Sunday 12-03-2023

Write Your name first : 

Name
1. 
একটি অবতল দর্পণ থেকে 75 cm দূরে 5 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হল । দর্পণের বক্তৃতা ব্যাসার্ধ 60 cm হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ?

2. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্ব f | কোনো বস্তু দর্পণটি থেকে u দূরত্বে থাকলে বস্তুটির ক্ষুদ্র অবশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে?

3. 
একটি সমবাহু প্রিজমে একটি আলোকরশ্মি আপতিত হলে, চ্যুতি নির্ভর করে না নিম্নলিখিত কোনটির ওপর?

4. 
দুটি সমতল দর্পণ যদি পরস্পর 45° কোণে আনত থাকে এবং একটি বস্তু তাদের মধ্যে অবস্থান করে তবে তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে

5. 
6000 Å তরঙ্গদৈর্ঘ্যের আলো শূন্য মাধ্যম থেকে 1.5 প্রতিসরাঙ্কের একটি কাচের স্ল্যাবে প্রবেশ করল। ফলকটির ভিতরে ওই আলোর কম্পাঙ্ক কত?

6. 
একটি মাধ্যম থেকে আলোকরশ্মি অপর এক মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ এবং প্রতিসরণ কোণ যথাক্রমে 60° এবং 30° হয়। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?

7. 
তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী নিচের কোন ক্রমটি সঠিক - i) অতিবেগুনি রশ্মি , ii) গামা রশ্নি , iii) অবলোহিত রশ্মি, iv) x- রশ্মি

8. 
লাল বর্ণের আলোর ক্ষেত্রে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় -

9. 
বাইফোকাল লেন্স ব্যবহার করব চোখের কোন প্রকার ত্রুটির জন্য -

10. 
চোখের ভিট্রিয়াস হিউমার এর কাজ গুলির মধ্যে নিচের কোনটি সঠিক নয়-

11. 
সুস্থ ও স্বাভাবিক মানুষের চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু হল -

12. 
আলোকরশ্মির চ্যুতি কোণ 90° হতে হলে সমতল দর্পণে কোন রশ্মি আপাতন কোন কত হবে?

13. 
প্রিজমের একটি তলে আলোক রশ্মি 40 ডিগ্রি কোণে আপতিত হয়ে অপর তল দিয়ে 30ডিগ্রী কোণে নির্গত হলে চ্যুতি কোণ এর মান কত ? [ প্রিজমের প্রতিসারক কোন = 30ডিগ্রী ]

14. 
কোন একটি আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ হলে, বিক্ষেপিত আলোর তীব্রতার ক্ষেত্রে কিরূপ পরিবর্তন ঘটবে ?

15. 
প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান -

16. 
একটি ইলেকট্রনের সিজিএস পদ্ধতিতে আধান হলো?

17. 
10 C = কত esu আধান ?

18. 
একটি ইলেকট্রনের আধান 1.6 x 10^-19 C হলে একটি বস্তুর আধান নীচের কোন্‌টি হতে পারে না |

19. 
একটি তড়িৎনিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি 1 × 10 ^-7 C ধনাত্মক আধান লাভ করবে?

20. 
একটি তড়িৎনিরপেক্ষ পাত থেকে কতগুলি ইলেকট্রনকে সরানো হলে পাতটি 1 × 10 ^-7 C ধনাত্মক আধান লাভ করবে?

21. 
সঠিক সম্পর্ক কোনটি -

22. 
6 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা 5 মিনিট প্রবাহিত হলে মোট আধানের পরিমাণ কত হবে ?

23. 
দুটি পরিবাহী এর প্রান্তীয় বিভব প্রভেদ সমান | পরিবাহী দুটির মধ্য দিয়ে প্রবাহমাত্রার অনুপাত 2:3 হলে, পরিবাহীর রোধ এর অনুপাত কত হবে -

24. 
একটি তামার তারের দৈর্ঘ্য 4 মিটার | তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.01 বর্গ সেন্টিমিটার | 18 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78X10^-6 ওহম সেমি হলে তারটির রোধ কত ?

25. 
তড়িৎ কোষের EMF এর একক কি ?

26. 
নিচের কোনটি তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত -

27. 
তড়িচ্চালক বল (V) কার্য (W) ও আধানের (Q) মধ্যে সম্পর্ক টি হল -

28. 
সংকট তাপমাত্রায় অতি পরিবাহীর রোধ হয়

29. 
যদি কোন তারের আয়তন স্থির রেখে দৈর্ঘ্য n গুন করা হয় তাহলে রোধ কত গুণ হবে ?

