1. 2H₂ + O₂ = 2H₂O এই সমীকরণটি থেকে কোন কোন পরিমাণগত তথ্য পাওয়া যায়?-( CAT-2)
A) ২-অণু হাইড্রোজেন ১-অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ২-অণু জল উৎপন্ন করে। B) ৪ ভাগ ভরের হাইড্রোজেন ৩২ ভাগ ভরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ৩৬ ভাগ ভরের জল উৎপন্ন করে। C) গ্যাসীয় অবস্থায় সম চাপ ও উষ্ণতায়, ২ আয়তন হাইড্রোজেন ১ আয়তন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ২ আয়তন স্টিম (জলীয় বাষ্প) তৈরি করে। D) ৪ গ্রাম হাইড্রোজেন এবং ৩২ গ্রাম অক্সিজেনের মোট পরমাণুর সংখ্যা ৩৬।
2. গ্যাসের বাষ্প ঘনত্ব (Vapour Density) সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক?-( CAT-2)
A) এটি একটি তুলনামূলক সংখ্যা, যার কোনো একক নেই। B) কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব (D) = (গ্যাসের আণবিক গুরুত্ব, M) / 2, অর্থাৎ M = 2D। C) একই চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ওজন এবং সম-আয়তন হাইড্রোজেন গ্যাসের ওজনের অনুপাতকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। D) STP-তে ১ লিটার যেকোনো গ্যাসের ওজন = (গ্যাসটির বাষ্প ঘনত্ব) × 0.89 গ্রাম।
3. 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের STP-তে আয়তন 2.24 লিটার। গ্যাসটির সম্পর্কে কী বলা যায়?-( CAT-2)
A) গ্যাসটির ১ মোলের ওজন ১.৭ গ্রাম। B) গ্যাসটির আণবিক ভর (M) হলো ১৭। C) গ্যাসটির বাষ্প ঘনত্ব (D) হলো ৮.৫। D) গ্যাসটি হতে পারে অ্যামোনিয়া (NH₃)।
4. 100 গ্রাম H₂ পেতে হলে কত গ্রাম ম্যাগনেশিয়ামের (Mg) সঙ্গে লঘু H₂SO₄-এর বিক্রিয়া ঘটাতে হবে এবং বিক্রিয়া অনুসারে নিজের কোন তথ্য গুলি সঠিক? [Mg=24, H=1] ? -( CAT-2)
(বিক্রিয়া: Mg + H₂SO₄ = MgSO₄ + H₂) A) বিক্রিয়া অনুযায়ী, 24 গ্রাম Mg থেকে 2 গ্রাম H₂ পাওয়া যায়। B) 100 গ্রাম H₂ পেতে 1200 গ্রাম Mg প্রয়োজন। C) 100 গ্রাম H₂ হলো 50 মোল H₂। D) বিক্রিয়াটিতে 50 মোল Mg প্রয়োজন।
5. নিম্নলিখিত কোন মৌল গুলির বহিঃস্থ কক্ষে 2 টি ইলেকট্রন বর্তমান -( CAT-2)
6. অক্সিন (Auxin) হরমোন সম্পর্কিত কোন তথ্যগুলি সঠিক?-( CAT-2)
A) অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড (Indole Acetic Acid - IAA)। B) এটি উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলা, বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে সংশ্লেষিত হয়। C) অক্সিনের প্রধান কাজ হলো কোষ বিভাজন ঘটানো। D) এটি অগ্রস্থ প্রকটতা (Apical Dominance) ঘটায়।
7. জিব্বেরেলিন (Gibberellin) হরমোনের কাজ কী?-( CAT-2)
A) এটি বীজের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। B) এটি পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে, ফলে উদ্ভিদের কাণ্ড লম্বা হয়। C) এটি ফল পাকাতে সাহায্য করে। D) এটি উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে।
8. সাইটোকাইনিন (Cytokinin) সম্পর্কে নীচের কোন বক্তব্যগুলি সঠিক?-( CAT-2)
