Heat MCQs

Write Your name first : 

Name
1. 
কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের মান নির্ভর করে যে রাশির ওপর তা হল -

2. 
SI-তে আপেক্ষিক তাপের মান -

3. 
যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তার নাম -

4. 
কার আপেক্ষিক তাপ সর্বাপেক্ষা বেশি ?

5. 
আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত ?

6. 
যখন কোনো উত্তপ্ত বস্তুকে একটি শীতল বস্তুর সংস্পর্শে রাখা হয় তখন উত্তপ্ত বস্তুর তাপমাত্রা হ্রাস t1 ও শীতল বস্তুর তাপমাত্রা বৃদ্ধি t2 হলে

7. 
কোনটি দিয়ে ক্যালোরিমিটার তৈরি হয়?

8. 
ক্যালোরিমিতিক তরল পদার্থ রূপে নীচের কোনটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক?

9. 
কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ নীচের কোনটির উপর নির্ভরশীল নয় -

10. 
1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, তার মান -

11. 
1 জুল হল =

12. 
তামার আপেক্ষিক তাপ 0.1 cal g-1 °C-1, 0.4 kg ভরের একটি তামার ক্যালোরিমিটারের জলসম হবে -

13. 
সমান ভরের দুটি তরল A ও B তে সমান তাপ দেওয়া হল। B-এর আপেক্ষিক তাপ A-এর দ্বিগুণ। A ও B-এর তাপমাত্রা বৃদ্ধির অনুপাত হল -

14. 
5 গ্রাম জলের 30°C উষ্ণতা বৃদ্ধিতে যে তাপ লাগে -

15. 
দুটি বস্তুর ভর যথাক্রমে m ও 2m, আপেক্ষিক তাপ যথাক্রমে 5s ও s। দুটি বস্তুতে একই পরিমাণ তাপ দিলে উষ্ণতা বৃদ্ধির অনুপাত হবে

16. 
10 গ্রাম জলকে 420 জুল শক্তি সরবরাহ করলে জলের তাপমাত্রা বৃদ্ধি হবে

17. 
10 গ্রাম ভরের একটি বস্তুর তাপগ্রাহীতা 8 cal/ °C বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ হবে -

18. 
তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলতে বোঝায় -

19. 
0°C তাপমাত্রায় 1 গ্রাম বরফে 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা হবে

20. 
CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হল -

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top