30. 
কোন পরিবাহীর পরিবাহিতা 0.1 মো হলে রোধ কত -

31. 
ফিউজ তারের বৈশিষ্ট্য হল

32. 
উষ্ণতা বৃদ্ধি পেলে কোনটির রোধ হ্রাস পায় -

33. 
কোন ধাতুর উপর আলো পড়লে রোধ কমে যায়?

34. 
একটি লোহার পাত কে গরম করা হলে, এর স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটবে?

35. 
সোনার সাথে পটাশিয়াম মেশালে স্থিতিস্থাপকতা -

36. 
সংনম্যতার সাথে স্থিতিস্থাপকতার কি সম্পর্ক ?

37. 
কোন একটি পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে তার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে পরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটবে?

38. 
নিচের কোনটি স্থিতিস্থাপকতা বেশি ?

39. 
হুকের সূত্র অনুসারে স্থিতিস্থাপকের সীমার মধ্যে ________ বিকৃতির সঙ্গে সমানুপাতিক।

40. 
বিকৃতির মাত্রা কি?

41. 
কোন ধাতুর উপর চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বাড়ালে তার রোধ বৃদ্ধি পায়

42. 
স্টোমাটার চলনে সাহায্যকারী আয়নটি হল —

43. 
'বাষ্পমোচন টান এবং সমসংযোগ আসত্তি বল' মতবাদটির প্রবক্তা হলেন—

44. 
পাতায় নিবেশিত পত্ররন্ধ্র থাকলে বাষ্পমোচনের হার কীরূপ হয় ?

45. 
নীচের বক্তব্যগুলো পড়ো এবং সঠিক উত্তর দাও :

46. 
বাষ্পমোচন এর হার মাপক যন্ত্রের নাম কি?

47. 
লেন্টিসেল এর মাধ্যমে বাষ্পমোচন এর হার হল

48. 
ব্যাপনের ক্ষেত্রে প্রযোজ্য নয় –

49. 
ব্যাপন হার বৃদ্ধি পায় -

50. 
নীচের কোন বক্তব্যটি অভিস্রবণের ক্ষেত্রে প্রযোজ্য নয় -

51. 
কোন্ প্রকার পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়াটি ঘটে? -

52. 
বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হল

53. 
অভিস্রবণ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় একটি অপরিহার্য পদার্থ হল –

54. 
পাতার মেসোফিল কলা কোষে অভিস্রবণীয় চাপের মান কত হতে পারে -

55. 
কোন্ মৌলটি কোশের অভিস্রবণ চাপ রক্ষা করে ?

56. 
বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হল

57. 
নিষ্ক্রিয় পরিবহন হল-

58. 
কোন কলার মাধ্যমে রসের উৎস্রোত ঘটে?

59. 
রসস্ফীতির ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধির সময় কোন্ কলা কোশের প্রসারণ ঘটে?

60. 
কোন্ প্রকার পরিবহণে বাহক প্রোটিনকে পাম্প বলে ?

61. 
উদ্ভিদের নিম্নমুখী পরিবহণে কোন্ কলা সহায়তা করে? -

62. 
At the spur of the moment

63. 
Apple-pie order

64. 
At sixes and sevens

65. 
Bell the cat

66. 
By hook or by crook

67. 
We must take care of all living species on Earth. (Change the voice)

68. 
He had committed a mistake. (Change the voice)

69. 
One must keep one's promises. (Change the voice)

70. 
It is impossible to do this. (Change the voice)

71. 
One must keep one's promises. (Change the voice)

72. 
দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে, ক্ষেত্রফলের অনুপাত কত ?

73. 
একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হল | মূল ঘনকএবং পরবর্তীত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে ?

74. 
3টি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যথাক্রমে 3 সেমি 4 সেমি এবং 5 সেমি | ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল | নতুন ঘনকটির একটি ধারের দৈর্ঘ্য কত ?

75. 
একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 50 মিটার, 10 মিটার ও 2 মিটার এবং একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার | তবে একটি তরলের মধ্যে আয়তঘন এবং ঘনকর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকলে এদের উপর প্লবতাবলের মানের পার্থক্য হবে ?

76. 
যে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 12 সেমি সেই ঘরটিকে রঙ্গিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেমি রঙ্গিন কাগজ লাগবে?

