Plant Hormone MCQ Questions | GNM ANM 2024

উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান

(জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়)

MCQ Questions 

ANM GNM 2023 Exam Preparation Life Science

Write Your name first : 

Name
নীচের সঠিক জোড়টি নির্বাচন করো –

নীচের কোন্ বাক্যটি সঠিক নয়, তা নির্ণয় করো

উদ্ভিদ হরমোনের কাজ সম্পর্কিত নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় তা নির্ণয় করো

নীচের কোন্ হরমোনটি ক্ষারধর্মী হরমোন ?

উদ্ভিদের চলনে হরমোনের ভূমিকা প্রমাণিত হয়েছে। নিম্নলিখিত কোন ধরনের চলনে অক্সিন হরমোনের প্রভাব সরাসরি প্রমাণিত হয়েছে? -

নীচের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক নয় তা চিহ্নিত করো

টারপিনয়েড বর্গ যুক্ত একটি উদ্ভিদ হরমোন হল

যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো

উদ্ভিদের কোন্ বৈশিষ্ট্যটি ফাইটো হরমোনের প্রভাবে হয় না?

নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনটি হল

অ্যাডেনিন গোষ্ঠীভূক্ত ক্ষারীয় প্রকৃতির হরমোন

উদ্ভিদের পার্শ্বমুকুল বৃদ্ধি ও শাখাপ্রশাখা সৃষ্টিতে সাহায্যকারী হরমোন–

কোন্ জোড়টি সঠিক নয়?

কোন্ জোড়টি সঠিক নয়?

উদ্ভিদের গৌণ বৃদ্ধিতে সাহায্য করে কোন্ হরমোন?

কোন্ হরমোনের পরিবহন সর্বদা নিম্নমুখী

নীচের বাক্যগুলি পড়ো এবং কোন্ বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো

হরমোন প্রথম আবিষ্কার করেন

উদ্ভিদ হরমোনের প্রধান কাজ হল

নীচের কোনটি কৃত্রিম অক্সিন ?

ভ্রণমুকুলাবরণীতে কোন্ উদ্ভিদ হরমোন পাওয়া যায়?

অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত

উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল

ফুল ফোটাতে সাহায্য করে কোন্ প্রকল্পিত হরমোন?

কোন্ গ্যাসীয় হরমোন ফল পাকানোর জন্য গুদাম ঘরে স্প্রে করা হয়?

জিব্বারেলা ফুজিক্যুরাই ছত্রাক থেকে কোন্ হরমোন আবিষ্কৃত হয়েছে?

অগ্রস্থ প্রকটতা ঘটায় কোন্ হরমোন?

উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় কোন্ হরমোন ?

নারকেলের তরল সস্যে (ডাবের জলে) কোন্ হরমোন পাওয়া যায়?

শাখা কলমে শিকড় গজানোর জন্য কোন্ কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয় ?

উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন্ হরমোন ?

বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন্ হরমোন ?

পেঁয়াজের ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগ করলে দ্রুত কোশ বিভাজন ঘটে – কোন্ বিজ্ঞানী বলেছেন?

Crescograph যন্ত্র ব্যবহার করে উদ্ভিদের প্রাণ আছে প্রমাণ করেছিলেন কোন্ বিজ্ঞানী?

পত্রমোচন বিলম্বিত করে কোন হরমোন?

অপরিণত ফলের মোচন রোধ করার জন্য কোন্ হরমোন স্প্রে করা হয় ?

বীজবিহীন ফল উৎপাদনের জন্য কোন্ প্রকার কৃত্রিম হরমোন ব্যবহার করা হয়?

কোন্ কৃত্রিম হরমোন আগাছা দমনে ব্যবহার করা হয়?

নীচের কাজগুলির মধ্যে যেটি সাইটোকাইনিন হরমোনের কাজ সেটি হল

নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনটি হল –

একটি গ্যাসীয় হরমোন হল

বীজের সুপ্তদশা ভঙ্গকারী হরমোন হল -

অ্যান্টি-অক্সিন বলে পরিচিত হরমোনটি হল

অণুবিস্তারে সাহায্যকারী হরমোনগুলি হল -

অঙ্গমোচন রোধে সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হল-

উদ্ভিদের শ্বসন হার বৃদ্ধিতে সাহায্যকারী হরমোনটি হল

'ফাইটো হরমোন' শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?

উদ্ভিদ হরমোনের অস্তিত্বের কথা প্রথম উল্লেখ করেন-

প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি?

উদ্ভিদের Wound hormone হরমোন কাকে বলে ?

প্রকল্পিত উদ্ভিদ হরমোনের উদাহরণ হল

ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপাদিত উদ্ভিদ হরমোনটি হল-

একলিঙ্গ উদ্ভিদে লিঙ্গের পরিবর্তন সম্ভব হয় যে হরমোনের দ্বারা তা হল

আগাছানাশক হরমোন কোনটি ?

GA প্রথম নিষ্কাশিত কী থেকে

নিম্নলিখিতগুলির মধ্যে কোটি অত্যাধিক পরিমাণে ইথিলিন তৈরি করে -

প্রাকৃতিক হরমোন সর্বপ্রথম কোথা থেকে নিষ্কাশিত বা পৃথকীকৃত করা হয়?

দীর্ঘ-দিবা উদ্ভিদের চাহিদা পরিবর্তনে সক্ষম হরমোনটি হল-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top