Sharing Is Caring:

Plant Movement MCQ Questions | GNM ANM 2024

উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান

(জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়)

MCQ Questions 

ANM GNM 2023 Exam Preparation Life Science


Write Your name first : 

Name
1. 
কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি হল

2. 
সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি

3. 
ট্রপিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো –

4. 
তুমি কাশ্মীরে বেড়াতে গিয়ে তাপমাত্রার তারতম্য ভেদে একটি ফুলের ন্যাস্টিক চলন লক্ষ করলে। ফুলটি ও চলনটির নাম স্থির করো –

5. 
আচার্য জগদীশচন্দ্র বসুর পরীক্ষা থেকে উদ্ভিদের কোন্ বৈশিষ্ট্য জানা গিয়েছিল তা নির্বাচন করো

6. 
ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হওয়া আবার তীব্র আলোকে উৎস থেকে দূরে সরে যাওয়া কোন্ ধরনের চলনকে নির্দেশ করে তা স্থির করো-

7. 
জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলে

8. 
উত্তেজনায় জীবের সাড়া দেওয়ার ধর্মকে বলে

9. 
জীবের একই স্থানে আবদ্ধ থেকে অঙ্গ সঞ্চালনকে বলে—

10. 
স্থান পরিবর্তনে অক্ষম প্রাণী ?

11. 
রোটেশন দেখা যায়-

12. 
সারকুলেশন বা আবর্তগতি দেখা যায় –

13. 
নীচের কোন্ উদ্ভিদে গমন দেখা যায় ?

14. 
লজ্জাবতী লতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে যায় এটি কী ধরনের চলন!

15. 
উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের যখন সমগ্র দেহের স্থান পরিবর্তন ঘটে তখন তাকে কী বলে?

16. 
উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোকের উৎসের দিকে হয় তখন তাকে কী চলন বলে?

17. 
উদ্ভিদের মূলের চলন সাধারণত কোন্ দিকে হয়? -

18. 
উদ্ভিদের কোন্ অঙ্গের চলন জলের অনুকূলে ঘটে? -

19. 
উদ্ভিদের আলোকবর্তী চলন নিয়ন্ত্রণে অংশ নেয় কোন্ হরমোন ?

20. 
সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে, এটি কী প্রকারের চলন?

21. 
বনচাড়ালের পাতায় পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠা-নামা করে, এটি কোন্ ধরনের চলন?

22. 
নীচের কোনটি কেমোন্যাস্টিক চলনের উদাহরণ ?

23. 
কোন্ প্রকার চলনে সূর্যশিশির উদ্ভিদের পাতায় কর্ষিকাগুলি পতঙ্গের সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে ?

24. 
উদ্ভিদের মূল জলের দিকে বৃদ্ধি পায়, এটি একপ্রকার -

25. 
ক্ল্যামাইডোমোনাস বা তলভঙ্গের আলোর দিকে গমনকে বলে

26. 
নীচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফোটোট্রপিজম দেখা যায় সেটি হল –

27. 
উদ্ভিদের যে চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটি হল

28. 
জিওট্রপিক চলনের উদ্দীপক হল-

29. 
ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার

30. 
জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন পরিমাপক যন্ত্রটির নাম

31. 
ট্যাকটিক চলন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো

32. 
জিওট্রপিক চলনের উদ্দীপক হল

33. 
সূর্যমুখী ফুলের অভিমুখ আকাশে সূর্যের অবস্থানের উপর নির্ভর করে পরিবর্তিত হয়

34. 
যে কোশের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় তার নাম হল

35. 
বনচাড়ালের পার্শ্বীয় ফলকের সঞ্চালনের ক্ষেত্রে যে বাক্যটি সঠিক নয় তা হল

36. 
ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদটি হল

37. 
ফার্ন/ কচু পাতাগুলি জন্মানোর পর গুটানো অবস্থা থেকে ধীরে ধীরে বিস্তৃত হয় অর্থাৎ উন্মুক্ত হয়। এটি কোন প্রকারের চলন?

38. 
লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূলে কোন্ প্রকার চলন দেখা যায়?

39. 
ভুল তথ্যটি নির্বাচন করো

40. 
প্রকরণ চলন দেখা যায়

41. 
অভিকর্ষ-প্রতিকূলবর্তী চলন দেখা যায়

42. 
প্রধান মূলের অভিকর্ষের অনুকূলে চলনকে বলে

43. 
প্রধান অক্ষ থেকে 45° কোণে শাখা মূলের বৃদ্ধিকে বলে –

44. 
ক্লিনোস্ট্যাট যন্ত্রের দ্বারা মাপা হয়

45. 
পোস্ত ও সূর্যমূখীর ফুল দিনের বেলায় ফোটো, এটি কোন ধরনের চলন

46. 
হাসনুহানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, এটি কোন ধরনের চলন

47. 
উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে-

48. 
Sleep Movement দেখা যায় -

49. 
IAA যে ধরনের চলনের নিয়ন্ত্রক তা হল-

50. 
উদ্ভিদ চলনের সময় স্থান পরিবর্তন হলে তাকে বলে -

51. 
কোন্ উদ্ভিদে ফ্ল্যাজেলার সাহায্যে গমন দেখা যায়?

52. 
বাহ্য উদ্দীপক নিরপেক্ষ চলনকে বলে-

53. 
যে ধরনের চলনের জন্য জলের লিলি কম আলোয় মুদে যায় ও তীব্র আলোয় খুলে যায় তা হল-

54. 
পালভিনাস হল

55. 
লজ্জাবতীর পাতা মুদে যাওয়ার জন্য যে কোশগুলি দায়ী তা হল -

56. 
উদ্ভিদদেহে সংবেদনশীলতার প্রতি সাড়া প্রদানে সাহায্য করে যে বস্তুটি তা হল –

57. 
গ্যালভানোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হল –

58. 
রিওট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপক হল-

59. 
রিওট্যাকটিক চলন দেখা যায়—

60. 
গ্যালভানোট্যাকটিক চলন দেখা যায়

61. 
ফোটোট্রপিক চলনের অপর নাম

62. 
ঠান্ডা জল থেকে অপেক্ষাকৃত উয় জলের দিকে Volvox-র চলনকে বলে

63. 
পরিণত উদ্ভিদ কোশে কেন্দ্রস্থ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজমের চলনকে কি বলে?

64. 
অপরিণত উদ্ভিদ কোশে ছোটো ছোটো গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন

65. 
নিচের কোনটি আলাদা

66. 
পরিবলন (Circumnutation) চলন দেখা যায় কোন উদ্ভিদে?

67. 
বলন (Nutation) চলন দেখা যায় কোন উদ্ভিদে?

68. 
একটি কোষের প্রোটোপ্লাজমের আন্দোলনকে কোন চলন বলা যায় ?

69. 
নিউম্যাটোফোরস জাতীয় উদ্ভিদে কোন প্রকার চলন দেখা যায় ?

70. 
পতঙ্গের দিকে ড্রসেরা উদ্ভিদের বেঁকে যাওয়া কোন প্রকার চলনের উদহারণ ?

71. 
সাধারণত ফটোট্রপিজম প্রদর্শনের জন্য ব্যবহৃত একটি যন্ত্রপাতি

Leave a Comment

error: Content is protected !!