Sunday Mock Test 11-06-2023

Write Your name first : 

Name
1. 
লেগ হিমোগ্লোবিন কোথায় থাকে?

2. 
Environmental Protection Act গৃহীত হয়

3. 
নীচের কোনটি নাইট্রোজেন মোচনকারী?

4. 
একটি আগাছানাশক হল-

5. 
ডিনাইট্রিফাইং জীবাণু হল -

6. 
BOD বেশি হলে বুঝতে হবে

7. 
প্রোজেক্ট টাইগার চালু হয় কত খ্রিস্টাব্দে?

8. 
WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়?

9. 
ইঁদুর নিয়ে পরীক্ষা করে ল্যামার্কের তত্ত্বকে ভুল প্রমাণিত করেন-

10. 
তিমির ফ্লিপার ও পাখির ডানা হল —

11. 
পর্ণকাণ্ডের প্রকৃতি নির্ণয় করো –

12. 
নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?

13. 
প্লিহা ও যকৃৎ ক্ষতিগ্রস্ত হয় এমন রোগ হল-

14. 
নীচের কোনটি Y ক্রোমোজোমবাহিত জিনঘটিত বৈশিষ্ট্য তা স্থির করো-

15. 
TT × Tt-এর সংকরায়ণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে গাছের অনুপাত হল -

16. 
প্রদত্ত কোন্ সম্পর্কটি সঠিক ?

17. 
মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না?

18. 
কোন্ ছত্রাকের মিশ্র কালচার থেকে নিষ্কাশিত প্রোটিন পশুদের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হয়?

19. 
নীচের কোন্ উদ্ভিদটি হ্রস্বদিবা উদ্ভিদ (SDP)

20. 
ইল, স্যামন মাছের পরিযান কোন্ প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় ?

21. 
জলজ বাস্তুতন্ত্রে ফাইটোপ্ল্যাংকটন হল -

22. 
পুনঃস্থাপন অযোগ্য প্রাকৃতিক সম্পদটি হল -

23. 
পাথরের ওপর জন্মানো উদ্ভিদদের বলা হয়

24. 
সহজাত অনাক্রম্যতা গড়ে ওঠে—

25. 
ম্যালেরিয়া রোগে উচ্চ তাপমাত্রার কারণ -

26. 
যে ব্যাকটেরিয়ার জন্য যক্ষ্মা রোগ হয়, তা হল

27. 
ব্রেক বোন রোগ নীচের কোন্ রোগের অপর নাম -

28. 
সহজাত অনাক্রম্যতার একটি উদাহরণ হল –

29. 
ELISA টেস্টের কোন রোগ শনাক্ত করা হয়-

30. 
নাইট্রিফিকেশনে সাহায্য করে

31. 
ভূমি থেকে 20 মিটার উচ্চতায় একটি 10 কেজি ভরের স্থিতিশীল বস্তুর দ্বারা অর্জিত শক্তি কত হবে? (g = 10 মিটার/সেকেন্ড2)

32. 
কার্যের মাত্রীয় সংকেত হল -

33. 
একটি সমতল রাস্তায় একজন ব্যক্তি তার গাড়ির বেগ 10 মিটার/সেকেন্ড থেকে বাড়িয়ে 20 মিটার/সেকেন্ড করে দেয়। চূড়ান্ত গতিশক্তি ও প্রাথমিক গতিশক্তির অনুপাত কত?

34. 
A ও B দুটি বস্তুর ভরের অনুপাত 1:4 এবং গতিশক্তির অনুপাত 4:1 হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত হয় -

35. 
CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক এর মান কত ?

36. 
1 কিগ্রা-মিটার = কত জুল?

37. 
তড়িৎ আধানের সিজিএস পদ্ধতিতে একক কি?

38. 
একটি এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ঋণাত্মক আধানে আহিত হয়, কারণ -

39. 
একটি তামার তারের দৈর্ঘ্য 4 মিটার | তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.01 বর্গ সেন্টিমিটার | 18 ডিগ্রী সেন্টিগ্রেড উষ্ণতায় তামার রোধাঙ্ক 1.78X10^-6 ওহম সেমি হলে তারটির রোধ কত ?