A) এর প্রধান কাজ হলো কোষ বিভাজনকে উদ্দীপিত করা। B) নারকেলের তরল শস্য বা ডাবের জলে এই হরমোন প্রচুর পরিমাণে পাওয়া যায়। C) এটি উদ্ভিদের অগ্রস্থ প্রকটতা ঘটাতে সাহায্য করে। D) এই হরমোন পত্রমোচনকে ত্বরান্বিত করে।
9. অ্যাবসিসিক অ্যাসিড (Abscisic Acid - ABA) কে "স্ট্রেস হরমোন" (Stress Hormone) বলা হয় কেন?-( CAT-2)
A) কারণ এটি উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে। B) কারণ এটি জলের অভাব বা প্রতিকূল পরিস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ করে দেয়। C) কারণ এটি জলীয় চাপ (water stress) পরিস্থিতিতে উদ্ভিদের বাষ্পমোচন কমাতে সাহায্য করে। D) কারণ এটি ফল ও ফুলের সংখ্যা বৃদ্ধি করে।
10. ইথিলিন (Ethylene) সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক?-( CAT-2)
A) এটি একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন। B) এর প্রধান কাজ হলো ফল পাকাতে সাহায্য করা। C) এটি একটি কৃত্রিম হরমোন যা পরীক্ষাগারে তৈরি হয়। D) এটি উদ্ভিদের জরা বা বার্ধক্য রোধ করে।
11. কোন হরমোনটি টারপিনয়েড (Terpenoid) গোষ্ঠীভুক্ত?-( CAT-2)
A) জিব্বেরেলিন B) অ্যাবসিসিক অ্যাসিড C) সাইটোকাইনিন D) ইথিলিন
12. পিটুইটারি গ্রন্থি (Pituitary Gland) সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক?-( CAT-2)
A) এটি মস্তিষ্কের মূলদেশে অবস্থিত একটি মটরদানার মতো গ্রন্থি। B) একে "প্রভু গ্রন্থি" বা "Master Gland" বলা হয় কারণ এটি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে। C) এই গ্রন্থি থেকে শুধুমাত্র একটি হরমোন নিঃসৃত হয়। D) এর অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনগুলি হলো ACTH, TSH, GTH ইত্যাদি।
13. গ্রোথ হরমোন (Growth Hormone - GH) বা সোমাটোট্রপিক হরমোন (STH) সম্পর্কে কী বলা যায়?-( CAT-2)
A) এটি পিটুইটারির পশ্চাৎ অংশ থেকে নিঃসৃত হয়। B) এর প্রধান কাজ হলো দেহের সার্বিক বৃদ্ধি, বিশেষ করে অস্থি ও পেশীর বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। C) শৈশবে এর কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ার্ফিজম (Dwarfism) রোগ হয়। D) শৈশবে এর অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যান্টিজম (Gigantism) রোগ হয়।
14. ADH (অ্যান্টিডিউরেটিক হরমোন) এর কাজ কী?-( CAT-2)
A) এটি বৃক্কীয় নালিকা থেকে জলের পুনঃশোষণ বাড়িয়ে দেয়। B) এর প্রভাবে মূত্রের পরিমাণ বৃদ্ধি পায়। C) এর কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes Insipidus) বা বহুমূত্র রোগ হয়। D) এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।
15. কোন জোড়াটি/গুলি ভুলভাবে মেলানো হয়েছে??-( CAT-2)
A) ক্রেটিনিজম - থাইরক্সিনের অভাব (শৈশবে) B) অ্যাক্রোমেগালি - গ্রোথ হরমোনের আধিক্য (প্রাপ্তবয়স্ক অবস্থায়) C) কুশিং সিনড্রোম - কর্টিসোলের আধিক্য D) অ্যাডিসন'স ডিজিজ - ইনসুলিনের অভাব
16. একটি কোষে জেনেটিক তথ্য প্রবাহের সাধারণ ক্রম হলো DNA → RNA → প্রোটিন। কিন্তু কিছু ভাইরাস, যেমন HIV, একটি বিশেষ উৎসেচক ব্যবহার করে এই ক্রমটিকে বিপরীত দিকে চালনা করতে পারে। এই প্রক্রিয়াটিকে এবং এর জন্য দায়ী উৎসেচকটিকে কী বলা হয়?
