ANM GNM 2023 Special Mock Test #4

 ANM GNM 2023
Special Mock Test

Type your Full Name :

Name
1. 
সালোকসংশ্লেষে হিল বিকারক কোনটি?

2. 
PS-II এ সক্রিয় ক্লোরোফিল হল -

3. 
নিম্নলিখিত কোন্ উপাদানটি সালোকসংশ্লেষের ফলে সৃষ্ট গ্লুকোজ অণুকে অক্সিজেন প্রদান করে

4. 
সাইটোক্রোম হল -

5. 
নীচের কোনটি অনাবর্তকার ফটোফসফোরাইলেশন সম্পন্ন হয় না -

6. 
ক্লোরোফিল বি এর সংকেত হল ?

7. 
আলোক দশার ক্ষেত্রে সঠিক বক্তব্যটি হল –

8. 
ফসফোরাইলেশন-এর ফলে উৎপন্ন পদার্থ হল -

9. 
নিম্নলিখিত কোন উপাদানটি কেলভিন চক্রে উৎপন্ন হয় না-

10. 
ফসফোরাইলেশন প্রক্রিয়া আবিষ্কার করেন

11. 
সালোকসংশ্লোযের অন্ধকার দশায় কত অণু NADPH2 এর প্রয়োজন হয় ?

12. 
* সালোকসংশ্লেষ প্রক্রিয়ার দ্রুত ঘটে কোন প্রকার বর্ণের আলোতে?

13. 
সালোকসংশ্লেষে CO2 সংবন্ধনে সহায়ককারী উৎসেচকটি হল -

14. 
কিউটিন নামক স্নেহ পদার্থের আবরণী থাকে -

15. 
স্টোমাটার চলনে সাহায্যকারী আয়নটি হল —

16. 
কোন্ উদ্ভিদের পাতার পত্ররন্ধ্র নিবেশিত?

17. 
হাইডাথোডের মাধ্যমে যখন জল তরল আকারে নির্গত হয়, তখন তাকে বলে -

18. 
নিঃস্রাবণের প্রধান কারণ হল -

19. 
বাষ্পমোচনের ক্ষেত্রে নীচের কোন্ বক্তব্যটি সঠিক নয় –

20. 
বাষ্পমোচন এর হার মাপক যন্ত্রের নাম কি?

21. 
বিশুদ্ধ জলের অভিস্রবণীয় চাপ হল

22. 
নিষ্ক্রিয় পরিবহণ কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে ?

23. 
কোন্ প্রক্রিয়ায় CO2 পত্ররন্ধের মাধ্যমে মেসোফিল কলায় প্রবেশ করে ?

24. 
কোন্ কলার সাহায্যে উদ্ভিদদেহে ঊর্ধ্বমুখী পরিবহণ ঘটে?

25. 
TT × Tt-এর সংকরায়ণে উৎপন্ন বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ বেটে গাছের অনুপাত হল -

26. 
. একজন মহিলা বর্ণান্ধ হলে কোনটি সঠিক তা স্থির করো -

27. 
একজন হিমোফিলিয়ায় আক্রান্ত পুরুষের সঙ্গে স্বাভাবিক (বাহক) মহিলার বিবাহ হলে, তাদের কন্যাসন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত হবে তা স্থির করো

28. 
পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হলে নীচের দেওয়া সঠিক বক্তব্যটি স্থির করো

29. 
মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না?

30. 
পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি দেখা যায়। কারণ এটি -

31. 
তোমাদের বাড়ির চৌবাচ্চায় কানা ভর্তি জল আছে | জলের ওপরিতল থেকে 1 মিটার গভীরে কোন বিন্দুতে জল কি পরিমাণ চাপ দেবে? (ধরে নাও- জলের ঘনত্ব 1000 kg/m^3 এবং অভিকর্ষজ ত্বরণ g= 9.8m/s^2)

32. 
পীড়নের মাত্রা কি?

33. 
একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 50 মিটার, 10 মিটার ও 2 মিটার এবং একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 মিটার | তবে একটি তরলের মধ্যে আয়তঘন এবং ঘনকর সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকলে এদের উপর প্লবতাবলের মানের পার্থক্য হবে ?

34. 
সংনম্যতার সাথে স্থিতিস্থাপকতার কি সম্পর্ক ?

35. 
SI পদ্ধতিতে পীড়নের একক হল

36. 
প্লবতার এস আই একক কি ?

37. 
1 torr হল -

38. 
কোন গ্যাসের চাপ যখন 1.5 atm তখন তার আয়তন 2.5 m3 | গ্যাসটির আয়তন কত হবে যখন চাপ বৃদ্ধি পেয়ে হয় 7.5 atm, ভর ও উষ্ণতা স্থির থাকে |

39. 
14°C তাপমাত্রায় ও 820 mm Hg চাপে কোনো গ্যাসের আয়তন 76 cm^3, STP তে গ্যাসটির আয়তন কত হবে ?

