37th Weekly Mock Test ANM GNM 2024

Welcome to your 37th Weekly Mock Test ANM GNM 2024

Name
1. 
নিচের কোনগুলি অখণ্ড সংখ্যা -

2. 
নিচের কোনটি সত্য-

3. 
সব থেকে ছোট যৌগিক সংখ্যা হল

4. 

5. 

6. 

7. 

8. 
f(x)=2x + 3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত হবে?

9. 
f(x)=ax^2 + bx + c এবং f(0)=2, f(1)=1, f(4) = 6 হলে a, b ও c এর মান কত?

10. 

11. 

12. 

13. 
এক ব্যক্তি টাকায় 20 টি টি চকলেট বিক্রি করে তার 4% ক্ষতি হয়, 20% লাভ করার জন্য তাকে টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে?

14. 
একে ব্যবসায়ী পরপর 15% ও 10% ছাড় দিয়ে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে | দ্রব্যটি ধার্যমূল্য কত টাকা?

15. 
একজন ব্যবসায়ী টাকায় পাঁচটি লেবু বিক্রি করে 40% লাভ করে | সেই ব্যক্তি তবে টাকায় কতগুলি লেবু কিনেছিল?

16. 
একটি রেডিও এর ধার্য মূল্য 1920 টাকা | ছাড় দিয়ে দোকানদার লাভ করলো। যদি কোন ছাড় না দিত তবে লাভ হতো -

17. 
একটি কোম্পানি যদি তিন রকমের পরপর ছাড় দেয় | প্রথম : 25% এবং 15%; দ্বিতীয় : 30% এবং 10%; তৃতীয় : 35% এবং 5%. কোন প্রকারের ছাড় সবথেকে ভালো হবে?

18. 
A এবং B যথাক্রমে একটি কাজ 12 দিনে ও 10 দিনে করতে পারে | A কাজটি শুরু করল | যদি তারা একদিন অন্তর কাজটি করতে থাকে তবে কত দিনে কাজটি শেষ হবে?

19. 
A এবং B একটি কাজ যথাক্রমে 20 দিনে এবং 15 দিনে করতে পারে | তারা 6 দিন একসাথে কাজ করার পর B এর পরিবর্তে C যোগ দিলো। এবং কাজটি তারপর 4 দিনে শেষ হলো| C একা কাজটি কত দিনে করতে পারবে?

20. 
A একটি কাজ এর 1/4 অংশ করে 10 দিনে, B 40 দিনে করতে পারে 40% কাজ এবং C 1/3 অংশ করতে পারে 13 দিনে | কে একা কাজটি তাড়াতাড়ি শেষ করতে পারবে।

21. 
A এবং B একটি কাজ করতে পারে যথাক্রমে 45 দিনে এবং 40 দিনে | তারা একসাথে কাজ শুরু করার কিছুদিন পর A চলে গেল এবং B বাকি কাজটা 23 দিনে করল | কতদিন পর A চলে গিয়েছিল?

22. 
A এবং B একত্রে একটি কাজ শেষ করতে পারে 30 দিনে | তারা 20 দিন কাজ করার পর B চলে যায় | বাকি কাজ A একা আরো 20 দিনে সম্পন্ন করে। পুরো কাজটি A একা করলে মোট কতদিনে কাজ শেষ হতো?

23. 
একটি বৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত?

24. 
একটি বর্গক্ষেত্রের পরিবৃত্ত ও অন্তবৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য 9π হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

25. 
একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের বাহু ও বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত?

26. 
একটি তারকে বৃত্তাকারে বাকালে বৃত্তের ব্যাসার্ধ হয় 31.5 সেমি | তারটিকে আয়তক্ষেত্র আকারে বাকালে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হয় 7:4 | তবে প্রস্থ কত সেমি ?

27. 
12 সেমি, 16 সেমি ও 20 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের পরি-ব্যাসার্ধ কত সেমি?

28. 
তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল 1287 হলে, এদের মধ্যে বৃহত্তম হল

29. 
p, p+2 ও p+4 সংখ্যা তিনটি মৌলিক সংখ্যা হলে p এর মান কত?

30. 
দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি কত?

31. 
একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর | তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর | তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল?

32. 
1 থেকে 12 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যা গুলির ঘনফলের গড় কত?

33. 
10 টি সংখ্যার গড় 25 | আরো একটি সংখ্যা যুক্ত করলে গড় 1 কমে যায় | নতুন সংখ্যাটি কত?

34. 
প্রথম 21 টি স্বাভাবিক সংখ্যার গড় 11 হলে, প্রথম 20 টি স্বাভাবিক সংখ্যার গড়

35. 
x^2 - 6x + 6= 0 সমীকরণের দুটি বীজ a এবং b হলে, (a^2 + b^2) এর মান কত?

36. 
যদি p+ 8 = - 15/p, হলে p এর মান কত?

37. 
k এর কোন মানের জন্য, p^2 + 2(k-4)p + 2k =0 সমীকরণের বীজদ্বয়ের মান সমান?

38. 
একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -15 হলে সমীকরণটি হল -

39. 
কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3 টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি।

40. 
দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top