1.
আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না, এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো
2.
মিলার ও উরে তাঁদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন। সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো-
3.
নীচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে তা শনান্ত করো—
4.
ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দগুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো—
5.
নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?
6.
বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন -
7.
পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল-
8.
নীচের কোন জোড়টি সঠিক তা নির্বাচন করো-
9.
আদি কোশের উৎপত্তি ও জীবনের অভিব্যক্তির ঘটনাকে বলে -
10.
নীচের সম্পর্কগুলি কোনটি সঠিক -
11.
ডারউইনের অভিব্যক্তিবাদের সঙ্গে মিল নেই নীচের কোন শব্দগুচ্ছের?
12.
মিউটেশন সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নয়?
13.
গরম তরল স্যুপ'-এর প্রবক্তা -
14.
একটি বাস্তুতন্ত্রে বাঘের সঙ্গে হরিণের লড়াই কোন জাতীয় সংগ্রামকে নির্দেশ করে—
15.
কোনো অঙ্গ বেশি ব্যবহৃত হলে সুগঠিত হয়, ব্যবহৃত না হলে ধীরে ধীরে বিলুপ্ত হয়। এটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
16.
জীবের জীবনকালের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুকরণ ঘটে ল্যামার্কের এই মতবাদটিকে ভ্রান্ত বলে প্রমাণ করেন -
17.
অনুকুল ভেদ সমন্বিত জীবরাই পৃথিবীতে টিকে থাকার যোগ্য বলে বিবেচিত হয়— এই কথাটি কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত?
18.
'সীমিত খাদ্য ও বাসস্থান' যদি কারণ হয় তবে তার ফলাফল হল -
19.
ল্যামার্কের মতে জিরাফের লম্বা গলা হওয়ার কারণ –
20.
আনুমানিক কত বছর আগে জীবের আবির্ভাব ঘটেছিল বলে বিজ্ঞানীদের ধারণা, তা হল—–
21.
যে লাতিন শব্দ থেকে 'Evolution' কথাটির উৎপত্তি সেটি হল-
22.
“রাসায়নিক বিবর্তনবাদের' স্রষ্টা -
23.
অর্ধভেদ্য পর্দাবেষ্টিত প্রধানত প্রোটিনের যে সংগঠন থেকে প্রোটোসেল উৎপন্ন হয়েছিল বিজ্ঞানী ফক্স সেটিকে যে নামে অভিহিত করেছিলেন তা হল -
24.
ল্যামার্কের মতবাদ প্রথম প্রকাশিত হয় -
25.
'ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী —এই মন্তব্য করেন-
26.
মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন -
27.
বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক হলেন -
28.
যোগ্যতমের উদবর্তন' কথাটির প্রবর্তক হলেন -
29.
On the Origin of Species by means of Natural Selection' গ্রন্থটির প্রবর্তক হলেন-
30.
ডারউইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়টি হল -
31.
ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন-
32.
Philosophie Zoologique' গ্রন্থের রচয়িতা হলেন -
33.
প্রকৃতির খেলা কথাটি বলেছেন-
34.
মিলার ও উরে তাদের পরীক্ষার জন্য কোন পদার্থগুলো ব্যবহার করেছিলেন-
35.
'Origin of Life' পুস্তকটি রচনা করেন -
36.
কোয়াসারভেট মতবাদের প্রবক্তা ছিলেন বিজ্ঞানী -
37.
. মিলার ও ঊরের পরীক্ষায় যে গ্যাসটি ব্যবহার করা হয়নি -
38.
মিলার ও উরে পরীক্ষাগারে যে অনুপাতে CH4, NH3 ও H2 ব্যবহার করেছিলেন তা হল -
40.
ডারউইন কোন্ বিষয়টিকে 'প্রকৃতির খেলা' বলে উল্লেখ করেছিলেন? -
41.
নীচের কোন্ পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ?
42.
সমবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল -
43.
মানবদেহের যে অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে বিবেচিত হয়, সেটি হল-
44.
ঘোড়ার আদি পূর্বপুরুষটি হল —
45.
তিমির ফ্লিপার ও পাখির ডানা হল —
46.
কুমড়ো গাছের আকর্ষ ও বোগোনভিলিয়া কাঁটাকে বলা যেতে পারে -
47.
পর্ণকাণ্ডের প্রকৃতি নির্ণয় করো –
48.
‘অনটোজেনি রিপিটস্ ফাইলোজেনি'–এই মতবাদের প্রবর্তক হলেন –
50.
উৎপত্তি ও গঠনগত দিক থেকে একই প্রকার কিন্তু কার্যগতভাবে ভিন্ন অঙ্গকে বলে –
51.
সমবৃত্তীয় অঙ্গের সৃষ্টির কারণ হল –
52.
বানরের সক্রিয় লেজ মানুষের ক্ষেত্রে নিষ্ক্রিয় যে অঙ্গে পরিণত হয়েছে সেটি হল —
53.
অর্ধবিভক্ত নিলয় দেখা যায় যে শ্রেণির প্রাণীদের তা হল –
54.
বায়োজেনেটিক সূত্রের প্রবর্তক হলেন –
55.
একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত হূৎপিণ্ডযুক্ত প্রাণীটি হল -
56.
যে জীবাশ্মটি থেকে জানা যায় যে মাছ থেকে উভচর প্রাণী সৃষ্টি হয়েছিল সেটি হল-
57.
যেটি নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটি হল –
58.
যেগুলি সমসংস্থ অঙ্গ নয় সেগুলি হল –
59.
আর্কিওপটেরিক্স-এর জীবাশ্ম যে দুটি শ্রেণির প্রাণীর মধ্যে সংযোগ রক্ষা করে তারা হল-
60.
নীচের যেটি জীবন্ত জীবাশ্ম সেটি হল –
61.
একটি অমেরুদণ্ডী জীবন্ত জীবাশ্ম হল —
62.
প্লাটিপাস কোন কোন শ্রেণির মধ্যে সংযোগ স্থাপন করে? -
63.
‘পক্ষী সরীসৃপের রূপান্তর'—এই উক্তিটি কোন বিজ্ঞানীর ?
64.
অন্তর্বর্তী ঘোড়া কোনটি ? –
65.
একটি উদ্ভিদ জীবন্ত জীবাশ্ম হল-
66.
একটি মাছের জীবন্ত জীবাশ্ম হল –
67.
ঘোড়ার বিবর্তনের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক?
68.
কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়?
69.
নীচের কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয়, তা শনাক্ত করো?
70.
কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হল
Sonali Roy
Yes
Good question quality
Hkjhj