ANM GNM 2024 Weekly Test

ANM GNM 2023 Weekly Test

Life Science


  • Number of Total Questions: 115
  • Time: 90 Mins
  • Chapters: জীব বিদ্যা ও মানব কল্যাণ এবং পরিবেশ ও তার সম্পদ
  • 0.25 Negative Marks for Each Wrong Answer

Write your name first:

Name
1. নিম্নলিখিত কোটি মরুজ উদ্ভিদ? -

2. কোন্ প্রাণীটি মরুভূমিতে বাস করে?

3. মানব অস্ত্রে বসবাসকারী পরজীবী হল –

4. কোন্‌টি বহিঃপরজীবী ?

5. নিম্নলিখিত কোটি অন্তঃপরজীবী?

6. বায়ুমণ্ডলে অক্সিজেনের স্বাভাবিক মাত্রা

7. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ হল-

8. কোন্ জৈবিক প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে অক্সিজেনের ভান্ডার গড়ে ওঠে ?

9. কোনটি প্রথম শ্রেণির খাদক?

10. মানুষ কোন্ শ্রেণির খাদক?

11. খাদ্যশৃঙ্খলে ছাগল হল

12. কোনটি বিয়োজক ?

13. বাস্তুতন্ত্রের অন্তর্গত নির্দিষ্ট এলাকায় সমগ্র উদ্ভিদকূলকে একত্রে বলে

14. উজ্জ্বল আলোতে ভালো জন্মায় এমন উদ্ভিদদের বলে -

15. কোন্ বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন?

16. বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ সবসময় -

17. জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাংকটন হল -

18. যেসকল প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদের বলে

19. জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায়

20. জলের তলায় থিতিয়ে পড়া পচনশীল জৈব পদার্থকে বলে

21. বাস্তুতন্ত্রে কারা সংখ্যাগরিষ্ঠ?

22. একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীবসম্প্রদায়কে বলে-

23. বাস্তুতন্ত্রের খাদ্য-পিরামিডের ভূমিতে থাকে

24. পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার

25. সর্বোচ্চ কোন্ তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে ?

26. তৃণভূমির খাদ্যশৃঙ্খলে প্রাথমিক খাদকটি হল

27. জলাভূমির খাদ্যশৃঙ্খলে প্রগৌণ খাদকটি হল

28. শক্তি স্থানান্তরের প্রতি ধাপে কত শতাংশ শক্তি দেহগঠনের কাজে লাগে?

29. "ইকোলজি” হল

30. Ecology' শব্দের প্রবর্তক

31. বিজ্ঞানের যে শাখার জীবের বসবাসরীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে

32. যে ইকোলজিতে একাধিক প্রজাতির সঙ্গে তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করা হয়, তাকে বলে—

33. যে ইকোলজিতে একটি নির্দিষ্ট জীবপ্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করা হয়, তাকে বলে

34. তীব্র আলোযুক্ত স্থানে বসবাসকারী উদ্ভিদের বলা হয়-

35. অত্যধিক নিম্ন তাপমাত্রায় বসবাসকারী উদ্ভিদেরা হল -

36. যেসকল উদ্ভিদ উচ্চ তাপমাত্রাযুক্ত স্থানে হয়, তাদের বলে-

37. যেসকল উদ্ভিদ বালিমাটিতে জন্মায়, তাদের বলা হয়

38. পাথরের ওপর জন্মানো উদ্ভিদদের বলা হয়

39. যেসকল উদ্ভিদ কম আলোতে জন্মায়, তাদের বলা হয় –

40. যেসব প্রাণীর দেহতলের উষ্ণতা পরিবেশের উয়তার পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত না হয়ে অপরিবর্তিত থাকে, তাদের বলা হয়

41. 'Hibernation' দেখা যায়-

42. যেসব প্রাণীর দেহতলের উয়তা পরিবেশের উয়তার সঙ্গে পরিবর্তিত হয়, তাদের বলা হয়

43. দিনের আলোর দৈর্ঘ্যের দ্বারা জীবের বিভিন্ন জৈবনিক ক্রিয়ার প্রভাবিত হওয়ার ঘটনাকে বলা হয়

44. নীচের কোন্ উদ্ভিদটি হ্রস্বদিবা উদ্ভিদ (SDP)

45. নীচের কোন্ উদ্ভিদটি দীর্ঘ দিবা উদ্ভিদ (LDP)

46. গ্রীষ্মপ্রধান অঞ্চলের পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীদের দেহের আকার ও আকৃতি তুলনামূলকভাবে ছোটো হয়, একে বলে -

47. অধিক উয়ু ও আর্দ্র জলবায়ুযুক্ত অঞ্চলের প্রাণীর দেহবর্ণ গাঢ় হয়। একে বলে

48. নিম্নের কোন্ প্রভাবক উদ্ভিদদেহে ক্লোরোফিল উৎপাদন নিয়ন্ত্রণ করে

49. মানবদেহের ত্বকে মেলানিন উৎপাদন _______ দ্বারা নিয়ন্ত্রিত হয়

50. যেসকল উদ্ভিদ সমুদ্রতীরবর্তী লবণাক্ত জলে জন্মায়, তাদের বলে

51. জেরোফাইট উদ্ভিদ হল একপ্রকারের-

52. মরুঅঞ্চলের প্রাণী মোলক হরিদাস-এর ত্বকে উপস্থিত কাঁটা কি নিয়ন্ত্রণ করে?

