43rd ANM GNM Test 2024 Only Life Science

Welcome to your 43rd ANM GNM Test 2024 Only Life Science

Name
1. 
নিচের কোন বক্তব্যটি সঠিক নয় -

2. 
পাথর বা পাহাড়ে জন্মানো উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় -

3. 
WWF-এর পুরো নাম হল

4. 
ডাউন সিনড্রোমের সাথে যুক্ত সবচেয়ে সাধারণ ক্রোমোজোমাল অস্বাভাবিকতা কি?

5. 
টার্নার সিনড্রোম সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক?

6. 
জেনেটিকস' শব্দটি প্রথম ব্যবহার করেন-

7. 
সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলের ক্রসে F₂ জনুর শেষে কত প্রকার জিনোটাইপ পাওয়া যায়?-

8. 
TtRRWw জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে -

9. 
নীচের কোনটি একটি পলিস্যাকারাইড -

10. 
সালোকসংশ্লেষে জল বিশ্লিষ্ট হয়

11. 
নিম্নলিখিত কোনটি দীর্ঘ-দিবা উদ্ভিদ?

12. 
পাকস্থলীতে গ্যাসট্রিক অ্যাসিড নিঃসৃত হয় নিম্নলিখিত কোন্ কোশ থেকে?

13. 
সবচেয়ে বেশি পুনর্বিশোষণ কোথায় সংঘটিত হয়?

14. 
মানবদেহের করোটির অস্থিসমূহের সন্ধিকে বলে

15. 
অ্যাসিটাইলকোলিন হল

16. 
রেনিন (Renin) উৎপন্ন হয়

17. 
কোনটির দ্বারা জিভের পেশির চলন নিয়ন্ত্রিত হয়?

18. 
মুলার কোশ কোথায় থাকে?

19. 
WWF-এর পুরো নাম হল

20. 
ডেলটয়েড পেশী হলো

21. 
DNA তে গুয়ানিন নীচের কোনটির সাথে হাইড্রোজেন বন্ড তৈরী করে?

22. 
কোষবৃদ্ধির কোন দশায় DNA সংশ্লেষণ দেখা যায়?

23. 
মাছের পটকার রেটিয়া মিরাবিলিয়ায় যখন গ্যাসে প্রবেশ করে, তখন

24. 
ক্যানসার কোশের ছড়িয়ে পড়াকে বলে-

25. 
প্রজেক্ট টাইগার চালু হয় -

26. 
স্বাভাবিক সিস্টোল ও ডায়াস্টোলিক চাপের অন্তরফল হল -

27. 
আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত?

28. 
সিলিয়া গঠনের সহায়তা করে নিচের কোন কোষে অঙ্গাণু?

29. 
“কড়া ইকিউনা” (cauda equina ) বলতে বোঝায় -

30. 
নিচের কোনটি/ কোনগুলি Chiropterophily? - (CAT-2)

A) লিচু
B) পদ্ম
C) কচু
D) কদম

31. 
নিচের কোনটি/ কোনগুলি সঠিক? - (CAT-2)

A) সালফার রক্ত তঞ্চন প্রতিরোধ করে
B) সালফার ইনসুলিন তৈরিতে সহায়তা করে
C) কোবাল্ট পাকস্থলী থেকে HCl ক্ষরণে আবশ্যক
D) সোডিয়াম এর অভাবে যে অবস্থার সৃষ্টি হয় তাকে বলে Hyponatremia

32. 
নিচের কোনটি/ কোনগুলি ভিটামিন এ এর অভাবজনিত রোগ নয়? - (CAT-2)

A) Betot Spot
B) Xerophthalmia
C) Keratomalacia
D) Osteoporocis

33. 
নিচের কোনটি/ কোনগুলি যৌগিক লিপিড? - (CAT-2)

A) মোম
B) লেসিথিন 
C) কেফালিন 
D) গ্লাইকোলিপিড

34. 
নিচের কোনটি/ কোনগুলি Tetrasaccharides ? - (CAT-2)

A) Stachyose 
B) Scorodose
C) Robinose
D) Manotriose

35. 
নিচের কোনটি/ কোনগুলি পত্ররন্ধ্রের প্রধান কাজ - (CAT-2)

A) নাইট্রোজেন বর্জন
B) অক্সিজেন গ্রহণ
C) অক্সিজেন বর্জন
D) কার্বন ডাই অক্সাইড গ্রহণ

36. 
নিচের কোনটি/ কোনগুলি দ্বিবীজপত্রী বীজ - (CAT-2)

A) মটর
B) ছোলা
C) নারকেল
D) কুমড়ো

37. 
নিচের কোনটি/ কোনগুলিতে অ্যামাইটোসিস কোষ বিভাজনলক্ষ্য করা যায় - (CAT-2)

A) অ্যামিবা
B) ইস্ট
C) প্যারামেসিয়াম
D) উদ্ভিদের মূল

38. 
নিচের কোনগুলি G2 দশা এর ক্ষেত্রে সঠিক? - (CAT-2)

A) এটি G1 দশা এবং S দশা এর মধ্যবর্তী দশা |
B) এটি ইন্টারফেজের শেষ দশা | 
C) এটি ইন্টারফেজের সবচেয়ে স্বল্প স্থায়ী দশা |
D) এই দশায় কোষে DNA এর পরিমাণ দ্বিগুণ থাকে।

39. 
আদর্শ কোষ চক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা দুটি হল? - (CAT-2)

A) G1
B) S
C) মেটাফেজ
D) প্রফেজ

40. 
নিম্নের সঠিক জোড়াটি নির্ণয় কর-( CAT-2)

A) অক্সিনের উৎস অঙ্কুরিত বীজ
B) অক্সিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়
C) ইথিলিন পাতায় সংশ্লেষিত হয়
D) অ্যাবসিসিক অ্যাসিড = অ্যান্টি জিব্বেরেলিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top