ANM GNM 2023 Special Mock Test #5

 ANM GNM 2023
Special Mock Test

Type your Full Name :

Name
1. 
2-ফসফোএনোল পাইরুভিক এসিড থেকে পাইরুভিক এসিড উৎপন্ন হওয়ার সময় -

2. 
ইটভাটায় কর্মরত কর্মীদের কোন রোগটি হওয়ার সম্ভাবনা বেশি?

3. 
ল্যাকটিক এসিডের সংকেত কি ?

4. 
শ্বসনের প্রথম পর্যায় অর্থাৎ গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে -

5. 
নীচের ভুল বক্তব্যটি চিহ্নিত করো

6. 
অবাত শ্বসন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক নয়

7. 
ETS দেখা যায় -

8. 
রেসপিরেটরিট্রিপ শ্বাস বৃক্ষ কার শ্বসন অঙ্গ?

9. 
শ্বসনে মোট কত অনু ATP উৎপন্ন হয়-

10. 
অবাত ও সবাত শ্বসনের সাধারণ পর্যায়টি কী?

11. 
গ্লাইকোলাইসিস-এ ATP ব্যয়িত হয়-

12. 
অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত শক্তি উৎপন্ন হয়?

13. 
নীচের সঠিক নয় বক্তব্যটি চিহ্নিত করো

14. 
নীচের সঠিক বক্তব্যটি চিহ্নিত করে -

15. 
শিশুরা সম্পূর্ণ রূপে সাদা বর্ণের মাতৃদুগ্ধ গ্রহণ করা সত্ত্বেও তাদের মল হলুদ বর্ণের হয় কারণ -

16. 
ক্রিপটস অব লাইবারকুন কোথায় থাকে ও কি ক্ষরণ করে?

17. 
রেনিন (Rennin) থাকে-

18. 
অগ্নাশয় রস কোন গুলির পরিপাকে সহায়তা করে ?

19. 
পিত্ত উৎপন্ন হয় -

20. 
কুফার কোষ দেখতে পাওয়া যায় -

21. 
ট্রিপসিন উৎসেচক নিঃসরণ হওয়ার স্থান

22. 
খাবার পাকস্থলী থেকে আবার গলবিলে যাতে ফিরে না আসে তার জন্য কোন পেশি থাকে?

23. 
কোনটির অনুপস্থিতিতে ফ্যাটের অপদ্রব সৃষ্টি (ইমালসিফিকেশন ) হতে পারে ন

24. 
মাইক্রোপ্রোপাগেশন সংক্রান্ত নীচের বক্তব্যগুলো পড়ো এবং সঠিক বক্তব্যটি বেছে নাও -

25. 
আদা কিসের সাহায্যে জনন করে -

26. 
দ্রুত রোগমুক্ত অসংখ্য উদ্ভিদ উৎপাদনে তুমি কোন পদ্ধতি অবলম্বন করে উদ্ভিদ সংখ্যা বৃদ্ধি করবে তা নির্ণয় করো

27. 
সস্য নিউক্লিয়াসের প্রকৃতি হল -

28. 
এমব্রয়েড দশা কোন্ প্রকার জননে দেখা যায় ?

29. 
মানবদেহে বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হলো -

30. 
মানুষের বিকাশকে কয়টি দশায় ভাগ করা যায় ?

31. 
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ r ও ফোকাস দূরত্ব f | কোনো বস্তু দর্পণটি থেকে u দূরত্বে থাকলে বস্তুটির ক্ষুদ্র অবশীর্ষ প্রতিবিম্ব কী শর্তে গঠিত হবে?

32. 
নীচের কোন্ দর্পণের দৃশ্যমান ক্ষেত্র সর্বোচ্চ ?

33. 
প্রিজমের নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি -

34. 
একটি ক্ষুদ্র বস্তু একটি সমতল দর্পণের সামনে 10 cm দূরে আছে। যদি তুমি বস্তুটির পিছনে দর্পণ থেকে 30 cm দূরে থাকো এবং প্রতিবিম্বের দিকে তাকাও, তবে তোমার চোখে প্রতিবিম্বের দূরত্ব হবে

35. 
আলো বায়ু মাধ্যম থেকে একটি কাচের স্ল্যাবে (প্রতিসরাঙ্ক 1.5) প্রবেশ করল। স্ল্যাবের মধ্যে আলোর গতিবেগ নির্ণয় করো। দেওয়া আছে বামুতে আলোর বেগ = 3.0x10^8 m/s

36. 
লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000021/°C হলে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে?

37. 
5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনকের উষ্ণতা 28 °C থেকে বৃদ্ধি করে 578 °C করলে আয়তনের প্রসারণ কত হবে? [ ধাতুটির আয়তন প্রসারণ গুণাঙ্ক 51 X 10^-6 /°C ]

38. 
কোনো কাঁচের ফ্লাক্সের আয়তন 540cc | ওই ফ্লাক্সে কত আয়তনের পারদ রাখলে ফ্লাক্সের বাকি অংশের আয়তন সকল উষ্ণতায় সমান হবে? পারদ এর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক 1.8 x 10^-4 /°C কাচের আয়তন প্রসারণ গুণাঙ্ক = 2.5 x 10^-5/°C |

39. 
Ca2+ এর ইলেকট্রন বিন্যাস কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সমান?

40. 
রাদারফোর্ড তার আলফা করা বিক্ষেপণ পরীক্ষায় কোন তেজস্ক্রিয় মৌল নিয়েছিলেন ?

