গোলীয় ও সমতল দর্পণ MCQ (আলো)

Write Your name first : 

Name
1. 
সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব -

2. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা-কেন্দ্র ও অসীমের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি হবে

3. 
নীচের কোন দর্পণে কোনো বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসদ ও খর্বাকার হয়?

4. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

5. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তু সাপেক্ষে

6. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

7. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকলে গঠিত প্রতিবিম্বের আকার বস্তু সাপেক্ষে

8. 
কোনো অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব গঠিত হবে

9. 
প্রধান অক্ষের সঙ্গে একটি কোণে আনত কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়?

10. 
প্রদত্ত কোন্ দর্পণে কোনো বস্তুর বিবর্ধিত অসদবিম্ব গঠিত হতে পারে?

11. 
বস্তু অপেক্ষা ছোটো অসবিম্ব গঠিত হয় -

12. 
একটি গোলীয় দর্পণে কোনো আলোকরশ্মি বক্রতা কেন্দ্র বরাবর আপতিত হলে প্রতিফলিত রশ্মিটি -

13. 
আলোর বিন্দু উৎস সর্বদা তৈরি করে -

14. 
উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে

15. 
নীচের কোন্ দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ ?

16. 
মোটরগাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?

17. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 cm হলে ফোকাস দৈর্ঘ্য হবে -

18. 
রাস্তার বৈদ্যুতিক বাতির প্রতিফলকরূপে ব্যবহৃত হয় -

19. 
গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য চালকের সামনে যে দর্পণ ব্যবহার করা হয় তা হল

20. 
দাড়ি কামানোর জন্য যে দর্পণ সবথেকে ব্যবহার করা ভালো হয় তা হল -

21. 
গোলীয় দর্পণে প্রতিফলনের ক্ষেত্রে নীচের রাশিগুলির কোনটি আপতিত রশ্মির উপাক্ষীয় প্রকৃতির ওপর নির্ভর করে ?

22. 
গোলীয় দর্পণের ক্ষেত্রে ক্ষুদ্র উন্মেষ বলতে বোঝায় -

23. 
অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর

24. 
উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আপতিত রশ্মি প্রতিফলনের পর

25. 
চকচকে স্টিলের বাটির ভিতরের পৃষ্ঠ আচরণ করে -

26. 
একটি ক্ষুদ্র আলোক উৎস থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ যেতে হলে যে দর্পণ ব্যবহার করতে হবে সেটি হল

27. 
দর্পণের বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কী?

28. 
সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ -

29. 
একটি বিন্দু আলোক উৎস অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এই উৎস থেকে দর্পণে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল

30. 
সূর্যের প্রতিবিম্ব অবতল দর্পণের কোথায় গঠিত হয়?

31. 
উত্তল দর্পণের উপর কী প্রকার রশ্মি এসে পড়লে সদ্‌বিম্ব পাওয়া যায়?

32. 
কোনো দর্পনে লম্ব আপতন হলে চ্যুতি কত?

33. 
প্রতিফলনের সময়ে চ্যুতিকোণের সূত্রটি হল -

34. 
কোনো অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 cm। একটি বস্তুকে দর্পণ থেকে কত দূরত্বে রাখলে তার কোনো প্রতিবিম্ব পাওয়া যাবে না?

35. 
10 cm ফোকাস দূরত্বের অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায় ?

36. 
একটি বস্তুকে একটি উত্তল দর্পণ থেকে 60cm দূরত্বে রাখা হল। প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। দর্পণের বক্রতা ব্যাসার্ধ কত?

37. 
উত্তল দর্পণ থেকে 10 cm দূরে অক্ষের ওপর 5 cm দীর্ঘ একটি বস্তু অবস্থিত। দর্পণের ফোকাস দূরত্ব 20 cm | প্রতিবিম্বের দৈর্ঘ্য নির্ণয় করো।

38. 
একটি অবতল দর্পণের সম্মুখে 50 cm দূরত্বে অবস্থিত একটি বস্তুর প্রতিবিম্ব দর্পণটির পিছনে 2 m দূরত্বে গঠিত হল। দর্পণটির ফোকাস দূরত্ব নির্ণয় করো।

39. 
একটি দর্পণের সামান ওর অক্ষের ওপর একটি দন্ড খাড়াভাবে আছে। দর্পণে গঠিত অসদবিম্বটি বস্তু অপেক্ষা আকারে ছোটো। দর্পণটির প্রকৃতি -

40. 
একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 40 cm এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকারের দ্বিগুণ | প্রতিবিম্ব দূরত্ব হবে

41. 
একটি রশ্মি কোনো প্রতিফলকের সঙ্গে 50° কোণ করে আপতিত হয় | প্রতিফলনের ফলে রশ্মিটির চ্যুতি হবে -

42. 
একটি অবতল দর্পণ থেকে 0.3 দূরে একটি বস্তু আছে | যদি বিবর্ধন 1/2 হয় তবে দর্পণটির ফোকাস দূরত্ব হবে -

43. 
10 cm ফোকাস দূরত্ববিশিষ্ট একটি অবতল দর্পণ থেকে 20 cm দূরে একটি বস্তু রাখা আছে। প্রতিবিম্বের দূরত্ব কত?

44. 
একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 cm ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত হল। দর্পণটির অনুপস্থিতিতে রশ্মি গুচ্ছ দর্পণের মেরু থেকে 20 cm দূরে মিলিত হত। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত থাকলে কোথায় রশ্মিগুচ্ছ মিলিত হবে?

45. 
একটি অবতল দর্পণ থেকে 75 cm দূরে 5 cm দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হল । দর্পণের বক্তৃতা ব্যাসার্ধ 60 cm হলে প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে ?

46. 
10 cm ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 cm দূরে একটি বস্তু আছে। প্রতিবিম্বের আকার ও বস্তুর আকারের অনুপাত নির্ণয় করো?

47. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্ব f। কোনো বস্তু দর্পণটি থেকে u দূরত্বে থাকলে বস্তুটির সমান আকারের একটি অবশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে?

48. 
একটি বস্তুর তিনটি প্রতিবিম্ব গঠনের জন্য দুটি সমতল দর্পণকে যে কোণে আনত রাখতে হবে তা হল -

49. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্ব f । কোনো বস্তু দর্পণটি থেকে u দূরত্বে থাকলে বস্তুটির একটি অসবিম্ব কী শর্তে গঠিত হবে?

50. 
একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব -

51. 
ধনাত্মক বিবর্ধন যে প্রতিবিম্বটি নির্দেশ করে তা হল

52. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্ব f | কোনো বস্তু দর্পণটি থেকে u দূরত্বে থাকলে বস্তুটির ক্ষুদ্র অবশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে?

53. 
একটি অবতল দর্পণ দ্বারা একটি বাতির প্রতিবিম্ব পর্দায় ফেলা হল। দর্পণটির কিছুটা আবৃত করে দিলে প্রতিবিম্বটির

54. 
দুটি সমতল দর্পণ যদি পরস্পর 45° কোণে আনত থাকে এবং একটি বস্তু তাদের মধ্যে অবস্থান করে তবে তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে

55. 
সমতল দর্পণে প্রতিফলিত আলোকরশ্মিগুচ্ছ সবিম্ব গঠন করতে পারে

56. 
একটি ক্ষুদ্র বস্তু একটি সমতল দর্পণের সামনে 10 cm দূরে আছে। যদি তুমি বস্তুটির পিছনে দর্পণ থেকে 30 cm দূরে থাকো এবং প্রতিবিম্বের দিকে তাকাও, তবে তোমার চোখে প্রতিবিম্বের দূরত্ব হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top