17. একটি ৫ বছর বয়সী শিশু শুধুমাত্র ভাত ও আলু খেয়ে বড় হচ্ছে। তার দেহে কোন রোগের লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি?
18. রীতা তার ক্রমবর্ধমান সন্তানের জন্য ডিম, দুধ ও মাছ খাওয়াচ্ছে। এই খাবারগুলি সন্তানের বৃদ্ধিতে অপরিহার্য কারণ এগুলি যে পুষ্টি উপাদান সরবরাহ করে, সেটি প্রধানত কী কাজ করে?
19. Essential Fatty Acids (EFA) বলতে কী বোঝায়?
20. ফ্যাটি অ্যাসিডকে সম্পৃক্ত (Saturated) এবং অসম্পৃক্ত (Unsaturated) এই দুই ভাগে ভাগ করা হয়। এই বিভাজনের ভিত্তি কী?
21. চা বাগানে ঝোপের আকার বজায় রাখতে গাছের উপরের অংশ ছেঁটে দেওয়া হয়। এটি কোন হরমোনের প্রভাবকে প্রতিহত করে?
22. রিচমন্ড-ল্যাং এফেক্ট (Richmond-Lang Effect) কী?
23. কোনটি স্টেরয়েড (Steroid) ধর্মী হরমোন নয়?
24. উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় কাজটি দিনের আলোর দৈর্ঘ্যের উপর নির্ভরশীল?
25. কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন (IAA) সংশ্লেষিত হয়?
26. পিনিয়াল গ্রন্থি (Pineal gland) থেকে নিঃসৃত হরমোন কোনটি যা দেহের দৈনিক ছন্দ (Circadian rhythm) নিয়ন্ত্রণ করে?
27. "3F" হরমোন (Fight, Flight, Fright) কোনটিকে বলা হয়?
28. গ্লুকোকর্টিকয়েড (Glucocorticoid) হরমোনের উদাহরণ কোনটি?
29. কোন হরমোনটি মানুষের ত্বকের মেলানিন রঞ্জক নিয়ন্ত্রণ করে?
30. 'ফিডিং সেন্টার' এবং 'স্যাটাইটি সেন্টার' (ক্ষুধা ও তৃপ্তি কেন্দ্র) মস্তিষ্কের কোন অংশে অবস্থিত?
31. টিট্যানি (Tetany) রোগ, যাতে পেশিতে খিঁচুনি হয়, কোন হরমোনের অভাবে ঘটে?
32. রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমায় কোন হরমোন?
33. গোনাডোট্রপিক হরমোন (Gonadotropic Hormones) কোনগুলি?
34. অ্যাডিসনস ডিজিজ (Addison's Disease) কোন হরমোনের কম ক্ষরণে হয়?
35. অমরা বা প্লাসেন্টা (Placenta) থেকে নিঃসৃত হয় না কোন হরমোনটি?
36. রাতুল অন্ধকারে হঠাৎ একটি সাপ দেখে ভয়ে চিৎকার করে দৌড়ে পালাল। এই সময় তার হৃৎস্পন্দন বেড়ে গেল এবং শ্বাস-প্রশ্বাসের হারও দ্রুত হল। এই জরুরি অবস্থা মোকাবিলার জন্য কোন গ্রন্থিটি প্রাথমিকভাবে উদ্দীপিত হয়?
37. একজন ব্যক্তির রক্তে গ্লুকোজের মাত্রা পরীক্ষার পর দেখা গেল তা স্বাভাবিকের থেকে অনেক বেশি। ডাক্তারবাবু তাকে একটি হরমোন ইনজেকশন নিতে বললেন। কিন্তু ভুলবশত নার্স তাকে এমন একটি হরমোন দিলেন যা তার যকৃতের গ্লাইকোজেনকে ভাঙতে সাহায্য করে। এর ফলে কী ঘটবে?