40. 
একটি কাচদণ্ডকে সিল্ক দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়, কারণ -

41. 
যখন একটি তামার গোলককে উত্তপ্ত করা হয়, তখন ওর যে রাশিটির প্রসারণ সর্বাধিক হয় তা হল

42. 
তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে a, ও b হলে, কোনটি সঠিক?

43. 
তাপীয় প্রসারণ সর্বোচ্চ হয়-

44. 
কোনো একটি ধাতব চাকতির মাঝখানে একটি বৃত্তাকার ছিদ্র আছে। চাকতিটির তাপমাত্রা বৃদ্ধি করলে -

45. 
একই ধাতুর তৈরি ও একই ব্যাসার্ধের একটি নিরেট এবং একটি ফাঁপা গোলককে একই উয়তায় উত্তপ্ত করা হলে

46. 
দুটি বস্তুর ভর যথাক্রমে m ও 2m, আপেক্ষিক তাপ যথাক্রমে 5s ও s। দুটি বস্তুতে একই পরিমাণ তাপ দিলে উষ্ণতা বৃদ্ধির অনুপাত হবে

47. 
আপেক্ষিক তাপের মাত্রীয় সংকেত ?

48. 
তামার আপেক্ষিক তাপ 0.1 cal g-1 °C-1, 0.4 kg ভরের একটি তামার ক্যালোরিমিটারের জলসম হবে -

49. 
150 g জলের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুটনাংকে নিয়ে যেতে হলে কে পরিমান তাপের প্রয়োজন হবে?

50. 
CGS পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হল -

51. 
NETAJI শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া প্রয়োজন? বায়ুতে শব্দের বেগ = 332 m/s

52. 
দুটি পাহাড়ের মধ্যে দন্ডায়মান কোন ব্যক্তি বন্ধুর থেকে গুলি ছোড়ার 1.5 সেকেন্ড পরে প্রথম ও 2.5 সেকেন্ড পরে দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেলেন। বায়ুতে শব্দের বেগ 1120 ফুট/সেকেন্ড হলে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব দূরত্ব নির্ণয় কর?

53. 
কোন শব্দ উৎসের কম্পাঙ্ক 100Hz হলে, এটির মিনিটে কতবার কম্পন হবে ?

54. 
একটি পাহাড় থেকে 900 মিটার দূরে দাঁড়িয়ে বন্দুক থেকে গুলি ছুড়ল এবং 5 সেকেন্ড পরে প্রতিধ্বনি শুনতে পেল | বায়ুতে শব্দের গতিবেগ কত ?

55. 
পেট্রোলিয়ামের আংশিক পাতনে পাতিত রূপে ডিজেল সংগ্রহ করা হয় কোন তাপমাত্রায় ?

56. 
1 ডেসিবেল যত বেলের সঙ্গে সমান তা হল

57. 
শব্দের প্রাবল্য স্বনকের কম্পন বিস্তারের -

58. 
শব্দের বেগের মান সর্বাপেক্ষা বেশি

59. 
ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে (বায়ুতে শব্দের বেগ 330 ms-1)

60. 
আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় -

61. 
Your perfume has a wonderful ___.

62. 
She returned to the ___ of the accident.

63. 
It is not healthy to use hair _______

64. 
Our ______ is a man of ______.

65. 
She is the dullest girl in the class. Select the correct positive degree of the above.

66. 
Select the correct superlative degree of comparison for the given sentence. This is one of the beautiful places in the area.

67. 
Find the Synonym of 'Illiterate'

68. 
Find the Synonym of 'Impotent'

69. 
Find the Synonym of 'Fastidious' -

70. 
Which part of this sentence has an error : Nobody believed him (a)/ when he said that (b)/ his son was gone (c)/ out of the country. (d)

71. 
Which part of this sentence has an error : He walked (a)/ quick so that (b)/ he would not (c)/ be late (d)/

72. 
Which part of this sentence has an error : Parul (a)/ was also been invited (b)/ to the lunch hosted by the queen (c)/ at her cottage yesterday. (d)

73. 
Which part of this sentence has an error : Now-a-days, (a)/ he teaches English (b)/because the teacher of English (c)/ has gone on a month's leave. (d)/

74. 
Find the Synonym of 'Fascinate' -

75. 
What is the superlative of little?

4 thoughts on “Sunday Mock Test 11-06-2023”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top