Daily Test 28-02-2023

EXAM TIME : 60 MIN
Write Your name first : 

Name
1. 
দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?

2. 
সূর্যের প্রতিবিম্ব অবতল দর্পণের কোথায় গঠিত হয়?

3. 
উত্তল দর্পণ থেকে 10 cm দূরে অক্ষের ওপর 5 cm দীর্ঘ একটি বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 cm | প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

4. 
একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল

5. 
উত্তল দর্পণের উপর কী প্রকার রশ্মি এসে পড়লে সদ্‌বিম্ব পাওয়া যায়?

6. 
সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ -

7. 
একটি অবতল দর্পণ থেকে 75 cm দূরে 5 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হল । দর্পণের বক্তৃতা ব্যাসার্ধ 60 cm হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ?

8. 
একটি অবতল দর্পণের সম্মুখে 50 cm দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পিছনে 2 m দূরত্বে গঠিত হল। দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো।

9. 
প্রতিফলনের সময়ে চ্যুতিকোণের সূত্রটি হল -

10. 
10 cm ফোকাস দূরত্বের অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায় ?

11. 
10 cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 cm দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের দূরত্ব কত?

12. 
কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 cm। একটি বস্তুকে দর্পণ থেকে কত দূরত্বে রাখলে তার কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না?

13. 
কোনো দর্পনে লম্ব আপতন হলে চ্যুতি কত?

14. 
একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 cm এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকারের দ্বিগুণ | প্রতিবিম্ব দূরত্ব হবে

15. 
একটি দর্পণের সামান ওর অক্ষের ওপর একটি দন্ড খাড়াভাবে আছে। দর্পণে গঠিত অসদবিম্বটি বস্তু অপেক্ষা আকারে ছোটো। দর্পণটির প্রকৃতি -

16. 
একটি রশ্মি কোনো প্রতিফলকের সঙ্গে 50° কোণ করে আপতিত হয় | প্রতিফলনের ফলে রশ্মিটির চ্যুতি হবে -

17. 
একটি অবতল দর্পণ থেকে 0.3 দূরে একটি বস্তু আছে | যদি বিবর্ধন 1/2 হয় তবে দর্পণটির ফোকাস দূরত্ব হবে -

18. 
10 cm ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 cm দূরে একটি বস্তু আছে। প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো?

19. 
একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60cm দূরত্বে রাখা হল। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?

20. 
একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 cm ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হল। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মি গুচ্ছ দর্পণের মেরু থেকে 20 cm দূরে মিলিত হত। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত থাকলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হবে?

21. 
সালোকসংশ্লেষ পদ্ধতিতে ব্যবহৃত উৎসেচক হল –

22. 
আলোক দশার ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল –

23. 
অন্ধকার দশায় 1 অনু গ্লুকোজ উৎপন্ন হতে কত অনু PGAld প্রয়োজন?

24. 
সালোকসংশ্লেষের আলোক নির্ভর দশার ঘটনাটি হল –

25. 
কেলভিন চক্রের ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল –

26. 
সালোকসংশ্লেষে উৎপন্ন কোন উপাদান উদ্ভিদ পুনরায় তার জৈবিক ক্রিয়ায় ব্যবহার করে ?

27. 
নিম্নলিখিত কোন উপাদানটি কেলভিন চক্রে উৎপন্ন হয় না-

28. 
অন্ধকার দশায় PGA বিজারিত হয়ে কি উৎপন্ন করে ?

29. 
6 অনু কার্বন ডাই অক্সাইড এবং 6 অনু RuBP যুক্ত হয় কত অনু PGA উৎপন্ন করবে?

30. 
চক্রাকার ফটোফসফোরাইলেশনে কত অনু ATP উৎপন্ন হয়?

31. 
নিচের কোনটি অন্ধকার বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ নয় ?

32. 
অন্ধকার দশার ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল -

33. 
RuBP দ্বারা CO2, আত্তীকরণের ফলে যে যৌগটি উৎপন্ন হয় তার কার্বন সংখ্যা হল -

34. 
ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষে হাইড্রোজেন দাতার ভূমিকা পালন করে -

35. 
নিচের কোন উৎসেকটি PS-I এর সাথে জড়িত ?

36. 
1 অনু গ্লুকোজ দহনে কত কিলো ক্যালরি শক্তি উৎপন্ন হয় ?

37. 
আলোক দশার ক্ষেত্রে নীচের কোন্ বক্তব্যটি সঠিক –

38. 
সালোকসংশ্লেষ পদ্ধতিতে উৎপন্ন গ্লুকোজ নিম্নলিখিত কোন্ যৌগে রূপান্তরিত হয় উদ্ভিদদেহে সজ্জিত থাকে –

39. 
সালোকসংশ্লেষের প্রধান রঞ্জকটি হল-

40. 
সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়ার বর্ণনা দিয়েছেন-

41. 
সালোকসংশ্লেষের আলোকে দশা নিচের কোনটি উৎপন্ন হয় না ?

42. 
নীচের কোনটি হিল বিকারক নয় –

43. 
কেলভিন চক্রে 10 অনু PGAld কত অনু RuBP তে পরিণত হয়?

44. 
সালোকসংশ্লেষ পদ্ধতিতে ব্যবহৃত কাঁচামাল দুটি হল –

45. 
নিম্নলিখিত কোন্ বিক্রিয়াটি আলোক দশায় সম্পন্ন হয় না -

46. 
নীচের কোন্ উদ্ভিদগুলো সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে না –

47. 
অচক্রাকার ফটোফসফোরাইলেশনে কত অনু ATP উৎপন্ন হয়?

48. 
নীচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশন সম্পন্ন হয় না -

49. 
ক্লোরোফিল বি এর সংকেত হল ?

1 thought on “Daily Test 28-02-2023”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top