1. A স্তম্ভের সাথে B স্তম্ভ মেলাও ।
A | B |
1. আচার্য জগদীশ চন্দ্র বসু | A. লজ্জাবতী |
2. নিকটি ন্যাসটি | B. ক্রেসকোগ্রাফ |
3. পাল্ভিনাস | C. আলো |
4. উদ্দীপক | D. তেতুল গাছের পাতা |
2. সবুজ উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলন কে কি বলে?
3. নিচের কোনটি প্রকল্পিত হরমোন?
4. নিচের কোনটি স্টেরয়েড ধর্মী হরমোন নয় ?
5. রেটিনার যে খাজটিতে কেবলমাত্র কোন কোষ থাকে সেটি হল -
6. কডা ইকিউনা - বলতে বোঝায় -
8. নিচের কোনটি মাইটোটিক পয়জন এর উদাহরণ -
9. কাইনেটোকোর ক্রোমোজোমের কোন অংশে থাকে ?
10. মাতৃদেহ থেকে বহু বিভাজন প্রক্রিয়ায় অপত্য জীব সৃষ্টি হলে তাকে কি বলে ?
11. মেন্ডেলের মটর বীজের দ্বি সংকর জনন পরীক্ষায়, বিশুদ্ধ হলুদ কুঞ্চিত জিনোটাইপ যুক্ত মটর বীজ পাওয়া যায়
12. সংকরায়ন পরীক্ষায় উভয় লিঙ্গ ফুলের পুংকেশর ছেদন কে কি বলা হয় ?
13. নিচের কোনটি হিমোফিলিয়া-B এর বৈশিষ্ট্য নয় -
14. সন্ধ্যা মালতি ফুলে অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করা যায় যা মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম এক্ষেত্রে ফিনোটাইপ অনুপাত হবে -
15. 'যোগ্যতমের উদবর্তন' কথাটি প্রথম বলেছিলেন -
17. ডি নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যাকটেরিয়া টি হল -
18. London Smog এর জন্য দায়ী গ্যাসটি হলো -
20. গিরগিটি কোন উপ-পর্বের অন্তর্গত ?
21. Father of Blood Circulation কাকে বলা হয়?
22. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম -
23. প্লেগ রোগের ব্যাকটেরিয়ার নাম
25. এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে -
26. দুটি গ্রানা অংশকে যে লম্বা থাইলাকয়েড অংশ যুক্ত করে, তাকে কি বলে ?
27. কোন গ্রুপে রক্তকে সার্বিক দাতা বলা হয় ?
28. লিঙ্গুয়াল ফ্রেনুলাম থাকে -
29. অগ্নাশয় ও যকৃত মধ্যস্থ যে নালী নামে উন্মুক্ত হয় সেটিকে ঘিরে যে কপাটিকা থাকে সেটি হল
30. মালিগন্যান্ট ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়া হল
31. একটি উত্তল দর্পণে একটি বস্তুর 1/n গুন আকারের প্রতিবিম্ব গঠিত হয় । দর্পণের বক্রতা ব্যাসার্ধ r হলে বস্তু দূরত্ব কত?
32. নিচের কোন রাশিটির একক erg/second ?
33. একটি ট্রেনের প্রাথমিক বেগ 48km/h | সমমন্দনে 108 মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটির বেগ 24 km/h হল | মন্দন অপরিবর্তিত থাকলে, ট্রেনটি আর কতটা দূর অতিক্রম করার পর স্থির অবস্থায় আসবে?
34. একটি বস্তু প্রথম অর্ধেকের দূরত্ব v বেগে গতিশীল হয় এবং দ্বিতীয় অর্ধেক 2v বেগে গতিশীল হলে, বস্তুটির গড়বেগ কত?
35. 2 m দীর্ঘ এবং 1 mm ব্যাস এর একটি লোহার তারের এক প্রান্তে 8 kg ভর ঝোলানো হলো | লোহার Y = 2 X 10^12 dyne/cm^2 হলে তারে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে ?
36. 3.6 g জলে অনুর সংখ্যা কত ?
37. 3.5 g ক্লোরিনের STP তে আয়তন কত?