53. ইল, স্যামন মাছের পরিযান কোন্ প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

54. অপ্রচলিত শক্তির উৎস –

55. পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদটি হল -

56. আমাদের দেশে কৃষিজ জমির কত ভাগ জমিতে ধান, গম, যব, জোয়ার ইত্যাদি চাষ করা হয়?

57. মানুষ দৈহিক প্রয়োজনে কত শতাংশ প্রোটিন প্রাণীজ প্রোটিন থেকে সংগ্রহ করে ?

58. পেট্রোরাসায়নিক শিল্পে কোনটি ব্যবহৃত হয় ?

59. কোন্ শৈবাল প্রোটিনযুক্ত খাদ্য হিসেবে ব্যবহার করা হয় ?

60. কোন্ ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়?

61. প্রণোদিত প্রজননে কোন গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয়—

62. অ্যান্টিসিরামের মধ্যে থাকে-

63. ডেঙ্গু রোগের বাহক পতঙ্গ হল –

64. কোনটির মাধ্যমে AIDS পরিবাহিত হয় ?

65. অ্যান্টিবডি হল

66. AIDS রোগের কারণ হল –

67. BCG ভ্যাকসিন যে রোগে ব্যবহার করা হয় তা হল –

68. ভ্যাকসিনেশন/টিকাকরণ প্রদান করে -

69. অ্যান্টিবডিগুলি যা থেকে উৎপন্ন হয় -

70. কোনটির অপর নাম Lock jaw ?

71. মেমরি কোশ যেখান থেকে সৃষ্টি হয় তা হল

72. সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে—

73. কোন্ অ্যান্টিবডি রক্তে বেশি পরিমাণে থাকে ? –

74. ডিপথেরিয়া ভ্যাকসিন তৈরি করা হয় –

75. কোন্ অ্যান্টিবডি আকারে সবচেয়ে বড়ো?

76. নিউমোনিয়া যা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রামিত করে, এটি হয় কোনটির দ্বারা?

77. ডিপথেরিয়া রোগের একটি প্রধান উপসর্গ হল —

78. ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ -

79. অ্যান্টিবডি হল একটি যৌগিক -

80. হেপাটাইসিস B-এর অপর নাম -

81. ইমিউনোলজির জনক কে?

82. যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয়, তা হল

83. অনাক্রম্যতন্ত্র গঠিত হয় যার দ্বারা

84. ভ্যাকসিনের ভিত্তি হিসেবে অর্জিত অনাক্রম্যতার কোন্ বৈশিষ্ট্যটিকে ধরা হয়?—

85. হুপিং কাশির ভ্যাকসিনটি হল-

86. কোন্ রোগে দেহের স্বাভাবিক ইমিউনিটি নষ্ট হয়ে যায়?

87. কোলোস্ট্রামে কোন্ প্রকার অ্যান্টিবডি পর্যাপ্ত পরিমাণে থাকে? –

88. ডেঙ্গু জ্বরের বাহক –

89. এক্সোজেনাস অ্যান্টিজেন হল –

90. অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয় ?

91. পোলিওর বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে কোন ভ্যাকসিন ?

92. ডিপ্লোকক্কাস নিউমোনি কোন্ রোগের জন্য দায়ী ?

93. কোন্ অঙ্গটি ইমিউন রেসপন্স প্রকাশের সঙ্গে যুক্ত নয় ?

94. টক্সিন ক্ষরণের সঙ্গে জড়িত ব্যাধি হল –

95. T - lymphocytes সম্পর্কে কোটি সত্য ?

96. অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্ত করে -

97. রসভিত্তিক অনাক্রম্যতা হয় মূলত -

98. T লিম্ফোসাইটের ক্ষেত্রে T- কথাটি এসেছে —

99. অ্যালার্জির দরুন যে ইমিউনোগ্লোবিউলিন অত্যধিক হারে বৃদ্ধি পায়

100. সহজাত অনাক্রম্যতার একটি উদাহরণ হল –

101. টাইফয়েড ভ্যাকসিন 5-6 বছরের শিশুদের কত ডোজ দেওয়া হয় ? –

102. প্লেটলেট বা থ্রম্বোসাইটের সংখ্যা কমে যায়

103. বিজ্ঞানী রবার্ট কখ (Robert Koch) কোন্ রোগের জীবাণু আবিষ্কার করেন ?

104. নিম্নলিখিত কোনটি থেকে ইনজেকশনের দ্বারা অর্জিত নিষ্ক্রিয় অনাক্রম্যতা পাওয়া যায় ?

105. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোন্ রোগ বিস্তার করে ?

106. কোনটি ভাইরাস ঘটিত রোগ?

107. সব অ্যান্টিবডি

108. ভ্যাকসিন প্রথম কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল

109. Lock Jaw লক্ষণ দেখা যায় কোন্ রোগের ক্ষেত্রে -

110. ব্রেক বোন রোগ নীচের কোন্ রোগের অপর নাম -

111. রক্ত সঞ্চারনের মাধ্যমে সংক্রমিত হয় নীচের কোনটি –

112. জন্মের পরে পরেই মানব শিশুকে যে টিকা দেওয়া উচিত তা হল

113. ELISA টেস্টের কোন রোগ শনাক্ত করা হয়-

114. অ্যান্টিবডি উৎপাদনকারী কোশ হল –

115. নীচের কোন্ রোগের দমনে টিকা ব্যবহৃত হয় না-

3 thoughts on “ANM GNM 2024 Weekly Test”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top