WBP History Mock Test

Welcome to your WBP History Mock Test

 


ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন UPSC, SSC, ব্যাংকিং, রেলওয়ে, এবং রাজ্য স্তরের পরীক্ষাগুলো) জন্য গোয়েন্দা সংস্থাসম্পর্কিত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Name
1. 
চতুর্থ বৌদ্ধ সংগীতি সম্মেলন হয় কার আমলে?

2. 
নাসিক প্রশস্তি রচনা করেন

3. 
চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেন কোন সালে?

4. 
রাজস্ব বিভাগে কবুলিয়ত ও পাট্টা প্রচলন করেন

5. 
গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন ?

6. 
"স্বরাজ আমার জন্মগত অধিকার; কে লিখেছেন?

7. 
কোন চোল সম্রাট তাঁর নৌ সাম্রাজ্যর জন্য বিশেষ খ্যাতি পেয়েছিলেন?

8. 
চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

9. 
হরপ্পা সভ্যতার আবিষ্কৃত হয় কোন খ্রিস্টাব্দে?

10. 
কোন শিখ গুরু সাচ্চা বাদশা উপাধি গ্রহণ করেন?

11. 
কে খালসা প্রথা শুরু করেন করেন?

12. 
গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা কে?

13. 
সমুদ্র গুপ্ত কে ভারতের নেপোলিয়ন বলেছেন ঐতিহাসিক

14. 
____________ছিলেন পাল যুগের এক বিখ্যাত দার্শনিক ও পণ্ডিত,

15. 
1717 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রাজকীয় সনদ দিয়েছিলেন ফরমান মুঘল সম্রাট-

16. 
ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন

17. 
শ্রীকৃষ্ণ কীর্তন নাটকের রচয়িতা কে?

18. 
ভারতীয় মার্গ সঙ্গীতের খেয়াল গানের পথিকৃৎ কে?

19. 
কে "ভারতের তোতাপাখি" নামে পরিচিত ছিলেন?

20. 
জিয়াউদ্দিন বারানী লেখা একটি গ্রন্থের নাম হল

21. 
ফোর্ট উইলিয়াম দুর্গ কার নাম অনুসারে নির্মিত হয়?

22. 
"ব্যবহার সমতা; "দন্ড সমতা; এই বিধি দুটি প্রবর্তন করেন-

23. 
বাংলার কৌলিন্য প্রথা চালু করেছিলেন সেন বংশীয় রাজা?

24. 
'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?

25. 
1857 খ্রীঃ বিদ্রোহ 'ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ' বলে আখ্যায়িত করেন-

26. 
"Indian War of Independence 1857" বইটির লেখক -

27. 
'Each One Teach One'-কে বলেছিলেন?

28. 
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি-

29. 
ভক্তি আন্দোলনের সাথে যুক্ত নন-

30. 
সিন্ধু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল

31. 
কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্ত্ব ভোগীর ভূমিকা পালন করতো?

32. 
1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন?

33. 
ঋগবেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন?

34. 
কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে

35. 
নিম্নের কোন ব্যক্তি 'দীন-ই-ইলাহী'র সদস্য ছিলেন?

36. 
বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেনঃ

37. 
নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল?

38. 
1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ ছিল:

39. 
জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড ঘটেছিল

40. 
বীরবলের আসল নাম কী ছিল?

41. 
1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন?

42. 
পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন

43. 
কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তাঁর উপাধি 'দেবানামপিয়া' দিয়ে নয়?

44. 
1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন

45. 
1943 সালে ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি (INA) আত্মপ্রকাশ করে

46. 
কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল?

47. 
কিসের জন্য গান্ধীজী অসহযোগ আন্দোলন (Non-Cooperation Movement) বন্ধ করে দিয়েছিলেন?

48. 
মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কী?

49. 
নব্যপ্রস্তর যুগে (Neolithic age) ভারতে কোন ধাতুর (metal) ব্যবহার প্রচলিত ছিল?

50. 
বিধবা বিবাহ আইন (Widow Remarriage Act) কবে প্রবর্তিত হয়েছিল?

Leave a Comment

error: Content is protected !!