Work Force and Energy MCQs | ANM GNM 2024

Write Your name first : 

Name
1. 
CGS পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক -

2. 
SI পদ্ধতিতে কার্যের পরম একক -

3. 
কার্যের মাত্রীয় সংকেত হল -

4. 
1 জুলের মান -

5. 
বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ হল -

6. 
নীচের কোনটি বলের দ্বারা কার্য বোঝায়?

7. 
1 কিগ্রা-মিটার = কত জুল?

8. 
কার্য একটি -

9. 
সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের সময় -

10. 
কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ -

11. 
অভিকেন্দ্র বল একটি -

12. 
. কোনো বস্তুর ওপরে প্রযুক্ত বল F নিউটন এবং প্রযুক্ত বলের অভিমুখে বস্তুটির সরণ শূন্য হলে কার্যের পরিমাণ -

13. 
তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটি স্কেলার রাশি হল -

14. 
বল-সরণ লেখচিত্র এবং অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি নির্দেশ করে -

15. 
মসৃণ অনুভূমিক তলের ওপর 20 kg ভরের একটি বাক্সকে 40 N বল সমদ্রুতিতে 8m টেনে নিয়ে গেলে কৃতকার্য কত ? (টান বলটি অনুভূমিক তলের সঙ্গে 60° কোণে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল)

16. 
বল দ্বারা কার্যের ক্ষেত্রে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান θ হলে

17. 
kg.m^2.sec^(-2) এককটি যে রাশির একক, তা হল -

18. 
1 মেগাজুল = কত জুলের সঙ্গে সমান?

19. 
নীচের কোনটি ক্ষমতার একক?

20. 
এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বস্তুকে 10 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। একজন বালক 10 কিগ্রা ভরের অপর একটি বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। যদি ওই ব্যক্তি ও বালকের কৃতকার্য যথাক্রমে W, ও W2 হয় তবে -

21. 
নীচের কোন্ বলটি কার্য করতে সক্ষম?

22. 
10 নিউটন একটি বল বস্তুর চলনের অভিমুখে লম্বভাবে প্রয়োগ করা হলে, কাজের পরিমাণ কত?

23. 
CGS পদ্ধতিতে কার্যের পরম একক কি?

24. 
মসৃণ অনুভূমিক তলের ওপর 50 kg ভরের একটি বাক্সকে 40 N বল সমদ্রুতিতে 8m টেনে নিয়ে গেলে কৃতকার্য কত ? (টান বলটি অনুভূমিক তলের সঙ্গে 90° কোণে ঊর্ধ্বমুখে ক্রিয়াশীল)

25. 
এক ব্যক্তি 60 N বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 10 মিটার দূরত্ব সরালে | ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রী কোন করে থাকলে কৃতকার্য কত?

26. 
1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?

27. 
অশ্বক্ষমতা হল -

28. 
এক ব্যক্তি 10 কিগ্রা ভরের একটি বস্তুকে 10 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। একজন বালক 10 কিগ্রা ভরের অপর একটি বস্তুকে 1 সেকেন্ডে 1 মিটার উচ্চতা পর্যন্ত তোলে। যদি ওই ব্যক্তি ও বালকের ক্ষমতা যথাক্রমে P1 ও P2 হয়, তবে -

29. 
একটি বস্তু F বলের প্রভাবে V বেগে গতিশীল। বস্তুটির ক্ষমতা -

30. 
ক্ষমতার মাত্রীয় সংকেত হল -

31. 
কোনো ভারোত্তোলক 300 kg ভারকে 3 সেকেন্ডে 2 মিটার উচ্চতায় তুললে তাঁর ক্ষমতা হবে (g=9.8 m/s^2)

32. 
জল তোলার জন্য ব্যবহৃত একটি পাম্পের ক্ষমতা 2 kW। যদি g = 10 ms-2 হয় তবে ওই পাম্প দিয়ে প্রতি মিনিটে 10 m উচ্চতা পর্যন্ত যে ভরের জল তোলা যাবে তা হল -