77. 
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান (numerical value) সমান হলে কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি।

78. 
একটি আয়তঘনাকার গর্তের দৈর্ঘ্য 40 মি., প্রস্থ 12 মি. এবং গভীরতা 16 মি.। ওই গর্তের মধ্যে 5 মি. দৈর্ঘ্য, 4 মি. প্রস্থ এবং 2 মি. পুরু তক্তা রাখা যাবে

79. 
একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার। ঘনকটির আয়তন

80. 
দুটি ঘনকের আয়তনের অনুপাত 1 : 27 হলে, ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত

81. 
একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s এবং d-এর সম্পর্ক

82. 
ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়?

83. 
ভারতের সংবিধানের রচয়িতা কাকে বলা হয়?

84. 
নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ ?

85. 
কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা ?

86. 
1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন—

87. 
ভারতীয় গণপরিষদের সদস্য ছিলেন না

88. 
গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরী করতে সময় লেগেছিল ?

89. 
সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল—

90. 
সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল—

91. 
সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন—

92. 
জলের মধ্যে বায়ুর বুদবুদ কী ধরনের লেন্সের মতো কাজ করে?

93. 
একটি বস্তু বায়ুতে উত্তল লেন্সের মতো ব্যবহার করে এবং জলে অবতল লেন্সের মতো ব্যবহার করে। বস্তুটির উপাদানের প্রতিসরাঙ্ক

94. 
লেন্সের আলোককেন্দ্র একটি নির্দিষ্ট বিন্দু যার অবস্থান

95. 
একটি অবতল লেন্সের ফোকাস বিন্দুতে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে

96. 
এক ব্যক্তি মাঠের কোনো এক স্থান থেকে শুরু করে দক্ষিণ দিকে 10 মিটার হাঁটার পর ডানদিকে ঘুরে 40 মিটার হাঁটল এবং তারপর বামদিকে 25 মিটার হেঁটে, আবার বামদিকে ঘুরে 20 মিটার ইটিল। এরপরে সে আবার বামদিকে ঘুরে 50 মিটার হাঁটার পর, ডানদিকে ঘুরে 10 মিটার হেঁটে স্থির হয়ে দাঁড়াল। সে এখন কোন দিকে তাকিয়ে আছে?

97. 
এক ব্যক্তি কোনো এক স্থান থেকে পূর্ব দিকে 5 মিটার যাওয়ার পর দক্ষিণ-পশ্চিম দিকে 20 মিটার গেল এবং সেখান থেকে পশ্চিম দিকে 25 মিটার যাওয়ার পর উত্তর- পূর্ব দিকে 20 মিটার গিয়ে থামল। শেষ স্থানটি প্রথম স্থানটি থেকে কত দূরত্বে এবং কোন্ দিকে অবস্থিত?

98. 
রঞ্জনা বাড়ি থেকে বেরিয়ে মাঠ পেরিয়ে পশ্চিম দিকে 110 মিটার গেল। সেখান থেকে বামদিকের রাস্তা ধরে সোজা 60 মিটার যাওয়ার পর, আবার বামদিকে ঘুরে 70 মিটার দূরে রমেনের বাড়ি পৌঁছাল। রমেনের বাড়ি থেকে রানার বাড়ির সোজাসুজি দূরত্ব কত?

99. 
সাহেব বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 800 মিটার দূরে অবস্থিত সহেলির বাড়ি গেল। সেখান থেকে সোজা পশ্চিম দিকে 600 মিটার যাওয়ার পর, ডানদিকে ঘুরে 500 মিটার হেঁটে সেখানে অবস্থিত কৌস্তভের বাড়ি গেল। তারপর সোজা পূর্ব দিকে ৷ কিমি হেঁটে বাজারে গেল। বাজার থেকে সরাসরি বাড়ির রাস্তা ধরে বাড়ি যেতে তাকে কত পথ অতিক্রম করতে হবে?

100. 
সঞ্জয় মাঠের মধ্যে অবস্থিত কোনো এক স্থান থেকে প্রথমে দক্ষিণ দিকে ৪০ মিটার হাঁটল। তারপর ডানদিকে ঘুরে 60 মিটার যাওয়ার পর আবার ডানদিকে ঘুরে 30 মিটার ইটিল। সবশেষে আবার ডানদিকে ঘুরে 130 মিটার যাওয়ার পর বামদিকে ঘুরে 50 মিটার গিয়ে স্থির হল। সঞ্জয় এখন কোন্ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে?

1 thought on “Sunday 12-03-2023”

Leave a Comment

error: Content is protected !!