়ার সাথে যুক্ত প্রধান অ্যান্টিবডি কোনটি?
42. "অ্যাকুয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম" (AIDS) রোগের জন্য দায়ী ভাইরাস কোনটি এবং এটি কোন ধরনের কোষকে আক্রমণ করে?
43. নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন (PCV) কোন রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয়?
44. অ্যান্টিবডির ভারী (Heavy) এবং হালকা (Light) শৃঙ্খলগুলি কী ধরনের বন্ধনী দ্বারা যুক্ত থাকে?
45. মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনকারী প্রধান কোষ কোনটি?
46. হেবার-বশ পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্পোৎপাদনের জন্য কোন অনুঘটক ব্যবহৃত হয়?
47. অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কী প্রকৃতির?
48. অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়?
49. অ্যামোনিয়ার বিজারণ ধর্মের উদাহরণ কোনটি?
50. নেসলার বিকারকের (Nessler's reagent) সাথে অ্যামোনিয়া বা অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় কী রঙের অধঃক্ষেপ উৎপন্ন হয়?
51. অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কীরূপ?
52. কপার সালফেট (CuSO₄) দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে উৎপন্ন গাঢ় নীল বর্ণের জটিল যৌগের সংকেত কী?
53. গলিত সোডিয়াম ক্লোরাইডের (NaCl) তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কোন পদার্থ উৎপন্ন হয়?
54. কপার সালফেট (CuSO₄) দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কপার (Cu) তড়িৎদ্বার ব্যবহার করলে ক্যাথোডে কী জমা হয়?
55. লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে হলে, ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হবে?
56. সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
57. নিচের কোন যৌগটিতে আয়নীয় বন্ধন উপস্থিত?
58. নিচের কোন যৌগটিতে আয়নীয় বন্ধন উপস্থিত?
59. পর্যায় সারণির একই পর্যায়ে (Period) বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ সাধারণত –
60. 30°C তাপমাত্রায় একটি লবণের দ্রাব্যতা 25। ওই তাপমাত্রায় 80 গ্রাম জলকে সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ প্রয়োজন?
61. The idiom "By hook or by crook" means:
62. If someone has to "bear the brunt of" a situation, it means they:
63. The idiom "Bell the cat" refers to:
64. When someone "bids defiance" to something, they are:
65. If someone is "beside oneself" with an emotion, it means they are:
66. What does "Aeronautics" refer to?
67. "Calligraphy" is related to which art form?
68. What is the term for the study of human population, using records of the number of births and deaths?
69. What is the subject of study in "Histology"?
70. What does "Philately" refer to?
71. Which word is a synonym for DELIBERATE?
72. A synonym for DECAY is:
73. Choose the best synonym for DAINTY:
74. Which of the following is a synonym for EXPLICIT?
75. What is a synonym for EVADE?
76. কোনো দ্রব্য বিক্রি করে 15% ক্ষতি হলে, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
77. এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার 15% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
78. একটি বইয়ের ধার্যমূল্য 120 টাকা। একজন বিক্রেতা 10% ছাড় দিয়ে বইটি বিক্রি করে 20% লাভ করেন। বইটির ক্রয়মূল্য কত?
79. যদি কোনো দ্রব্য বিক্রি করে ক্রয়মূল্যের উপর 20% লাভ হয়, তবে বিক্রয়মূল্যের উপর লাভের হার কত?
80. কত বছরে বার্ষিক 10% সরল সুদে আসলের দ্বিগুণ হবে?
81. এক ব্যক্তি বার্ষিক 12% সরল সুদে কিছু টাকা ধার করে 6 বছর পর সুদ হিসেবে 720 টাকা পরিশোধ করেন। তিনি কত টাকা ধার করেছিলেন?
82. যদি কোনো আসল 8 বছরে সুদে-মূলে তিনগুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত?
83. একটি কাইটের (Kite) বৈশিষ্ট্য হলো:
84. একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:3:4 হলে, বৃহত্তম কোণটির মান কত?
85. একটি রম্বসের একটি কর্ণ 8 সেমি এবং অপর কর্ণ 6 সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
86. Huli Vesha কোন রাজ্যের উপকূলীয় অঞ্চলের একটি লোকনৃত্য?
87. নীচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য?
88. কলম A (নৃত্যের ধরন) এবং কলম B (রাজ্য) মেলাও।
(a) P4, Q1, R - 2, S - 3
(b) P3, Q1, R - 4, S - 2
(c) P3, Q1, R - 2, S - 4
(d) P-3, Q-4, R - 4, S - 2
None
89. Charu Sija Mathur নামটি কোন নৃত্যের সাথে যুক্ত?
90. 'chharhi' নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
91. Vempati Chinna Satyam কোন নৃত্যের সাথে যুক্ত?
92. ভারতের কোন রাজ্যে 'Moatsu' উৎসব পালিত হয়?
93. Charu Sija Mathur নামটি কোন নৃত্যের সাথে যুক্ত?
94. 'chharhi' নৃত্যের উদ্ভব হয়েছে কোন রাজ্য থেকে?
95. নীচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক লোকনৃত্য?
99. Establish a definite relation between figures C and D similar to figures A and B by selecting a suitable figure from the Answer Set that would replace the question mark (?).
100. Establish a definite relation between figures C and D similar to figures A and B by selecting a suitable figure from the Answer Set that would replace the question mark (?).