38. একটি দ্রবণে মিথাইল অরেঞ্জ যোগ করলে হলুদ বর্ণ ধারণ করে, দ্রবণটির pH হবে -
39. m ও 4m ভরের দুটি বস্তু সমগতিশক্তি নিয়ে চললে ভরবেগের অনুপাত হবে-
40. 2.8 গ্রাম ইথিলিনে সম্পূর্ণ দহনের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন তার STP তে আয়তন কত?
41. নেসলার বিকারক অ্যামোনিয়ার দ্রবনের সাথে বিক্রিয়া করে, কোন বর্ণের অধঃক্ষেপ সৃষ্টি করে?
42. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান
43. দুটি সমপরিমাণ আধান 5 m দূরে থাকলে 10 N বল ক্রিয়াশীল হয় | আধানের মান কত ?
44. দুটি বাতি রেটিং হল 220V-200W ও 220V-100W এদের শ্রেণীতে যুক্ত করলে কোনটি বেশি উজ্জ্বল হবে -
45. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000021/°C হলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে?
46. Find the Synonym of 'Garrulous'
47. Find the Synonym of ACQUIESCE
48. You must never leave your best friend in the lurch. (What is the meaning of 'in the lurch')
49. He is earning only to keep the boiling. (What is the meaning of 'keep the pot boiling').
50. He ________ smoking to save money.
51. VAT represents Value Added Tax. (Replace the word 'REPRESENTS' with the following Phrasal Verb)
52. The book ‘Management Principles’ _____________ quite insightful.
53. Everyone ____________ been informed about the incident.
54. Find correct spelling
55. 'One who is interested in ancient buildings and relics' is called as -
56. One who studies rocks and soils - is called as -
57. He said, "I wrote a letter". (Change into indirect speech)
58. The poor examinee said, "O God take pity on me." (Change into indirect sentence)
59. When did he return my books? (Change the voice)
60. Choose more appropriate sentence (Based on Function of Tenses)
61. College : Dean :: Museum : ?
63. O চিত্রটির জল প্রতিবিম্ব হবে -
66. ভারতীয় সংবিধান দিবস কবে পালন করা হয়?
67. ভারতীয় সংসদ (parliament) এর অঙ্গ গুলি কি কি?
68. ইন্টার কন্টিনেন্টাল কাপ ২০২৩ এর ফাইনালে ভারত কোন দল কে হারিয়ে বিজয়ী হয়েছে?
69. ভারতের central bank (কেন্দ্রীয় ব্যাঙ্ক) কোনটি?
70. কোন দেশটি G-7 গ্রুপের সদস্য নয়?
71. ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন?
72. স্বাধীন ভারতে কোনো রাজ্যের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
73. অলকানন্দা ও মন্দাকিনী কোথায় মিলিত হয়েছে?
74. নিম্নলিখিত কোনটি indirect ট্যাক্স নয়?
75. নিমলিখিত কোন রাজ্যে বিধানপরিষদ নেই?
77. দুটি নল G এবং H যথাক্রমে একটি চৌবাচ্চা 3 ঘন্টা এবং 5 ঘন্টায় ভর্তি করতে পারে। নল I, 2 ঘন্টায় চৌবাচ্চাটি খালি করতে পারে। যদি তিনটি নল একত্রে চালু করা হয় তাহলে চৌবাচ্চাটি কত ঘন্টায় ভর্তি হবে?
78. X এবং Z নল 18 ঘন্টা এবং 4 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। যদি X নল সকাল 9টায় খোলা হয় এবং Z নল বিকাল 4টায় খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে?
79. a/2=b/3=c/3= (2a-3b+4c)/p হলে, p এর মান নির্ণয় করো -
80. a:b = 2:3 এবং x:y= 3:4 হলে (2ax+3by):(3ax+2by) নির্ণয় করো -
81. কোন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5 | ওই জল মিশ্রিত দুধে 2 লিটারের দুধ মেশালে দুধ ও জলের অনুপাত 3:2 হয় | পূর্বে মিশ্রণের পরিমাণ কত ছিল?
82. কমল একটি কাজ 15 দিনে করতে পারে | বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ | একই কাজ করতে বিমলের কত সময় লাগবে ?
83. দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 | তবে সংখ্যা দুটি কি কি?
84. এক ব্যবসায়ী একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে ও বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করেন | দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল ?
85. What will be the value of sec^4 θ - tan^4 θ, if sec^2 θ + tan^2 θ = 7/12?
I am gnm aspirants
L
🥲🥲🥲
I need this
Tough
Mocktest