40. 
গ্যাসের প্রমাণ চাপের মান কত ?

41. 
2000 গ্রাম ক্যালশিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে?

42. 
9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন ?

43. 
STP তে 89.6 লিটার হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন?

44. 
42 গ্রাম লোহিত তপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে কী পরিমাণ হাইড্রোজেন পাওয়া যাবে? STP তে তার আয়তন কত হবে?

45. 
1.8 গ্রাম ভরের একটি গ্যাসের STP তে আয়তন হয় 2.24 লিটার। ওই গ্যাসটির বাষ্প ঘনত্ব কত?

46. 
Select which part of the sentence has an error : Kunal's father advised (a)/ him not to (b)/ ride the motorcycle (c)/ lately at night. (d)/

47. 
Select which part of the sentence has an error : When you will find (a)/ out a solution (b)/ to this problem, (c)/ you will be awarded a prize. (d)

48. 
Select which part of the sentence has an error : Shatabdi Express (a)/ runs (b)/ very (c)/ fast. (d)

49. 
Select which part of the sentence has an error : Before the alarm had stopped (a)/ ringing (b)/ Nisha had telephoned (c)/the police. (d)

50. 
Select which part of the sentence has an error : "It is high time (a)/ you are starting (b)/ this business", (c)/ said Ram to Mahesh. (d)

51. 
Sentence Improvement : There (is) no rain in our village for the last six months.

52. 
Sentence Improvement : The police investigated (into) the matter.

53. 
Sentence Improvement : Ramachandra Murthy and his family have in Guyana (from) 1985.

54. 
Sentence Improvement : I (am living) in this town since 1980.

55. 
Sentence Improvement : He is better than (any boy) in the class.

56. 
Select which part of the sentence has an error : All the people living (a)/ in the house (b)/ including the servant (c)/ was invited there. (d)

57. 
Select which part of the sentence has an error : Mahesh thought that he (a)/ would pass the examination (b)/ although he did not answer (c)/ most of the questions correct. (d)

58. 
Select which part of the sentence has an error : . Nobody believed him (a)/ when he said that (b)/ his son was gone (c)/ out of the country. (d)

59. 
Select which part of the sentence has an error :As soon as he (a)/ opened the old (b)/ wooden box, than a rat (c)/ jumped out of it. (d)

60. 
Select which part of the sentence has an error : Hardly did she went (a)/ out of her house (b)/ when the postman came (c)/ with the telegram. (d)

61. 
X^2 - X = K(2X-1) সমীকরণের বীজদের সমষ্টি শূন্য হলে, K এর মান নির্ণয় কর?

62. 
ax^2 + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে, a এবং b এর মান লেখো ।

63. 
x^2/x = 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় হলো-

64. 
কলমের মূল্য প্রতি ভজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3 টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি।

65. 
m এর মান কত হলে, 4x^2 +4(3m-1)x + (m+7)=0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনোন্যক হবে ?

66. 
6000 টাকা 4 বছরে 8000 টাকা হয় | একই সুদের হারে কত সময়ে 525 টাকা 700 টাকা হবে ?

67. 
যদি 6 বছরের সরল সুদ আসলের 30% এর সমান হয়, এটি আসলের সমান হবে কত বছরে?

68. 
3200 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 2 বছর 6 মাসে সুদে-আসলে কত টাকা হবে?

69. 
কোনো আসল 10 বছরে দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার নির্ণয় কর?

70. 
কোনো আসলের 7 বছর পর সরল সুদ 1750 টাকা হয় | যদি সুদের হার 2% বেশি হয়, তাহলে সুদের পরিমাণ কত বেশি হত?

71. 
সকালবেলার শান্তির দেশ কাকে বলে ?

72. 
‘রূপদর্শী’ কার ছদ্মনাম ?

73. 
প্রথম ভারতীয় মহিলা পাইলট ছিলেন -[WB Warder 2019]

74. 
প্রথম কোন মহিলা সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান? [Rail Group D 2019]

75. 
রাজীব গান্ধি - এর সমাধিস্থল কোথায় ?

76. 
সাদা শহর কাকে বলা হয় ?

77. 
'Freedom in Exile' বইটি কার লেখা ?

78. 
পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি ?

79. 
তিস্তা কোন নদীর উপনদী?

80. 
পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য বায়ু বিদ্যুৎ কেন্দ্রটি হল?

81. 

82. 

83. 

84. 

85. 

4 thoughts on “ANM GNM 2023 Special Mock Test #4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top