41. 
A মৌলটির প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা যথাক্রমে 12 ও 25 | B মৌলটির প্রোটন সংখ্যা 10 | A ও B পরস্পরের আইসোবার হলে, B মৌলটির নিউট্রন সংখ্যা কত ?

42. 
প্রিজমের ভিতর দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও নির্গমন কোণের যোগফল

43. 
106 সংকেত ভর বিশিষ্ট যৌগটি হল -

44. 
কোনটিতে ন্যূনতম অনু বর্তমান

45. 
STP তে 11.2 L SO2 গ্যাসে মোট পরমাণুর সংখ্যা -

46. 
Find out the wrongly spelt word.

47. 
Find out the correctly spelt word

48. 
Which one of the following word is correctly spelt?

49. 
Which one of the following word is correctly spelt?

50. 
Which one of the following word is correctly spelt?

51. 
Now-a-days he is _______________ as a result of his failure in the examination.

52. 
Whole villages were___________ in the fighting.

53. 
You must save mone to ____________ it in old age.

54. 
What is the correct meaning of the Phrasal Verb : PULL THROUGH

55. 
Please make it a point to _________ water tap before you go out.

56. 
He said, “Alas! He is no more.” What will be the indirect speech of this sentence? –

57. 
My mother said to me, “Please do not disturb me.” What will be the indirect speech of this sentence? –

58. 
She cried, "God will never pardon you." (Change Narration)

59. 
He had a reserved ___________ .

60. 
It is better to __________ in hell than to serve in heaven.

61. 
1 সেমি, 6 সেমি ও 8 সেমি ধার বিশিষ্ট তিনটি ঘনককে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হলো | নতুন ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় কর।

62. 
মান নির্ণয় কর -

63. 

64. 
a/2=b/3=c/3= (2a-3b+4c)/p হলে, p এর মান নির্ণয় করো -

65. 
x:y=3:2, হলে (4x + 5y):(4x + 6y)= কত ?

66. 
কিছু পরিমাণ টাকা চক্রবৃদ্ধির সুদের রাখলে 5 বছরে দ্বিগুণ হয় | ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 8 গুণ হবে?

67. 
কত চক্রবৃদ্ধি হার সুদে 1800 টাকা 2 দুই বছরে সুদে-মূলে 2178 টাকা হবে?

68. 
A, B এবং C একটি অংশীদারী ব্যবসায় যোগ দিল। 21 : 18 : 14 অনুপাতে মূলধন বিনিয়োগ করলো | ব্যবসার শেষে তারা 15: 8: 9 অনুপাতে লভ্যাংশ ভাগ করল | তাদের বিনিয়োগ সময়ের অনুপাত বের কর |

69. 
A, B এবং C একটি অংশীদারী ব্যবসায় যোগ দিল। A, B এর 3 গুণ বিনিয়োগ করে এবং B, C এর দুই তৃতীয়াংশ বিনিয়োগ করে | বছরে শেষে 6600 টাকা লাভ হয় | B এর ভাগ কত?

70. 
কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের (M.S.K) বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল, তা নির্ণয় করি |

71. 
ভারতে সংবিধান দিবস কবে পালিত হয় ?

72. 
1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনে নেতৃত্ব দিয়েছিলেন—

73. 
ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় ?

74. 
ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?

75. 
স্বাধীন ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোনটি?

76. 
ভারতের Sunset Industry বলা হয় -

77. 
ময়ূর সিংহাসন এর নকশাকার কে?

78. 
কোন দিনটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়?

79. 
ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম-

80. 
সাদা মানুষের কবরখানা কাকে বলে ?

81. 
DISTURBANCE শব্দটিতে প্রথম ও শেষ বর্ণ, দ্বিতীয় ও দশমবর্ণ, তৃতীয় ও নবম বর্ণ এই ক্রমে স্থান পরিবর্তন করলে, T এর পরে কোন বর্ণ বসবে ?

82. 
যদি কোন মাসের 23 তারিখ রবিবার হয়, তবে ওই মাসের ২ সপ্তাহ চার দিন আগে কি বার ছিল?

83. 
Ramesh, Satish-এর থেকে ধনী কিন্তু Jaya, Ramesh-এর থেকে কম ধনী। Ram, Jaya-এর থেকে কম ধনী, কিন্তু Satish-এর থেকে ধনী, কিন্তু Ramesh-এর মতো ধনী নয়। Ramesh, Navin-এর মতো ধনী নয়। কে সবথেকে ধনী ?

84. 

85. 

2 thoughts on “ANM GNM 2023 Special Mock Test #5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top