আর্কিমিডিসের নীতি

 আর্কিমিডিসের নীতি

Quiz by Oasis Study Centre

Name
1. তরল বা কঠিন এর আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয় ?

2. একটি বস্তুর বায়ুতে ওজন 25 গ্রাম এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 20 গ্রাম | বস্তুর আয়তন কত হবে ?

3. প্লবতা নির্ভর করে না -

4. একটি স্টিমার নদী থেকে সাগরে প্রবেশ করলে -

5. ঘনত্বের মাত্রা হল -

6. CGS পদ্ধতিতে 4 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব কত ?

7. একটি বলের ভর 50 গ্রাম এবং আয়তন 10 ঘন সেমি হলে, সেটির আপেক্ষিক ঘনত্ব কত হবে ?

8. বস্তুর ওজন এবং প্লবতা বল যদি উভয়েই সমান হয়, তবে

9. বস্তুর ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব সর্বদা -

10. প্লবতার এস আই একক কি ?

11. অভিকর্ষজ ত্বরণের মান শূন্য হলে, প্লবতা

12. দুটি সম আয়তনের বস্তু একটি তরলের মধ্যে 5 মিটার ও 10 মিটার গভীরতায় থাকলে, প্লবতা এর মান -

13. একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 50 মিটার, 10 মিটার ও 2 মিটার এবং একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার | তবে একটি তরলের মধ্যে আয়তঘন এবং ঘনকর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকলে এদের উপর প্লবতাবলের মানের পার্থক্য হবে ?

14. দুটি সম আয়তনের বস্তুর ভর যথাক্রমে 10 গ্রাম ও 12 গ্রাম | সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় কোন বস্তুটিতে প্লবতা বলের মান বেশি হবে ?

15. 1 kg/M^3 = ? gm/cm^3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top