Force and Motion Quiz ANM GNM

Welcome to your Force and Motion Quiz ANM GNM

Name
1. 
একটি বস্তুকে সোজা উপরের দিকে u বেগে ছুড়ে দিল, সেটি 4 সেকেন্ড পর আবার আগের অবস্থায় ফিরে আসে | তবে কত বেগে বস্তুটিকে উপর দিকে ছুঁড়েছিল | g = 10m/s^2

2. 
অবাধে পড়ন্তশীল একটি বস্তু h1 এবং h2 নিচে নামে যথাক্রমে t1 এবং t2 সময়ে | তবে t1:t2 কত হবে?

3. 
একটি বস্তুকে 10 m / s বেগে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হল | বস্তুটির সর্বাধিক কত উচ্চতায় উঠবে তা নির্ণয় করো | ( g = 10 m / s 2 )

4. 
1 kg ভরের একটি পাথরকে 20 m/s বেগে বরফ জমে যাওয়া একটি হৃদের তলে ছুঁড়ে দেওয়া হল | পাথরটি 50 m দূরত্ব অতিক্রম করার পর স্থির হল | পাথর ও বরফের মধ্যে ঘর্ষণ বল কত?

5. 
147 গ্রাম ভরের একটি স্থির বস্তুর ওপর 15 গ্রাম-ভার বল প্রয়োগ করা হল | বস্তুটির ত্বরণ কত হবে?

6. 
0.5 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর ওপর একটি নির্দিষ্ট বল ক্রিয়া করে 2মিটার/সে2 ত্বরণ সৃষ্টি করল | প্রযুক্ত বলের মান নিউটন এককে প্রকাশ করো |

7. 
একটি বস্তূ 10 ms^-1 প্রাথমিক বেগে গতিশীল ! যদি বস্তূটি 2 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তার ত্বরণ-

8. 
তোমাদের বাড়ির চৌবাচ্চায় কানা ভর্তি জল আছে | জলের ওপরিতল থেকে 1 মিটার গভীরে কোন বিন্দুতে জল কি পরিমাণ চাপ দেবে? (ধরে নাও- জলের ঘনত্ব 1000 kg/m^3 এবং অভিকর্ষজ ত্বরণ g= 9.8m/s^2)

9. 
একটি ঘর্ষণ বিহীন কপিকলের মাধ্যমে m ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হল | 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে, m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হল -

10. 
অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হলে, প্লবতা

11. 
1 kg ভরের কোনো বস্তুতে এক নিউটন বল প্রয়োগ করলে তাতে কি পরিমান ত্বরণ সৃষ্টি হবে ?

12. 
অবাধে পতনশীল একটি বস্তুর ক্ষেত্রে ত্বরণ-সময় লেখচিত্রটি -

13. 
100 নিউটন বল 25 কিলোগ্রাম ভর বিশিষ্ট বস্তুর উপর ক্রিয়া করে | ওই বস্তুতে উৎপন্ন ত্বরণের মান কত ?

14. 
স্থির অবস্থান থেকে 5 মিটার/সেকেন্ড^2 সমত্বরণে চলার পথ 8 সেকেন্ডে একটি গতিশীল কণার বেগ কত হবে?

15. 
একটি বস্তুর প্রাথমিক বেগ শূন্য এবং ত্বরণ 2 cm/s^2 | 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে?

16. 
সমত্বরণে গতিশীল একটি বস্তুর প্রাথমিক বেগ 45km/hr এবং বস্তুটির ত্বরণ 20 cm/s2 | 25 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে ?

17. 
একটি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে স্থির রাশি হল-

18. 
অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে কত দূরত্ব অবরোহন করে?

19. 
40 m/s প্রাথমিক বেগ দিয়ে একটি বস্তুকে উপরের দিকে ছোড়া হলে বস্তুটির সর্বাধিক কত উচ্চতায় উঠবে ?

20. 
একটি ঘর্ষণ বিহীন কপিকলের মাধ্যমে m ও 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হল | 2m ভরের বস্তুটিকে ছেড়ে দেওয়া হলে, m ভরের বস্তুটি যে ত্বরণ সহ উপরে ওঠে তা হল -

21. 
একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে -এ 200 cm এবং পরের 4 সেকেন্ডে 220 cm দূরত্ব অতিক্রম করে। যাত্রা শুরু করার 7 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ নির্ণয় করো।

22. 
একটি ট্রেনের প্রাথমিক বেগ 48 km/h। সমমন্দনে 108 m দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটির বেগ 24 km/h হল। মন্দন অপরিবর্তিত থাকলে ট্রেনটি আরও কতটা দূরত্ব অতিক্রম করার পর স্থির অবস্থায় আসবে?

23. 
স্থির অবস্থা থেকে 2 m/s^2 ত্বরণসহ গতিশীল একটি ট্রেনের দরজা থেকে একটি লোক 9m দূরত্বে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটি দৌড়োতে শুরু করল এবং 3 s পরে ট্রেনটি ধরল। লোকটির ত্বরণ কত? (ধরে নাও, ট্রেনটি ও লোকটির বেগ যে মুহূর্তে সমান হবে সে মুহূর্তেই লোকটি ট্রেনটি ধরতে পারবে।)

24. 
4 kg ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 m/s বেগে 6 g ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ নির্ণয় কর?

25. 
1.5 কেজি ভরের কোন বস্তু 10 মিটার /সেকেন্ড সমবেগে চলছে | কত বল প্রয়োগ করলে 3 সেকেন্ড পরে বস্তুর বেগ 25 মিটার/ সেকেন্ড হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top