38. সীমা লক্ষ করল তার গলার সামনের অংশটি ফুলে উঠেছে এবং তার ওজন ক্রমশ কমে যাচ্ছে, যদিও সে স্বাভাবিকের চেয়ে বেশি খাচ্ছে। তার কোন হরমোনের কার্যকারিতা ব্যাহত হয়েছে বলে মনে হয়?
39. একজন গর্ভবতী মহিলার প্রসব যন্ত্রণা শুরু হওয়ার পর ডাক্তার একটি ইনজেকশন দিলেন যাতে জরায়ুর সংকোচন মসৃণভাবে হয়। এই ইনজেকশনে কোন হরমোনটি থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি?
40. একজন কৃষক আগাছা দমনের জন্য একটি রাসায়নিক স্প্রে করলেন। এই রাসায়নিকটি আসলে একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন। নিম্নলিখিত কোনটি সেই হরমোন হতে পারে?
41. টবে লাগানো একটি গাছকে জানলার পাশে রাখলে দেখা যায়, গাছটি আলোর উৎসের দিকে বেঁকে যাচ্ছে। এই ঘটনার জন্য দায়ী হরমোন এবং তার কাজ কী?
42. একজন বিজ্ঞানী একটি ভাইরাসের জেনেটিক বস্তু বিশ্লেষণ করে দেখলেন সেখানে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল রয়েছে, কিন্তু কোনো থাইমিন নেই। তিনি সিদ্ধান্তে এলেন যে এই ভাইরাসটির জেনেটিক বস্তু হল –
43. প্রোটিন তৈরির উদ্দেশ্যে DNA থেকে তথ্য বহন করে রাইবোজোমে নিয়ে আসার প্রক্রিয়াটিকে কী বলা হয়?
44. একটি DNA অণুতে গুয়ানিনের পরিমাণ ২০% হলে, থাইমিনের পরিমাণ কত হবে?
45. দুটি অ্যামাইনো অ্যাসিডকে যুক্ত করে ডাইপেপটাইড গঠনকারী রাসায়নিক বন্ধনটির নাম কী?
46. সবচেয়ে হালকা মৌলিক কণা কোনটি (প্রদত্ত বিকল্পগুলির মধ্যে)?
47. একটি মৌলের পরমাণুর ভরসংখ্যা 40 এবং এর ক্যাটায়নে (X²⁺) 18টি ইলেকট্রন আছে। পরমাণুটির নিউক্লিয়াসে কয়টি নিউট্রন আছে?
48. ³⁵Cl এবং ³⁷Cl হল ক্লোরিনের দুটি আইসোটোপ। এদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মূল কণা কোনটি?
49. একটি পরমাণুর M কক্ষে 7টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত?
50. বোর মডেলে, একটি ইলেকট্রন যখন উচ্চ শক্তিস্তর (n=3) থেকে নিম্ন শক্তিস্তরে (n=2) নেমে আসে, তখন কী ঘটে?
51. একটি নিস্তড়িৎ পরমাণুর ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা উভয়ই 18। পরমাণুটির সংকেত কী হবে?
52. একটি কণা যাতে 10টি ইলেকট্রন, 8টি প্রোটন এবং 8টি নিউট্রন আছে। কণাটির পরিচয় কী?
53. যদি একটি মৌলের পারমাণবিক সংখ্যা 11 হয়, তবে তার দ্বারা গঠিত স্থিতিশীল আয়নের ইলেকট্রন সংখ্যা কত হবে?
54. 500 গ্রাম চুনাপাথর (CaCO₃) উত্তপ্ত করলে 220 গ্রাম কার্বন ডাইঅক্সাইড (CO₂) পাওয়া গেল। এই বিক্রিয়ায় কত গ্রাম কঠিন পদার্থ অবশিষ্ট থাকবে? [Ca=40, C=12, O=16]
55. 130.8 গ্রাম দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 4 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়। যদি উৎপন্ন হাইড্রোজেনের আয়তন STP-তে 44.8 লিটার হয়, তবে হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত?