33. 
100 kg ভরের একটি বস্তুকে উল্লম্বভাবে 5 m/s বেগে ওপরে তুলতে কত ক্ষমতা প্রয়োজন হবে? (g=9.8 m/s^2)

34. 
ক্ষমতার CGS পদ্ধতিতে পরম একক হল -

35. 
ক্ষমতার CGS পদ্ধতিতে অভিকর্ষীয় একক হল -

36. 
SI পদ্ধতিতে শক্তির একক -

37. 
ভর অপরিবর্তিত রেখে কোনো একটি কণার ভরবেগ 10% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে -

38. 
একটি বস্তুকে ঊর্ধ্বমুখে উল্লম্বভাবে উৎক্ষিপ্ত করা হলে -

39. 
m ভরের কোনো স্থির কণার ওপর P বল t সময়ের জন্য প্রযুক্ত হলে ওই সময়ের পর কণার গতিশক্তি হবে-

40. 
একটি বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি পূর্বের -

41. 
একটি বস্তুর গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের

42. 
m ভরবিশিষ্ট কোনো বস্তুর গতিশক্তি E ও ভরবেগ p হলে

43. 
A ও B দুটি বস্তুর ভরের অনুপাত 1:4 এবং গতিশক্তির অনুপাত 4:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হয় -

44. 
একই ভরবেগে চলমান দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 4 : 1 হলে এদের ভরের অনুপাত -

45. 
m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত হবে

46. 
একটি টেবিলের উপর A বিন্দুতে 10 kg ভরের একটি বস্তু আছে। এটিকে B বিন্দুতে সরানো হল। যদি A ও B-এর সংযোগকারী রেখাটি অনুভূমিক হয় তাহলে অভিকর্ষ বল দ্বারা বস্তুর ওপর কৃতকার্য কত ?

47. 
একটি বস্তুর ভরবেগ 10% বৃদ্ধি পেলে এর গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে?

48. 
m ও 4m ভরের দুটি বস্তু সমগতিশক্তি নিয়ে চলেছে। তাদের ভরবেগের অনুপাত কত ?

49. 
m এবং 2m ভরের দুটি বস্তুর রৈখিক ভরবেগ সমান। এদের গতিশক্তির অনুপাত কত ?

50. 
একটি ট্র্যাক্টর 1000 N অনুভূমিক বল প্রয়োগ করতে পারে এবং 20 m/s বেগে চলে। ট্র্যাক্টরটির ক্ষমতা কত ?

51. 
5 m/s বেগে গতিশীল কোনো বস্তুর গতিশক্তি 25 J। বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কত হবে?

52. 
একটি পাম্পের সাহায্যে 50 m উঁচুতে জল তোলা হচ্ছে। যদি পাম্পের ক্ষমতা 3 kW হয় তবে প্রতি min-এ কত জল তোলা হচ্ছে? (g=10 m/s^2 )

53. 
1 মিনিটে 20 নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের অভিমুখে 3 মিটার সরানো হল | ক্ষমতা কত?

54. 
CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান কত ?

55. 
ভূমি থেকে 20 মিটার উচ্চতায় একটি 10 কেজি ভরের স্থিতিশীল বস্তুর দ্বারা অর্জিত শক্তি কত হবে? (g = 10 মিটার/সেকেন্ড2)

56. 
60 km/h বেগে গতিশীল 1500 kg ভরের একটি গাড়িকে থামাতে কত কার্য করতে হবে?

57. 
100 পাউন্ড ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 5 মিনিটে 300 ফুট উচ্চতায় তোলা হল | ক্রেনটির ক্ষমতা অশ্ব ক্ষমতা এককে কত হবে ?

58. 
এক অশ্ব ক্ষমতা = কত ওয়াট ?

59. 
একটি গাড়ির গতিবেগ অর্ধেক হলে, গাড়ির গতিশক্তি কত কমে যায়?