56. 24.5 গ্রাম পটাশিয়াম ক্লোরেট (KClO₃) থেকে 9.6 গ্রাম অক্সিজেন পাওয়া যায়। যদি বিক্রিয়ায় 14.9 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড (KCl) উৎপন্ন হয়, তবে কোন সূত্রটি প্রমাণিত হয়?
57. STP-তে 1 লিটার H₂ গ্যাসের ওজন 0.089 গ্রাম। তাহলে STP-তে 1 লিটার O₂ গ্যাসের ওজন কত হবে? [O=16, H=1]
58. 2Mg + O₂ = 2MgO, এই বিক্রিয়া অনুযায়ী 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করলে 120 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায়। বিক্রিয়ায় কত মোল অক্সিজেন ব্যবহৃত হয়েছে? [Mg=24, O=16]
59. 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে 1 গ্রাম হাইড্রোজেন পাওয়া যায়। STP-তে ওই 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে?
60. 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের STP-তে আয়তন 2.24 লিটার। গ্যাসটির আণবিক ভর 17। তাহলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত?
61. The ten-year-old pianist was hailed as a prodigy. What is the synonym of “prodigy” as used in the sentence?
62. The complex puzzle was designed to perplex even the brightest students. What is the synonym of “perplex” as used in the sentence?
63. The medicine will help to palliate the patient's suffering. What is the synonym of “palliate” as used in the sentence?
64. The film tells the story of the plight of war orphans. What is the synonym of “plight” as used in the sentence?
65. It is always prudent to check the weather forecast before a long drive. What is the synonym of “prudent” as used in the sentence?
66. He boasts a lot, but we'll see if he keeps his promises ________.
67. He is known for his bad temper, so his colleagues tend to give him a ________.
68. The sensitive negotiations were conducted ________ to prevent any media leaks.
69. The athlete was ________ breaking the world record but stumbled just before the finish line.
70. The student’s final essay was not ________, so the teacher asked him to rewrite it.
71. Upon tasting the extremely sour medicine, the child made a ________.
72. Which part of this sentence has an error : By the time we got the tickets, / the show already started, / so we missed the beginning. / No error
73. Which part of this sentence has an error : The manager, as well as the clerks, / were working late / to finish the project. / No error
74. Which part of this sentence has an error : If you would have listened to my advice, / you would not have / made such a silly mistake. / No error
75. Which part of this sentence has an error : In our city, / there is many opportunities / for young graduates. / No error
76. নীচের জোড়গুলির মধ্যে কোনটি সঠিক?
77. ভারত কত সালে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) এ যোগদান করে?
78. আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
79. International Renewable Energy Agency এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
80. নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত?
81. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (FICCI) কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
82. নীচের কোন শহরে Indian Institute of Tropical Meteorology অবস্থিত?
83. এশিয়ানডেভলপমেন্ট ব্যাঙ্ক-এর কার্যালয় কোথায় অবস্থিত?
84. NATO (North Atlantic Treaty Organization) কোন ধরনের সংগঠন?
85. OPEC দেশটি এর সদস্য নয়?
86. যদি 2sin(2x) = √3 হয়, তাহলে cos(3x) এর মান কত?
87. sin²60° + cos²30° - tan²45° + cosec²30° এর মান নির্ণয় করো।
88. যদি tan(A + B) = √3 এবং tan(A - B) = 1/√3 হয়, তাহলে A এবং B এর মান কত?
89. যদি r sinθ = 1 এবং r cosθ = 1 হয়, তাহলে r এবং θ এর মান কত?
90. x tan45° cos60° = sin60° cot60° হলে, x এর মান কত?
91. যদি θ = 45° হয়, তাহলে 2sinθcosθ - tan²θ এর মান কত?
92. 3cot²30° + 2sin²60° - (3/4)sec²45° এর মান কত?
93. যদি √3 tan(2θ - 3°) = 1 হয়, তাহলে θ এর মান কত?
94. cosec(α - β) = 2 এবং cot(α + β) = 1 হলে, α এর মান কত?
95. sin(A - B) = 1/2 এবং cos(A + B) = 1/2 হলে, B এর মান কত?
Student