60. 
10 নিউটন একটি বল বস্তুর চলনের অভিমুখে লম্বভাবে প্রয়োগ করা হলে, কাজের পরিমাণ কত?

61. 
25 কেজি ভরের একটি বস্তুকে 'F' নিউটন বল প্রয়োগ করে 15 মিটার ঠেলে নিয়ে যাওয়া হলো, প্রক্রিয়াটির কৃতকার্য 480 জুল হলে F-এর মান কত?

62. 
একটি সমতল রাস্তায় একজন ব্যক্তি তার গাড়ির বেগ 10 মিটার/সেকেন্ড থেকে বাড়িয়ে 20 মিটার/সেকেন্ড করে দেয়। চূড়ান্ত গতিশক্তি ও প্রাথমিক গতিশক্তির অনুপাত কত?

63. 
20 কেজি ভরের একটি বস্তুকে 20 সেকেন্ডে 5 মিটার উচ্চতায় তোলা হয়। প্রয়োজনীয় ক্ষমতা কত হবে? (g=10 মি/সে2)

64. 
SI পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্ক এর একক কি?

65. 
20 কেজির একটি বস্তু স্থিতাবস্থায় আছে । একটি ধ্রুবক বলের ক্রিয়া অনুসারে, এটি 7 মি / সেকেন্ডের গতি অর্জন করে। বলের দ্বারাকৃত কার্য্যের পরিমান কত ?

66. 
m ও 4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 3:2 হলে তাদের ভরবেগের অনুপাত হবে

67. 
5 m/s বেগে গতিশীল কোনো বস্তুর গতিশক্তি 50 J। বেগ দ্বিগুণ হলে এর গতিশক্তি কত হবে?

68. 
ভর অপরিবর্তিত রেখে কোনো একটি কণার ভরবেগ 50% বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পাবে -

69. 
একটি বস্তুর ভরবেগ 20% বৃদ্ধি পেলে এর গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে?

70. 
1 কিলোগ্রাম-মিটার = ? (CAT-2)

A) 9.8 জুল |
B) 9.8 নিউটন-মিটার |
C) 9.8 ডাইন-সেমি |
D) 9.8 x 10^7 ডাইন-সেমি |

71. 
নিচের কোন সম্পর্কগুলি সত্য (CAT-2)

A) 1  জুল = 10^7 ডাইন-সেমি
B) 1 গ্রাম-সেমি = 981 ডাইন-সেমি
C) 1 কিলোগ্রাম-মিটার = 9.81 X 10^7 ডাইন-সেমি
D) 1 Watt = 10^7 ডাইন-সেমি

72. 
ক্ষমতা সংক্রান্ত নিচের কোন তত্ত্ব গুলি সত্য ? (CAT-2)

I) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল নিউটন-মিটার/সেকেন্ড |
II) ক্ষমতার এস আই পদ্ধতিতে একক হল কিলোগ্রাম-মিটার/সেকেন্ড |
III) বল ও বেগের গুণফল হলো ক্ষমতা |
IV) ক্ষমতা মোট কার্যের পরিমাণের উপর নির্ভর করে |

73. 
নিচের কোন উক্তিগুলি সত্য (CAT-2)

A) ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে স্থায়ী থাকে 0.2 সেকেন্ড |
B) USG তে শব্দেতর শব্দ ব্যবহার করা হয় | 
C) মাধ্যমের ঘনত্ব যত বেশি হয় শব্দের প্রাবল্য তত কমে |
D) শব্দের প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক |

74. 
নিচের কোন বক্তব্যটি/বক্তব্যগুলি ভুল (CAT-2)

A) বস্তুর কার্য করার হার কে শক্তি বলে
B) ভর দ্বিগুণ বাড়লে গতি শক্তি দ্বিগুণ বাড়ে
C) কার্য এর SI পদ্ধতিতে পরম একক জুল
D) নদীর জলশ্রোতে যে শক্তি সঞ্চিত থাকে তা হল স্থিতিশক্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top